হুগলি, 13 এপ্রিল: পঞ্চায়েত ভোটে বিজেপি হারলে মোহভঙ্গ হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর তারপর শুভেন্দু তৃণমূলে ফিরলে তাঁকে কান ধরে ওঠবস করানোর নিদান দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার সামাজিক মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে এমনই মন্তব্য করেন ৷ যদিও এক্ষেত্রে দলের ক্যাপ্টেনের উপরেই ভরসা রেখেছেন তিনি ৷ যদিও এ নিয়ে বিরোধী দলনেতার কোনও প্রতিক্রিয়া না মিললেও, অপরূপাকে পালটা কটাক্ষ করেছে বিজেপি ৷
এদিন বেনজিরভাবে শুভেন্দু অধিকারীর উদ্দেশে টুইট করে আক্রমণ শানান তৃণমূল নেত্রী ৷ আরামবাগের তৃণমূল সাংসদ টুইটে লেখেন, "আমি চ্যালেঞ্জ করে বলছি, পঞ্চায়েত নির্বাচনের পর শুভেন্দু অধিকারী তৃণমূলের ফেরার চেষ্টা করবেই। তদন্তে বাঁচার জন্য বিজেপিতে গিয়েছিল। কিন্তু পঞ্চায়েত ভোটে ভরাডুবির পর মোহভঙ্গ হয়ে বিজেপি ছাড়বে।" অবশ্য, তৃণমূল নেত্রী এক্ষেত্রে দাবি করেছেন, "দল ফিরিয়ে নেবে কি না, সেটা ক্যাপ্টেন ঠিক করবে। কিন্ত আমার অনুরোধ ক্যাপ্টেনের কাছে, দন্ডি কেটে নয়, কান ধরে ওঠবস করিয়ে দলে নেবেন।"
শুভেন্দু অধিকারীকে অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার আক্রমণ করেছেন এই তৃণমূল সাংসদ। এদিন তিনি রাজ্যের বিরোধী দল নেতাকে ব্যক্তিগতভাবে ওঠবস করার নিদান দিয়েছেন। তাঁর দাবি, ইডি, সিবিআই তদন্তের হাত থেকে বাঁচার জন্যই বিজেপিতে গিয়েছেন শুভেন্দু ৷ কিন্তু বিজেপিতে তাঁর মোহভঙ্গ এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ দিনকয়েক আগেই বিজেপি থেকে তৃণমূলের ফেরার প্রায়শ্চিত্ত হিসাবে আদিবাসী কয়েকজন মহিলাকে দন্ডি কাটানো হয় বালুরঘাটে। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ঘটনায় শেষ পর্যন্ত দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ ৷
আরও পড়ুন: ভারতের ইতিহাস আমাদের সম্পদ, বিজেপিকে কটাক্ষ মমতার
এরপর তৃণমূল সাংসদের এহেন নিদানে স্তম্ভিত রাজনৈতিক মহল। এই মন্তব্যের পর বিজেপির তরফে প্রণয় রায় বলেন, "শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁকে ভাবতে হবে না। উনি বরং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবুন। শ্রীরামপুরের সাংসদ কোথায় আছেন ? উনি পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনে তৃণমূলে থাকবেন তো ?" তাঁর মতে, শুভেন্দু অধিকারী একাধিক দফরের মন্ত্রী ছিলেন। পদত্যাগ করে তৃণমূল থেকে বিজেপিতে এসছেন তিনি।