শ্রীরামপুর, 29 এপ্রিল : হুগলির জঙ্গিপাড়া কিষান মান্ডিতে অনুদানের নামে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে । কিষান মান্ডির একাংশের তরফে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে পাইকারি সবজি বিক্রেতাদের কাছ থেকে পাঁচ টাকা করে নেওয়া হয়েছে । বলা হয়েছে, এই টাকা অনুদান হিসেবে নেওয়া হচ্ছে । কিন্তু এই টাকা কোথায় যাচ্ছে সেবিষয়ে কেউ কিছুই জানেন না । এনিয়ে সরব হয়েছে এলাকার BJP নেতৃত্বও ।
BJP-র শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোসের অভিযোগ, তৃণমূলের লোকজনই এই কাজ করছে । অনুদানের নামে তারা তোলা তুলছে । শ্যামল বোস বলেন, "5 টাকা করে চাঁদার নামে প্রতিদিন কয়েক হাজার টাকা তোলা হচ্ছে । এরা সবাই তৃণমূল পঞ্চায়েত প্রধানের অনুগামী । এনিয়ে শ্রীরামপুরে SDO-কে জানানো হয়েছে । ঘটনার দ্রুত তদন্ত চাই ।"
যদিও বিরোধীদের দাবি অস্বীকার করেছেন তৃণমূলের হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি । তিনি বলেন, "আমাদের কাছে টাকা তোলার খবর এসেছে । তবে এর সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়। এনিয়ে তদন্তের জন্য প্রশাসনকে জানানো হয়েছে । যদি তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে দলগত ও আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তদন্ত হলে দেখা যাবে, এই তোলাবাজির পিছনে CPI(M) বা BJP-র লোকজনই যুক্ত ।"