বৈদ্যবাটি, 4 অগাস্ট : কেন্দ্রের শিক্ষানীতি নিয়ে সরব রাজ্যের শাসকদল । প্রতিবাদে বৃষ্টির মধ্যেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় বৈদ্যবাটি শহর তৃণমূল কর্মী ও সমর্থকরা। বৈদ্যবাটি GT রোড চৌমাথায় বিক্ষোভ দেখায় তাঁরা ।
দেশে যখন কোরোনার ভয়াবহতা চলছে তখন নতুন শিক্ষানীতি ঘোষণা করেছে কেন্দ্র সরকার । গতকালই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের আপত্তির কথা জানিয়েছেন । বিষয়টি খতিয়ে দেখতে ছয় সদস্যের কমিটি গঠন করা হবে বলেও জানান । নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আজ পথে নামল রাজ্যের শাসক দল ।
তৃণমূলের প্রবীর পাল বলেন, "কেন্দ্রের ভ্রান্ত শিক্ষা নীতির জন্য আমাদের প্রতিবাদ । বিভিন্ন নীতি চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপর । কেন্দ্র সরকার একের পর এক ভ্রান্ত নীতি গ্রহণ করছে । এই কোরোনা পরিস্তিতিতে কী এমন তাড়া ছিল যে প্রতিটি রাজ্যের সঙ্গে আলোচনা না করে চাপিয়ে দেওয়া হল ? তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে এই নতুন শিক্ষা নীতি মানছি না, মানব না ।
রাজ্য BJP নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন,"34 বছর পর শিক্ষানীতির পরিবর্তন হয়েছে । নতুন নীতিতে ছাত্র ছাত্রীরা যেকোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে । এখানে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার অধিকার গুরুত্ব দেওয়া হয়েছে । তৃণমূল এর বিরোধিতা করছে কারণ তারা শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করে দিয়েছে । আজ ছাত্রদের কোটি কোটি টাকা নিয়ে রোজগার করছে তৃণমূল নেতারা । তাঁদের দোষ ঢাকার জন্য তৃণমূল রাস্তায় নেমেছে বিরোধিতা করার জন্য ।"