হুগলি, 23 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার জন্য কাটা হয়েছিল গাছ । তারই প্রতিবাদে ব্যান্ডেলের ডানলপ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । তৃণমূলের অভিযোগ, যে তিনটি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল সেখানে 100 বছরের পুরনো 20 টিরও বেশি বহু মূল্যবান গাছ কেটে ফেলেছে বিজেপি । যা নিয়ে পাল্টা বিজেপি জানিয়েছে, তৃণমূল সবেতেই রাজনীতি করছে । কোনও গাছ কাটা হয়নি, প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে গাছের কয়েকটি ডাল কাটা হয়েছে মাত্র ।
মঙ্গলবার চুঁচুড়ার ডানলপ মাঠে বৃক্ষরোপণ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । পোস্টার হাতে মিছিল করে তৃণমূল । যে পোস্টারগুলিতে লেখা ছিল, মোদি এলে ধ্বংস, দিদি এলে সৃষ্টি । সোমবার সাহাগঞ্জের ডানলপ মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তৃণমূলের অভিযোগ, সেখানে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামানোর জন্য গাছ কাটা হয়েছে ৷ তার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে । সেই কারণেই অস্থায়ী হেলিপ্যাড যেখানে তৈরি হয়েছিল, আজ সেখানে বৃক্ষরোপণ করল তৃণমূল কর্মীরা ।
বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সভার জন্য পরিবেশ দফতরের সরকারি অনুমতি ছাড়াই 100 বছরের পুরনো গাছ কেটেছে বিজেপি । ফলে পরিবেশ ধ্বংস হয়েছে । পরিবেশকে বাঁচাতে তাই বৃক্ষরোপণ করছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, পরিবেশ রক্ষা হোক, তাই ডানলপ মাঠে বৃক্ষরোপণ করা হল । বিজেপি ধ্বংস করেছে আমরা সৃষ্টি করছি । তিনি আরও জানান, পরিবেশ দফতরের কাছে তারা আবেদন জানাবে বিজেপিকে নোটিস দেওয়ার জন্য ।
আরও পড়ুন : শিল্প থেকে বাংলার সংস্কৃতির বেহাল দশা, একসুরে বাম-তৃণমূলকে বিঁধলেন মোদি
বিজেপি যুব মোর্চার নেতা সুরেশ সাউ বলেন, তৃণমূল সৃষ্টি করে, এমন কিছু আজ পর্যন্ত দেখলাম না । গাছ ছাঁটার জন্য অনুমতি নেওয়া হয়েছিল ডানলপ কর্তৃপক্ষের কাছে । একটা দল কিছু গাছ পালা নিয়ে হাজির হয়েছে প্রচারে আসার জন্য । গাছ কাটা, জমি দখল তৃণমূল তো দশ বছর ধরে করছে। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য নিরাপত্তার স্বার্থে গাছের ডাল ছাঁটাই হয়েছিল ৷ কিন্তু কোনও গাছ কাটা হয়নি ।