ETV Bharat / state

PM Awas Yojana: পৌরসভার চেয়ারম্যানের কোটি টাকার সম্পত্তি, আবাস যোজনায় নাম স্ত্রী ও ভাইদের

author img

By

Published : Jan 9, 2023, 10:20 PM IST

কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হওয়ার সত্ত্বেও আবাস যোজনায় (PM Awas Yojana) নাম রয়েছে আরামবাগ পৌরসভার (Arambagh Municipality) চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের । আর তাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ কটাক্ষ ধেয়ে এসেছে বিজেপির তরফে ৷

আরামবাগ পৌরসভার চেয়ারম্যান
আবাস যোজনায় নাম

আবাস যোজনায় পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী ও ভাইদের নাম ঘিরে বিতর্ক

আরামবাগ, 9 জানুয়ারি: আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে পঞ্চায়েত এলাকাগুলিতে । এবার পৌরসভাতেও আবাস দুর্নীতির অভিযোগ । আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের (Arambagh Municipality Chairman) স্ত্রী ও দুই ভাইয়ের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় । আর সেই তালিকা সামনে আসতেই শোরগোল পড়ে যায় আরামবাগ জুড়ে ।

যদিও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর দাবি, নাম এসেছে কিন্তু বাড়ি তিনি নেননি ৷ অভিযোগ এড়ানোর চেষ্টা করলেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । পাশাপাশি চেয়ারম্যানের পরিবারের সদস্যদের নাম থাকায় হতবাক ওই ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তরাও । প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের বাড়ি দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলে । তেমনই এর আওতায় পৌরসভায় দেওয়া হচ্ছে হাউস ফর অল (House for All) প্রকল্পের বাড়ি । সেই প্রকল্পের আওতায় থাকার কথা দরিদ্র ও পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদের নাম । কিন্তু অন্যান্য প্রাপকদের সঙ্গে এই প্রকল্পে নাম রয়েছে আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের । আর একে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক (Awas Yojana Scam) ।

আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বাড়ি চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর । একটি দোতলা বাড়িতে থাকেন পরিবার । এছাড়াও রয়েছে আরও কয়েকটি বাড়ি বলে খবর । সমীর বর্তমানে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন ৷ তবে এর আগে তিনি কাউন্সিলর ছিলেন । সেই সময় নির্বাচনী হলফনামায় তিনি নিজেই জানিয়েছিলেন, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 3 কোটি 29 লক্ষ টাকা ।

হাউস ফর অল প্রকল্প
আবাস যোজনায় পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের নাম

আরও পড়ুন: আবাস দুর্নীতির তদন্তে এসে চোখ ছানাবড়া কেন্দ্রীয় প্রতিনিধিদের !

এত সম্পত্তি থাকার পরেও আবাস যোজনায় নাম রয়েছে স্ত্রী উত্তরা ভাণ্ডারী এবং দুই ভাই বিশ্বজিৎ ও প্রবীরের । আর এই তালিকা সামনে আসতেই হৈচৈ পড়ে যায় আরামবাগ জুড়ে । পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, "নাম থাকতে পারে, কিন্তু বাড়ি তো কেউ নেননি । ছবি তোলার জন্য অনেকে অনেক কিছু বলবে । অনেকে টাকা পায়নি তাই এতো লাফালাফি করছে ।" তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ৷ রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, "পৌরসভায় কতটা স্বচ্ছতা রয়েছে, তা এখান থেকেই প্রমাণ হচ্ছে ।"

আবাস যোজনায় পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী ও ভাইদের নাম ঘিরে বিতর্ক

আরামবাগ, 9 জানুয়ারি: আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে পঞ্চায়েত এলাকাগুলিতে । এবার পৌরসভাতেও আবাস দুর্নীতির অভিযোগ । আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের (Arambagh Municipality Chairman) স্ত্রী ও দুই ভাইয়ের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় । আর সেই তালিকা সামনে আসতেই শোরগোল পড়ে যায় আরামবাগ জুড়ে ।

যদিও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর দাবি, নাম এসেছে কিন্তু বাড়ি তিনি নেননি ৷ অভিযোগ এড়ানোর চেষ্টা করলেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । পাশাপাশি চেয়ারম্যানের পরিবারের সদস্যদের নাম থাকায় হতবাক ওই ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তরাও । প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের বাড়ি দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলে । তেমনই এর আওতায় পৌরসভায় দেওয়া হচ্ছে হাউস ফর অল (House for All) প্রকল্পের বাড়ি । সেই প্রকল্পের আওতায় থাকার কথা দরিদ্র ও পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদের নাম । কিন্তু অন্যান্য প্রাপকদের সঙ্গে এই প্রকল্পে নাম রয়েছে আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের । আর একে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক (Awas Yojana Scam) ।

আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বাড়ি চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর । একটি দোতলা বাড়িতে থাকেন পরিবার । এছাড়াও রয়েছে আরও কয়েকটি বাড়ি বলে খবর । সমীর বর্তমানে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন ৷ তবে এর আগে তিনি কাউন্সিলর ছিলেন । সেই সময় নির্বাচনী হলফনামায় তিনি নিজেই জানিয়েছিলেন, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 3 কোটি 29 লক্ষ টাকা ।

হাউস ফর অল প্রকল্প
আবাস যোজনায় পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের নাম

আরও পড়ুন: আবাস দুর্নীতির তদন্তে এসে চোখ ছানাবড়া কেন্দ্রীয় প্রতিনিধিদের !

এত সম্পত্তি থাকার পরেও আবাস যোজনায় নাম রয়েছে স্ত্রী উত্তরা ভাণ্ডারী এবং দুই ভাই বিশ্বজিৎ ও প্রবীরের । আর এই তালিকা সামনে আসতেই হৈচৈ পড়ে যায় আরামবাগ জুড়ে । পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, "নাম থাকতে পারে, কিন্তু বাড়ি তো কেউ নেননি । ছবি তোলার জন্য অনেকে অনেক কিছু বলবে । অনেকে টাকা পায়নি তাই এতো লাফালাফি করছে ।" তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ৷ রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, "পৌরসভায় কতটা স্বচ্ছতা রয়েছে, তা এখান থেকেই প্রমাণ হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.