হুগলি, 24 এপ্রিল : গত বছরের মার্চ থেকে বন্ধ স্কুলের স্বাভাবিক পঠনপাঠন । এ-বছর ফেব্রুয়ারিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্লাস নাইন ও টেন চালু হয়েছিল বটে । কিন্তু তা বেশিদিন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি । আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে করোনা । প্রতিদিনই সংক্রমণের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে আর ভাঙছে । তড়িঘড়ি আবার স্কুলগুলি বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ।
খাঁ খাঁ করছে স্কুল চত্বর । শুধুমাত্র মিড ডে মিলের রেশন দেওয়ার জন্যই খোলা রয়েছে স্কুল । তাও অভিভাবকরাই আসছেন মিড ডে মিল তুলতে । স্কুলগুলির সঙ্গে দীর্ঘদিন ধরে কোনও যোগাযোগ নেই পড়ুয়াদের একটি বড় অংশের ।
অনলাইন ক্লাসের ব্যবস্থা হচ্ছে বটে । কিন্তু সবাই কি তার উপকার পাচ্ছে ? প্রান্তিক পরিবারের পড়ুয়াদের ক্ষেত্রে সমস্যাটা সবথেকে বেশি । অনেক পড়ুয়ার দীর্ঘদিন পড়াশুনার সঙ্গে কোনও যোগাযোগও নেই ।
সংক্রমনের মধ্যে স্কুলে এসে পড়াশোনা করাই দুষ্কর । তাহলে সাধারণ পড়ুয়াদের শিক্ষার পরিণতি কী হবে ? করোনার জন্য কি নতুন প্রজন্মের একটি বড় অংশে ভবিষ্যত অন্ধকারে চলে যাবে ? নাকি সরকার নতুন কিছু চিন্তা ভাবনা করছে ? চিন্তা বাড়ছে অভিভাবকদেরও ।
আরও পড়ুন : ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল
বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমনের যে হারে বাড়ছে গরিব, প্রান্তিক পরিবারের পড়ুয়াদের প্রতিনিয়ত সমস্যার সমুখীন হতে হচ্ছে । যারা সরকারি স্কুলের উপর নির্ভরশীল । যাদের অনলাইনে পড়াশোনা করার সুযোগ নেই । তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে আশঙ্কা করছেন শিক্ষক সংগঠনের কর্মকর্তারা ।
তাদের দাবি সরকারের তরফে নিদির্ষ্ট কিছু চিন্তাভাবনা করা উচিত । গত বছরই অনলাইনে পড়াশোনা চালু হলেও সেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পড়াশোনা কার্যকর করা সম্ভব হয়নি । বেশিরভাগ ছাত্র ছাত্রীর মোবাইল বা ইন্টারনেটে পরিষেবার অভাব রয়েছে । তাঁদের আবেদন নতুন কিছু চিন্তা ভাবনা করে পড়াশোনার ব্যবস্থা করুক রাজ্য সরকার।