হুগলি, 8 এপ্রিল: দুর্ঘটনার কবলে আরামবাগের এসডিপিওর গাড়ি ৷ আহত এসডিপিও অভিষেক মণ্ডল-সহ দুই নিরাপত্তারক্ষী ও গাড়ির চালক ৷ শুক্রবার তারকেশ্বর থানার বাগবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ আহতরা সকলেই তারকেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷
পুলিশ সূত্রে খবর, আজ আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল সিঙ্গুরে একটি কনফারেন্স যোগ দিতে যাচ্ছিলেন।সাড়ে এগারোটা নাগাদ তারকেশ্বরের বাগবাড়ি এলাকার কাছে 12 নম্বর রোডে একটি ইঞ্জিন ভ্যান সামনে এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ আধিকারিকের গাড়ির চালক গাড়িটিকে নিয়ে বন্ধ দোকানে গিয়ে ধাক্কা মারে (SDPO Car Accident)। দোকান ঘরটি ভেঙে যায় ৷ এসডিপিওর গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ।
আরও পড়ুন: দুর্ঘটনা-যানজট রোধে টাকি রোডে অভিযান পুলিশের, বাজেয়াপ্ত 12টি গাড়ি
স্থানীয় বাসিন্দারা তারকেশ্বর থানায় খবর দিলে তারকেশ্বর থানার পুলিশ এসে আহত দুই নিরাপত্তারক্ষী, চালক ও এসডিপিও অভিষেক মণ্ডলকে উদ্ধার করে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয় । দুর্ঘটনাগ্রস্ত পুলিশ আধিকারিকের গাড়িটি উদ্ধার করেছে তারকেশ্বর থানার পুলিশ । আহতদের অবস্থা স্থিতিশীল ৷