ETV Bharat / state

হুগলিতে আধার সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ

গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের তরফে গতকাল আধার কার্ড সংশোধন করা হবে বলে প্রচার করা হয় । বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রচার করা হয় ।

author img

By

Published : Jan 10, 2021, 4:54 PM IST

allegation-of-taking-money-for-aadhaar-card-correction-in-hooghly
allegation-of-taking-money-for-aadhaar-card-correction-in-hooghly

গুপ্তিপাড়া, 10 জানুয়ারি : আধার কার্ড সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ ৷ এ নিয়ে আজ হুগলির গুপ্তিপাড়া মীরডাঙ্গা জিএসএফপি স্কুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । কেন অত্যধিক টাকা নেওয়া হবে সেই নিয়ে শুরু হয় বচসা । দুজনকে আটকে রাখে গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ক্যাম্প বন্ধ করে অভিযুক্তদের নিয়ে যায় বলাগড় থানার পুলিশ ।

গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের তরফে গতকাল আধার কার্ড সংশোধন করা হবে বলে প্রচার করা হয় । বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রচার করা হয় । সেইমতো আজ মীরডাঙ্গা জিএসএফপি স্কুলে হাজির হয় গ্রামবাসীরা । সেখানে গিয়ে তারা জানতে পারেন আধার কার্ড সংশোধন করানোর নাম নথিভুক্ত করাতে 100 টাকা দিতে হবে । এরপর সংশোধন করার জন্য দিতে হবে 500 টাকা । কেন এই টাকা নেওয়া হবে তা নিয়ে শুরু হয় বচসা । এজেন্সির সুমন্ত ঘোষের সঙ্গে গ্রামবাসীদের বাদানুবাদ চলে । সুমন্ত ও তার এক মহিলা সহকর্মীকে আটকে রাখে গ্রামবাসীরা ।

হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ
হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ

আরও পড়ুন : ঘর পুড়েছে, বছর ঘুরে ত্রিপলই ভরসা বৃদ্ধার

গুপ্তিপাড়া-1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, "আধার কার্ড সংশোধনের জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে । পঞ্চায়েতে এসে সুমন্ত ঘোষ নামে ওই ব্যক্তি বলেছিল, 60 জন না হলে মেশিনপত্র নিয়ে এসে তাদের পোষাবে না । তাই 100 টাকা করে নিয়ে বুকিং করা হবে । কিন্তু টাকা নিয়ে পঞ্চায়েত অফিসে আধার কার্ড সংশোধন হবে না বলে জানিয়ে দেওয়া হয় ৷ তবে বাইরে করতে পারে ।সেইমতো তারা আজ ক্যাম্প করছিল । টাকা নিয়ে রসিদ না দেওয়ায় গ্রামবাসীরা ক্ষেপে যায় । পঞ্চায়েতের তরফে মাইকে প্রচার করা হয়নি । এর সঙ্গে পঞ্চায়েত বা দল কোনওভাবে যুক্ত নয় ।"

হুগলিতে আধার সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ

গুপ্তিপাড়া, 10 জানুয়ারি : আধার কার্ড সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ ৷ এ নিয়ে আজ হুগলির গুপ্তিপাড়া মীরডাঙ্গা জিএসএফপি স্কুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । কেন অত্যধিক টাকা নেওয়া হবে সেই নিয়ে শুরু হয় বচসা । দুজনকে আটকে রাখে গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ক্যাম্প বন্ধ করে অভিযুক্তদের নিয়ে যায় বলাগড় থানার পুলিশ ।

গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের তরফে গতকাল আধার কার্ড সংশোধন করা হবে বলে প্রচার করা হয় । বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রচার করা হয় । সেইমতো আজ মীরডাঙ্গা জিএসএফপি স্কুলে হাজির হয় গ্রামবাসীরা । সেখানে গিয়ে তারা জানতে পারেন আধার কার্ড সংশোধন করানোর নাম নথিভুক্ত করাতে 100 টাকা দিতে হবে । এরপর সংশোধন করার জন্য দিতে হবে 500 টাকা । কেন এই টাকা নেওয়া হবে তা নিয়ে শুরু হয় বচসা । এজেন্সির সুমন্ত ঘোষের সঙ্গে গ্রামবাসীদের বাদানুবাদ চলে । সুমন্ত ও তার এক মহিলা সহকর্মীকে আটকে রাখে গ্রামবাসীরা ।

হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ
হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ

আরও পড়ুন : ঘর পুড়েছে, বছর ঘুরে ত্রিপলই ভরসা বৃদ্ধার

গুপ্তিপাড়া-1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, "আধার কার্ড সংশোধনের জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে । পঞ্চায়েতে এসে সুমন্ত ঘোষ নামে ওই ব্যক্তি বলেছিল, 60 জন না হলে মেশিনপত্র নিয়ে এসে তাদের পোষাবে না । তাই 100 টাকা করে নিয়ে বুকিং করা হবে । কিন্তু টাকা নিয়ে পঞ্চায়েত অফিসে আধার কার্ড সংশোধন হবে না বলে জানিয়ে দেওয়া হয় ৷ তবে বাইরে করতে পারে ।সেইমতো তারা আজ ক্যাম্প করছিল । টাকা নিয়ে রসিদ না দেওয়ায় গ্রামবাসীরা ক্ষেপে যায় । পঞ্চায়েতের তরফে মাইকে প্রচার করা হয়নি । এর সঙ্গে পঞ্চায়েত বা দল কোনওভাবে যুক্ত নয় ।"

হুগলিতে আধার সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.