খানাকুল, 5 মে : রাজ্যজুড়ে হিংসার পরিবেশ ৷ তার মধ্যে বিজেপি কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি খানাকুলের নতিবপুর এলাকার। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত , সোমবার খানাকুলের নতিবপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম হয়ে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। ঘটনার পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় খানাকুলে। ঘটনার জেরে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর ৷ মৃতের নাম দেবু প্রামাণিক।
আগের ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাত্রে ফের উত্তেজনা ছড়ায় নতিবপুর এলাকায় ৷ বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা থাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল কর্মীর মৃত্যুর জেরে বিজেপি কর্মীদের উপর এই হামলা ৷
আরও পড়ুন : এড়ালেন সশরীরে হাজিরা, বিনয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাবে সিবিআই