হুগলি, 26 নভেম্বর: গাড়িতে নীল বাতি লাগিয়ে সরকারি অফিসার পরিচয় দিয়ে তোলাবাজির হুমকি ৷ এমনকী দিল্লি রোডে গাড়ি দাঁড় করিয়ে লক্ষাধিক টাকা চাওয়ার পাশাপাশি চালকদের প্রাণ নেশের হুমকিও দেয় তিন দুষ্কৃতী। হঠাৎই পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বানচাল হয়ে যায় দুষ্কৃতীদের সব জারিজুরি।
রবিবার ভোর রাতে পোলবার রাজহাট মোড়ের ঘটনা। পোলবা থানার পুলিশ গিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। তাদের নাম কার্তিক অধিকারী, প্রীতম গায়েন ও কুন্তল সাহা। এদের মধ্যে একজন রঙ মিস্ত্রী এবং অন্যজন ওষুধ সাপ্লাই করে বলে জানা গিয়েছে। আরও একজন গাড়ি চালায় বলে খবর। এরা সকলেই চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে পুলিশের দাবি। অভিযুক্তদের কাছ থেকে একটি লোহার রড উদ্ধার হয়েছে ৷ সেই সঙ্গে গাড়িটিকেও আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রাণে মারার ভয় দেখিয়ে তোলাবাজি এবং সরকারি দফতরের বোর্ড লাগিয়ে ছিনতাই-এর চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
একই সঙ্গে, স্করপিও গাড়িটির মালিক কে তারও সন্ধান চালাচ্ছে পুলিশ। গাড়ি কোনও সরকারি দফতরে ভাড়া দেওয়া আছে কি না, তাও খোঁজ নিচ্ছে পুলিশ। এই বিষয়ে হুগলি পুলিশ সুপার (গ্রামীন) কামনাশিষ সেন বলেন, "রাতে পোলবা থানার পুলিশের একটি গাড়ি ওই এলাকায় টহল দিচ্ছিল। তখন তারা দেখতে পায় একটি সরকারি বোর্ড লাগানো নীল বাতির গাড়ি একটি গাড়িকে আটকে ভয় দেখাচ্ছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতেই সত্যিটা বেরিয়ে আসে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।"
পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতোই রবিবার ভোর রাত তিনটে নাগাদ পোলবা থানার পুলিশ টহল দিচ্ছিল। হঠাৎ দিল্লি রোডের উপর রাজহাট মোড়ে একটি নীল বাতি গাড়ি চোখে পড়ে তাদের। একটি পানশালার সামনে সাদা রঙের গাড়িটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। সন্দেহের বশেই গাড়ির কাছে গিয়ে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ কর্মীরা ৷ গাড়ির সামনের দিকে 'গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল'-এর বোর্ড লাগানো ছিল।
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, কালনা থেকে হারিট যাওয়ার সময় একটি ইট বোঝাই ট্রাক আটকে টাকা তুলছিল দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে গাড়ি থেকে তিনজন দু'লাখ টাকা দাবি করে। মালবোঝাই গাড়ি থেকে হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। টাকা না দিলে জরিমানা ও মামলা দেওয়ার হবে বলেও শাসায় তারা এমনটাই অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ গেলে বানচাল হয়ে যায় সবটাই। পরে পুলিশ গাড়ির চালক-সহ তিনজনকেই গ্রেফতার করেছে।
আরও পড়ুন
ঠাকুমাকে ছাদে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন সোনারপুরে
স্বামীর 'কীর্তি'! স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে শ্বশুরকে পাথর থেঁতলে খুন, শেষে গুলি করে আত্মঘাতী
বিদেশে 'ডেস্টিনেশন ওয়েডিং' নিয়ে আপত্তি, দেশেই বিয়ে করার অনুরোধ প্রধানমন্ত্রীর