বৈদ্যবাটি, 6 জুলাই : দীর্ঘদিন ধরেই নির্মিয়মান অবস্থায় রয়েছে বৈদ্যবাটি রেল ব্রিজ । এর জেরে বন্ধ ভারী যান চলাচল । কলকাতা ও বর্ধমানের মধ্যে যাতায়াত করা মালবাহী গাড়িগুলোকে 10 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে । এদিকে পাশের জরাজীর্ণ ব্রিজ দিয়ে প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন নিত্য যাত্রীরা ।
হাওড়া-তারকেশ্বর লাইনের শেওড়াফুলি ও দিয়ারার স্টেশনের মাঝে পরে এই ব্রিজ । ডানকুনি থেকে মগরা পর্যন্ত দিল্লি রোড সম্পসারণের কাজ হয়েছে । বাকি অংশের কাজ হয়ে গেলেও শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মাঝে এই ব্রিজটির কাজ শেষ হয়নি । ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন পণ্যবাহী গাড়ির চালকেরা । যে সমস্ত পণ্যবাহী গাড়ি এই পথে আসছে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে ।
ট্রাক এসোসিয়েশনের দাবি বৈদ্যবাটি রেল ব্রিজ সম্পূর্ণ না হলে আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের । ট্রাক চালকদের দাবি অবিলম্বে চালু হোক এই রাস্তা নাহলে 10 থেকে 12 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে । জ্বালানির খরচ বাড়ছে । ট্রাক চালক এসোসিয়েশনের পক্ষ থেকে প্রবীর চট্টোপাধ্যায় বলেন , " 5 থেকে 6 বছরের বেশি রেল ব্রিজ খারাপ হয়ে পড়ে আছে । এটা জি টি রোড এর সঙ্গে দিল্লি রোডের সংযোগকারী রাস্তা । এই রাস্তা দিয়েই ভারী মালবাহী গাড়িগুলো যাতায়াত করত । দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পর এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ । ব্রিজ বন্ধ কারণে মালবাহী গাড়িগুলিকে রিষড়া সিঙ্গুর অথবা ডানকুনি গেলে ঘুরে যেতে হচ্ছে । ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে আমরা আরও বিপাকে পড়েছি । "
হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন ," বৈদ্যবাটি রেল ব্রিজের অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে । তবে রেলের তরফে পুরো কাজটাই বাকি । রেল কর্তৃপক্ষ এখনও কিছু করছে না । এর জন্য সামগ্রিক কাজটাই বাকি আছে অন্যদিকে পুরনো যে ব্রিজটি আছে সেটাও রেল রক্ষণাবেক্ষণ করছে না । ফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে । বারবার জানানো সত্ত্বেও কোনও সদর্থক ভূমিকা নেয়নি রেল । পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে ট্রাক মালিকদের সমস্যা হচ্ছে । "
রেলের তরফে 2016 সালে কাজ শুরু হলেও 2020 সালে লকডাউনের সময় থেকে তা পুরোপুরি বন্ধ রয়েছে । এদিকে এর আগেই পুরানো ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় । এদিকে পুরানো ব্রিজে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে । তাই সাধারণ মানুষের দাবি অবিলম্বে নতুন ব্রিজের কাজ শুরু করুক রাজ্য ও রেল প্রসাশন । প্রশাসনের তরফে জেলাশাসক দীপা প্রিয়া পি জানান বৈদ্যবাটি রেল ব্রিজের কাজ চলছে । তবে রেলের তরফে কাজ অসম্পূর্ণ আছে । আশা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে ।
আরও পড়ুন : ফের কাজ বন্ধের নোটিস গোন্দলপাড়া জুটমিলে, কর্মহীন চার হাজার শ্রমিক
ইস্টার্ন রেলওয়ের সিপিআরও একলব্য চক্রবর্তী বলেন , " করোনার পরিস্থিতির জন্য নতুন ব্রিজের কাজ কাজ বন্ধ হয়ে আছে । গার্ডারের কাজ চলছে । কিছু দিনের মধ্যে আবার কাজ শুরু হবে । কয়েক মাসের মধ্যেই নতুন ব্রিজ চালু হয়ে যাবে । পুরানো ব্রিজটি সংস্কার করে সেখানে ছোট গাড়ি চালানো হবে ।"