ভদ্রেশ্বর, 15 মে : ভদ্রেশ্বর থানার অন্তর্গত ডিভিসি খালপাড় থেকে 5টি আগ্নেয়াস্ত্র ও 7 রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার এক ব্যক্তি । অভিযুক্তের নাম শ্যাম বাবু রায় (Arms supplier arrested in Bhadreswar) ।
চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ এদিন ভদ্রেশ্বর থানায় বলেন, ‘‘কমিশনারেট গোয়েন্দা বিভাগ ও ভদ্রেশ্বর থানা মিলে যৌথ অভিযান চালায় । আধুনিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় শ্যাম বাবু রায়কে । কী কারণে এত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সঙ্গে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।’’
ধৃতকে এদিন চন্দননগর আদালতে তোলা হয় । শ্যাম বাবুর বিরুদ্ধে 2007 সালে ভদ্রেশ্বর থানাতেই একটি খুনের মামলা রয়েছে ।অভিযুক্তের কোনও রাজনৈতিক যোগ নেই বলে জানা গেছে । যদিও ওই আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য আনছিল নাকি কোনও দলের জন্য, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিপি ।
আরও পড়ুন : হেরোইন-সহ গ্রেফতার মাদক পাচারকারী, ধৃতের 14 দিনের জেল হেফাজত
কিছুদিন আগে রিষড়া থানা এলাকায় কারবাইন-সহ গ্রেফতার করা হয়েছিল দু'জনকে । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের সর্বত্র বেআইনি অস্ত্র, বোমা-গুলির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ ।