আরামবাগ, 18 মে: কার্যত লকডাউনের তৃতীয় দিনে আরামবাগ শহরে বিধি নিষেধ রক্ষায় তৎপর মহকুমা পুলিশ ও প্রশাসন । মঙ্গলবার সকাল থেকেই কার্যত ঝোড়ো ব্যাটিং খেলে গেলেন প্রশাসনিক কর্তারা । মাস্ক না-পরা লোকেদের চলল ধরপাকড় ।
অন্যদিকে বিধি উপেক্ষা করে দোকান খোলা থাকায় লাঠি উঁচিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে দেখা গেল মহকুমা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশকে । নিয়ম না-মেনে অযথা বাড়ির বাইরে বের হওয়া সাধারণ মানুষকে সবক শেখাল পুলিশ ।
আরও পড়ুন : কংগ্রেসকে কি আরও অপ্রাসঙ্গিক করে দিচ্ছেন মোদি-মমতা ?
আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পল্লীশ্রী মোড়ে চলল করা চেকিং । যে সমস্ত মানুষ অযথা বাড়ির বাইরে বের হয়েছেন, তাঁদের কান ধরে উঠবস করালেন পুলিশকর্মীরা । সাধারণ মানুষ বলেছেন, নির্বোধ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পুলিশের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে । আগামীদিনে এই ধরনের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন পুলিশের ।