ETV Bharat / state

Chandannagar Sub Divisional Hospital: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা চন্দননগর হাসপাতালে - চিকিৎসার গাফিলতি

ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল (Medical Negligence Allegation) ৷ এবার ঘটনাস্থল চন্দননগর মহকুমা হাসপাতাল (Chandannagar Sub Divisional Hospital) ৷

Chandannagar Sub Divisional Hospital
চন্দননগর মহকুমা হাসপাতাল
author img

By

Published : Feb 1, 2023, 10:22 AM IST

Updated : Feb 1, 2023, 11:00 AM IST

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

চন্দননগর, 1 ফেব্রুয়ারি: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ চন্দননগর মহকুমা হাসপাতালে (Chandannagar Sub Divisional Hospital) । পরিবারের দাবি, নার্সের গাফিলতিতেই ঘটনাটি ঘটেছে। মহিলা ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান রোগীর পরিবার । মৃতের নাম শ্রাবণী ধর (46) । তিনি ভদ্রেশ্বর এনএস রোডের শরৎপল্লির বাসিন্দা ছিলেন । জানা গিয়েছে, গত 28 জানুয়ারি চিকিৎসা করাতে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় শ্রাবণীকে । স্পন্ডালাইটিসের ব্যাথা নিয়ে তিনি ভর্তি হন । মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় মহিলার ৷ তারপরই হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে তাঁর পরিবারের লোকজন । অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে মহিলার । সেভাবে কোনও চিকিৎসা হয়নি তাঁর ।

মৃতের স্বামী সুদেব ধরের দাবি করেন, সকালে তাঁর স্ত্রী ঠিকই ছিলেন । কিন্তু বিকেলে দেখা করতে গিয়ে দেখেন স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন । অক্সিজেন লাগানো ছিল তাঁর মুখে । এরপর চিকিৎসককে ডাকা হয় । তিনি আসলে কর্তব্যরত নার্সরা বাইরে যেতে বলেন সুদেবকে । তার প্রায় বেশ কিছুক্ষণ পর হাসপাতালের আয়াদের টাকাও দেন সুদেব ৷ তবে তখনও শ্রাবণীর মৃত্যুর ব্যাপারে কিছু জানানো হয়নি স্বামীকে বলে অভিযোগ । স্ত্রীকে দেখে বেরিয়ে আসার সময় তাঁর শরীরে হাতে দিয়ে দেখেন ঠান্ডা ৷ এরপরেই তিনি বুঝতে পারেন শ্রাবণী মারা গিয়েছেন বলে দাবি সুদেবের (Allegation of patient death due to medical negligence) ।

মহিলার পরিবারের অভিযোগ, রোগীর মৃত্যুর পর চিকিৎসককে খবর দেওয়া হয় । নার্সদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে । এরপরই উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকজন । নার্সদের উপর চড়াও হয় তারা । ঠিক মতো চিকিৎসা হয়নি বলে দাবি করা হয় । চন্দননগর হাসপাতালের মহিলা ওয়ার্ডে তীব্র উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । পরে চন্দননগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হাসপাতাল সূত্রে খবর, অভিযোগ করা হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হবে । সুদেব ধর বলেন, আমরা গরিব মানুষ ৷ আমার ক্ষমতা নেই হাসপাতালের বিরুদ্ধে লড়ার । চিকিৎসক ডাকার কথা বললেও ডাকা হয়নি । তাই স্ত্রীর মৃত্যু হয়েছে ৷ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ।

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তাল দুর্গাপুর

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

চন্দননগর, 1 ফেব্রুয়ারি: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ চন্দননগর মহকুমা হাসপাতালে (Chandannagar Sub Divisional Hospital) । পরিবারের দাবি, নার্সের গাফিলতিতেই ঘটনাটি ঘটেছে। মহিলা ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান রোগীর পরিবার । মৃতের নাম শ্রাবণী ধর (46) । তিনি ভদ্রেশ্বর এনএস রোডের শরৎপল্লির বাসিন্দা ছিলেন । জানা গিয়েছে, গত 28 জানুয়ারি চিকিৎসা করাতে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় শ্রাবণীকে । স্পন্ডালাইটিসের ব্যাথা নিয়ে তিনি ভর্তি হন । মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় মহিলার ৷ তারপরই হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে তাঁর পরিবারের লোকজন । অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে মহিলার । সেভাবে কোনও চিকিৎসা হয়নি তাঁর ।

মৃতের স্বামী সুদেব ধরের দাবি করেন, সকালে তাঁর স্ত্রী ঠিকই ছিলেন । কিন্তু বিকেলে দেখা করতে গিয়ে দেখেন স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন । অক্সিজেন লাগানো ছিল তাঁর মুখে । এরপর চিকিৎসককে ডাকা হয় । তিনি আসলে কর্তব্যরত নার্সরা বাইরে যেতে বলেন সুদেবকে । তার প্রায় বেশ কিছুক্ষণ পর হাসপাতালের আয়াদের টাকাও দেন সুদেব ৷ তবে তখনও শ্রাবণীর মৃত্যুর ব্যাপারে কিছু জানানো হয়নি স্বামীকে বলে অভিযোগ । স্ত্রীকে দেখে বেরিয়ে আসার সময় তাঁর শরীরে হাতে দিয়ে দেখেন ঠান্ডা ৷ এরপরেই তিনি বুঝতে পারেন শ্রাবণী মারা গিয়েছেন বলে দাবি সুদেবের (Allegation of patient death due to medical negligence) ।

মহিলার পরিবারের অভিযোগ, রোগীর মৃত্যুর পর চিকিৎসককে খবর দেওয়া হয় । নার্সদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে । এরপরই উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকজন । নার্সদের উপর চড়াও হয় তারা । ঠিক মতো চিকিৎসা হয়নি বলে দাবি করা হয় । চন্দননগর হাসপাতালের মহিলা ওয়ার্ডে তীব্র উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । পরে চন্দননগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হাসপাতাল সূত্রে খবর, অভিযোগ করা হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হবে । সুদেব ধর বলেন, আমরা গরিব মানুষ ৷ আমার ক্ষমতা নেই হাসপাতালের বিরুদ্ধে লড়ার । চিকিৎসক ডাকার কথা বললেও ডাকা হয়নি । তাই স্ত্রীর মৃত্যু হয়েছে ৷ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ।

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তাল দুর্গাপুর

Last Updated : Feb 1, 2023, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.