ETV Bharat / state

ARV in Hooghly: হুগলির হাসপাতালে মিলছে না আন্টি র‍্যাবিস ভ্যাকসিন! বাড়ছে আতঙ্ক - anti rabies vaccine in hospitals

হাসপাতালে নেই অ্যান্টি ব়্যাবিস ভ্যাকসিন ৷ কুকুর-বিড়াল মানুষকে কামড়ালে তা থেকে জলাতঙ্ক রোগ হতে পারে ৷ সেই রোগের হাত থেকে রেহাই দেয় এই ভ্যাকসিন ৷ জরুরি এই ভ্যাকসিনের সরবরাহে টান পড়েছে (Lack of anti rabies vaccine in hospitals creating problems) ৷

anti rabies vaccine
কুকুরের কামড়
author img

By

Published : Mar 4, 2023, 12:03 PM IST

হুগলির সরকারি হাসপাতালে অ্যান্টি ব়্যাবিস ভ্যাকসিনের অভাবে রোগীদের ফিরে যেতে হচ্ছে

শ্রীরামপুর, 4 মার্চ: হুগলিতে নেই আন্টি র‍্যাবিস ভ্যাকসিন ৷ তার জেরে চরম ভোগান্তির মুখে রোগীরা ৷ শুধু একটি হাসপাতাল নয়, জেলার কোনও হাসপাতালে পাওয়া যাচ্ছে না এই জীবনদায়ী ভ্যাকসিন ৷ কেউ আবার প্রথম ডোজটি পেলেও বাকি ডোজের জন্য হন্যে হয়ে ঘুরছেন । বিভিন্ন জায়াগায় দরবার কোনও লাভ হয়নি ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিনের সরবরাহ না-থাকার কারণেই সমস্যা তৈরি হয়েছে ৷ হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, "জেলা থেকে রিকুইজিশন দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এসে যাবে ৷"

বলাগড় ব্লক হাসপাতাল, জিরাটের আহমেদপুর হাসপাতাল-সহ ব্লক হাসপাতাল থেকে চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা সরকারি হাসপাতালে কুকুর-বিড়ালের কামড় খেয়ে রোগীরা ভিড় করছেন ৷ প্রাণ বাঁচাতে ভ্যাকসিনের জন্য ঘুরছেন । তাতে আখেরে সমস্যায় পড়েছে দুঃস্থ শ্রেণি ৷ মাঝে মধ্যেই হাসপাতালগুলিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে ৷

এক রোগী সুফলচন্দ্র দাস বলেন, "আমাকে কুকুরে কামড়েছে ৷ আমি 27 তারিখ প্রথম ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন পাইনি ৷ নিজে বাইরে থেকে কিনেছিলাম ৷ আজ ডেট ছিল ৷ সেইমতো এসেও ভ্যাকসিন পাচ্ছি না ৷ হাসপাতাল থেকে বলে দিল, নিজেকেই কিনতে হবে ৷ এখনও দুটো ভ্যাকসিন বাকি ৷ সরকারের যে ভ্যাকসিন দেওয়া কথা সেটা পাচ্ছি না ৷ ডাক্তারবাবু বলছেন ভ্যাকসিন নেই ৷"

আরও পড়ুন: হাম ও রুবেলার টিকাকরণ অভিযান হাওড়া জেলা প্রশাসন

গুপিপাড়ার এক রোগী মন্টু বিশ্বাস বলেন, "গত মাসে 22 তারিখ বাড়ির কুকুরে কামড়ায় ৷ ওই দিনই ভ্যাকসিন নিতে এলে হাসপাতাল থেকে বলা হয়, আপনি কাল আসুন ৷ পরের দিন গেলে এক নার্স বলেন, ভ্যাকসিনের সাপ্লাই নেই ৷ আপনি কিনে আনুন ৷ তারপর আবার জানানো হয় ভ্যাকসিন এসেছে, সেইদিন ভ্যাকসিন পাই ৷ তারপরের ডেটেও ভ্যাকসিন পাই, তবে অন্য অনেকে সেদিন ভ্যাকসিন পাননি ৷ আজ যখন এসেছি বলছেন, ভ্যাকসিন কিনে আনুন ৷ আরও একজন রোগীকে জোগাড় করে 390 টাকা দিয়ে ভ্যাকসিন কিনলাম ৷ সরকার অনেক কিছু দিচ্ছে ৷ তবে এখানে কিছু পাওয়া যায় না । আমি কিনলাম ৷ তবে অনেক গরিব মানুষ আছে, যারা এত দাম দিয়ে কিনতে পারবে না ৷ তারা কোথায় যাবে ? নামেই স্বাস্থ্য কেন্দ্র ৷ কাজে কিছুই হয় না ৷"

আহমেদপুর হাসপাতালের এক ফার্মাসিস্ট সন্দীপ মণ্ডল বলেন, "জেলা থেকে সাপ্লাই নেই, তার জন্য আমরা পাচ্ছি না ৷ আমাদের মাসে চারশো থেকে সাড়ে চারশো ভয়েল এআরভি লাগে ৷ আমরা পাচ্ছি মাত্র কুড়ি ভয়েল ৷ তাও দু'ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে ৷ ফলে সাধারণের সমস্যা হচ্ছে ৷"

আরও পড়ুন: বিশ্বের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিনের আত্মপ্রকাশ হল ভারতে

হুগলির সরকারি হাসপাতালে অ্যান্টি ব়্যাবিস ভ্যাকসিনের অভাবে রোগীদের ফিরে যেতে হচ্ছে

শ্রীরামপুর, 4 মার্চ: হুগলিতে নেই আন্টি র‍্যাবিস ভ্যাকসিন ৷ তার জেরে চরম ভোগান্তির মুখে রোগীরা ৷ শুধু একটি হাসপাতাল নয়, জেলার কোনও হাসপাতালে পাওয়া যাচ্ছে না এই জীবনদায়ী ভ্যাকসিন ৷ কেউ আবার প্রথম ডোজটি পেলেও বাকি ডোজের জন্য হন্যে হয়ে ঘুরছেন । বিভিন্ন জায়াগায় দরবার কোনও লাভ হয়নি ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিনের সরবরাহ না-থাকার কারণেই সমস্যা তৈরি হয়েছে ৷ হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, "জেলা থেকে রিকুইজিশন দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এসে যাবে ৷"

বলাগড় ব্লক হাসপাতাল, জিরাটের আহমেদপুর হাসপাতাল-সহ ব্লক হাসপাতাল থেকে চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা সরকারি হাসপাতালে কুকুর-বিড়ালের কামড় খেয়ে রোগীরা ভিড় করছেন ৷ প্রাণ বাঁচাতে ভ্যাকসিনের জন্য ঘুরছেন । তাতে আখেরে সমস্যায় পড়েছে দুঃস্থ শ্রেণি ৷ মাঝে মধ্যেই হাসপাতালগুলিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে ৷

এক রোগী সুফলচন্দ্র দাস বলেন, "আমাকে কুকুরে কামড়েছে ৷ আমি 27 তারিখ প্রথম ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন পাইনি ৷ নিজে বাইরে থেকে কিনেছিলাম ৷ আজ ডেট ছিল ৷ সেইমতো এসেও ভ্যাকসিন পাচ্ছি না ৷ হাসপাতাল থেকে বলে দিল, নিজেকেই কিনতে হবে ৷ এখনও দুটো ভ্যাকসিন বাকি ৷ সরকারের যে ভ্যাকসিন দেওয়া কথা সেটা পাচ্ছি না ৷ ডাক্তারবাবু বলছেন ভ্যাকসিন নেই ৷"

আরও পড়ুন: হাম ও রুবেলার টিকাকরণ অভিযান হাওড়া জেলা প্রশাসন

গুপিপাড়ার এক রোগী মন্টু বিশ্বাস বলেন, "গত মাসে 22 তারিখ বাড়ির কুকুরে কামড়ায় ৷ ওই দিনই ভ্যাকসিন নিতে এলে হাসপাতাল থেকে বলা হয়, আপনি কাল আসুন ৷ পরের দিন গেলে এক নার্স বলেন, ভ্যাকসিনের সাপ্লাই নেই ৷ আপনি কিনে আনুন ৷ তারপর আবার জানানো হয় ভ্যাকসিন এসেছে, সেইদিন ভ্যাকসিন পাই ৷ তারপরের ডেটেও ভ্যাকসিন পাই, তবে অন্য অনেকে সেদিন ভ্যাকসিন পাননি ৷ আজ যখন এসেছি বলছেন, ভ্যাকসিন কিনে আনুন ৷ আরও একজন রোগীকে জোগাড় করে 390 টাকা দিয়ে ভ্যাকসিন কিনলাম ৷ সরকার অনেক কিছু দিচ্ছে ৷ তবে এখানে কিছু পাওয়া যায় না । আমি কিনলাম ৷ তবে অনেক গরিব মানুষ আছে, যারা এত দাম দিয়ে কিনতে পারবে না ৷ তারা কোথায় যাবে ? নামেই স্বাস্থ্য কেন্দ্র ৷ কাজে কিছুই হয় না ৷"

আহমেদপুর হাসপাতালের এক ফার্মাসিস্ট সন্দীপ মণ্ডল বলেন, "জেলা থেকে সাপ্লাই নেই, তার জন্য আমরা পাচ্ছি না ৷ আমাদের মাসে চারশো থেকে সাড়ে চারশো ভয়েল এআরভি লাগে ৷ আমরা পাচ্ছি মাত্র কুড়ি ভয়েল ৷ তাও দু'ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে ৷ ফলে সাধারণের সমস্যা হচ্ছে ৷"

আরও পড়ুন: বিশ্বের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিনের আত্মপ্রকাশ হল ভারতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.