ETV Bharat / state

Khanakul Flood : খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজে নামল সেনা - khankul

বিপদসীমার উপর দিয়ে বইছে রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর জল ৷ জলের তলায় চলে গিয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত ৷ এই ভয়াবহ পরিস্থিতি থেকে দুর্গতদের উদ্ধারে নামানো হল সেনাবাহিনী ৷

উদ্ধারকার্য চলছে
উদ্ধারকার্য চলছে
author img

By

Published : Aug 2, 2021, 10:51 AM IST

খানাকুল, 2 অগস্ট : খানাকুলে বন্যা পরিস্থিতিতে দুর্গতেদের উদ্ধারের জন্য নামানো হল সেনা । আজ ভোর থেকে দুটি সেনা হেলিকপ্টারের সাহায্যে মোট 30 জনকে উদ্ধার করা হয় ৷

অবিরাম বৃষ্টিতে রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ৷ বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে নদীর জল ৷ জলের তলায় চলে যায় অধিকাংশ বাড়ি ৷ এই ভয়াবহ পরিস্থিতিতে রবিবার সেনা নামানোর চেষ্টা হলেও প্রতিকূল আবহাওয়ার জন্য তা করা যায়নি ৷ আজ ভোর থেকে দুর্গতদের উদ্ধারের জন্য নামানো হয় সেনা ।

জানা গিয়েছে, খানাকুলের প্রায় চারটি গ্রাম পঞ্চায়েত জলের তলায় । তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত, কিশোরপুর 2 নম্বর পঞ্চায়েত ৷ এই পঞ্চায়েত এলাকায় বাঁধ ভেঙে প্রচুর বাড়ি ও ফসলের জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে ৷

বাড়ির ছাদ থেকে দুর্গতদের উদ্ধারের কাজ করছেন জওয়ান
বাড়ির ছাদ থেকে দুর্গতদের উদ্ধারের কাজ করছেন জওয়ান

আরও পড়ুন : বৃষ্টিতে ফুঁসছে কোপাই-সহ একাধিক নদী

উদ্ধারকার্যের পর সরকারিভাবে বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খােলা হয়েছে । আপাতত সেখানেই রাখা হচ্ছে স্থানীয় মানুষজনকে । এখনও পর্যন্ত 26 জন সেনাবাহিনীর দল এই উদ্ধারকাজ চালাচ্ছে । খানাকুলের বেশিরভাগ মানুষজন গৃহবন্দী । আরামবাগ মহকুমার তরফে দুর্গতদের জন্য শুকনো খাবাররের ব্যবস্থা করা হয়েছে ।

খানাকুলের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে দুর্গতদের উদ্ধারে নামানো হল সেনাবাহিনী

রবিবার দুর্গাপুর ব্যারেজ থেকে 1 লাখ 55 হাজার 775 কিউসেক জল ছাড়ার জন্য ডুবতে বসেছে খানাকুল । এছাড়াও জল ছাড়ার ফলে হুগলি ও হাওড়ার বেশ কিছু অঞ্চল জলমগ্ন ৷

খানাকুল, 2 অগস্ট : খানাকুলে বন্যা পরিস্থিতিতে দুর্গতেদের উদ্ধারের জন্য নামানো হল সেনা । আজ ভোর থেকে দুটি সেনা হেলিকপ্টারের সাহায্যে মোট 30 জনকে উদ্ধার করা হয় ৷

অবিরাম বৃষ্টিতে রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ৷ বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে নদীর জল ৷ জলের তলায় চলে যায় অধিকাংশ বাড়ি ৷ এই ভয়াবহ পরিস্থিতিতে রবিবার সেনা নামানোর চেষ্টা হলেও প্রতিকূল আবহাওয়ার জন্য তা করা যায়নি ৷ আজ ভোর থেকে দুর্গতদের উদ্ধারের জন্য নামানো হয় সেনা ।

জানা গিয়েছে, খানাকুলের প্রায় চারটি গ্রাম পঞ্চায়েত জলের তলায় । তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত, কিশোরপুর 2 নম্বর পঞ্চায়েত ৷ এই পঞ্চায়েত এলাকায় বাঁধ ভেঙে প্রচুর বাড়ি ও ফসলের জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে ৷

বাড়ির ছাদ থেকে দুর্গতদের উদ্ধারের কাজ করছেন জওয়ান
বাড়ির ছাদ থেকে দুর্গতদের উদ্ধারের কাজ করছেন জওয়ান

আরও পড়ুন : বৃষ্টিতে ফুঁসছে কোপাই-সহ একাধিক নদী

উদ্ধারকার্যের পর সরকারিভাবে বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খােলা হয়েছে । আপাতত সেখানেই রাখা হচ্ছে স্থানীয় মানুষজনকে । এখনও পর্যন্ত 26 জন সেনাবাহিনীর দল এই উদ্ধারকাজ চালাচ্ছে । খানাকুলের বেশিরভাগ মানুষজন গৃহবন্দী । আরামবাগ মহকুমার তরফে দুর্গতদের জন্য শুকনো খাবাররের ব্যবস্থা করা হয়েছে ।

খানাকুলের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে দুর্গতদের উদ্ধারে নামানো হল সেনাবাহিনী

রবিবার দুর্গাপুর ব্যারেজ থেকে 1 লাখ 55 হাজার 775 কিউসেক জল ছাড়ার জন্য ডুবতে বসেছে খানাকুল । এছাড়াও জল ছাড়ার ফলে হুগলি ও হাওড়ার বেশ কিছু অঞ্চল জলমগ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.