আরামবাগ, 20 মে : কোথায়, কে, কীভাবে বিধিনিষেধ ভাঙছে, তা দেখতে ড্রোন ওড়ানোর পরিকল্পনা নিল আরামবাগ পুলিশ । ড্রোনে যে চিত্র ধরা পড়বে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে ।
15মে থেকে বাংলাজুড়ে কার্যত লকডাউন শুরু হয়েছে । কিন্তু বিধিনিষেধ মানা হচ্ছে না বলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিযোগ উঠেছে । আরামবাগের বিভিন্ন প্রান্তে নানা অজুহাতে বিধিনিষেধ ভাঙার অভিযোগ উঠেছে । স্থানীয়দের অভিযোগ, পুলিশ যখন এলাকায় যাচ্ছে, তখন অযথা জটলা, জমায়েত বন্ধ হচ্ছে । চলে গেলেই আবার সেগুলি চালু হচ্ছে । একপ্রকার যেন সাধারণ মানুষের সঙ্গে লুকোচুরি খেলা চলছে পুলিশের । কার্যত যে লকডাউন চলছে, তা না-ভাঙার জন্য বারবার আবেদন করলেও তাতে সাড়া মিলছে না ।
আরও পড়ুন : পার্ক স্ট্রিটের বহুতলে শাড়ির গোডাউনে আগুন
এর জন্য কৌশল বদলেছেন পুলিশের আধিকারিকরা । বিভিন্ন এলাকা বেছে নিয়ে সেখানে ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে আরামবাগ মহকুমা পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত এলাকায় লকডাউন ভাঙার বিশেষ অভিযোগ উঠছে, সেই সমস্ত জায়গায় প্রাথমিকভাবে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি শুরু হবে ।
পুলিশের এই সিদ্ধান্তে খুশি সচেতন মানুষজন । তাঁদের দাবি, আগামীদিনেও মানুষকে বাঁচাতে পুলিশের এই উদ্যোগ থাকা জরুরি ।