ETV Bharat / state

Awas Yojana Scam: আবাস দুর্নীতির প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ, বিডিও অফিসে তালা - খানাকুল

প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতির (Awas Yojana Scam) প্রতিবাদে পথে গ্রামবাসী ৷ ঝাঁটা হাতে দেখানো হল বিক্ষেভ (Agitation) ৷ বিডিওর কার্যালয়ে (BDO Office) তালা ঝোলালেন ভুক্তভোগীরা ৷ হুগলির (Hooghly) খানাকুলের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ (Susanta Ghosh) ৷

Agitation against Awas Yojana Scam in front of BDO Office at Khanakul
খানাকুলে বিক্ষোভ ৷
author img

By

Published : Jan 4, 2023, 8:24 PM IST

প্রতিবাদে ঝাঁটা, তালা ৷

হুগলি, 4 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আওতায় নায্য ঘর না-পেয়ে ঝাঁটা হাতে বিক্ষোভ (Agitation) দেখালেন গ্রামবাসীরা ৷ স্থানীয় বিডিওর কার্যালয়ে (BDO Office) ঝোলানো হল তালা ৷ বুধবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় হুগলির (Hooghly) খানাকুল-2 বিডিও কার্যালয়ে ৷ সূত্রের দাবি, স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেই এদিনের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ এমনকী, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপির নেতা ও কর্মীরাও প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভে সামিল হন ৷ পুরো কর্মসূচির নেতৃত্বে ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ (Susanta Ghosh) ৷

আবাস দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ রাজ্য়ের প্রায় সর্বত্রই অভিযোগ উঠছে, শাসকদলের নেতা ও কর্মীরা বেআইনিভাবে নিজেদের ঘনিষ্ঠদের আবাস যোজনার আওতায় ঘর তৈরির টাকা পাইয়ে দিয়েছেন ৷ অথচ, ন্যায্য দাবিদারদের বঞ্চিত করা হয়েছে ৷ হুগলিও তার ব্যতিক্রম নয় ৷ অভিযোগ, এই দুর্নীতিতে সরাসরি মদত দিয়েছেন খানাকুল-2 ব্লকের বিডিও ৷ তারই প্রতিবাদে এদিন ঝাঁটা হাতে মিছিল করেন গ্রামের মেয়েরা ৷ সঙ্গে যোগ দেন গ্রামের পুরুষরা ৷ ছিলেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরাও ৷ দীর্ঘ রাস্তায় মিছিল করে আসার পর জমায়েত হয় বিডিও অফিসের সামনে ৷ সেখানেই চলে অবস্থান বিক্ষোভ ও স্লোগান ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পাত্রসায়ের, নেপথ্যে আবাস দুর্নীতি

এরপর বিডিও কার্যালয়ের মূল লোহার ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় ৷ একেবারে সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে দেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ৷ তিনি বলেন, "আবাস যোজনা-সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের দুর্নীতিতে তৃণমূল জড়িত রয়েছে ৷ আর তাদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন ৷ সাধারণ মানুষ ন্যায্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন ৷ এক্ষেত্রে বিডিওকেই পদক্ষেপ করতে হবে ৷ তিনি এত দিন ধরে কী করছেন ? আজ মানুষ ক্ষিপ্ত ৷ গ্রামের মা-বোনেরা ক্ষুব্ধ ৷ তাঁরাই আজ দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছেন ৷ ঝাঁটা হাতে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা ৷ ক্ষুব্ধ মানুষই আজ বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ৷"

ঘটনাস্থলে উপস্থিত বিক্ষোভকারী এক মহিলা বলেন, "কেন আমাদের এভাবে বঞ্চিত করা হচ্ছে ৷ গরিব মানুষ ঘর পাচ্ছে না ৷ অথচ, যাঁদের তিন-চারতলা বাড়ি রয়েছে, তাঁরা ঘর পাচ্ছেন ! এভাবে চলতে পারে না ৷"

প্রতিবাদে ঝাঁটা, তালা ৷

হুগলি, 4 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আওতায় নায্য ঘর না-পেয়ে ঝাঁটা হাতে বিক্ষোভ (Agitation) দেখালেন গ্রামবাসীরা ৷ স্থানীয় বিডিওর কার্যালয়ে (BDO Office) ঝোলানো হল তালা ৷ বুধবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় হুগলির (Hooghly) খানাকুল-2 বিডিও কার্যালয়ে ৷ সূত্রের দাবি, স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেই এদিনের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ এমনকী, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপির নেতা ও কর্মীরাও প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভে সামিল হন ৷ পুরো কর্মসূচির নেতৃত্বে ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ (Susanta Ghosh) ৷

আবাস দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ রাজ্য়ের প্রায় সর্বত্রই অভিযোগ উঠছে, শাসকদলের নেতা ও কর্মীরা বেআইনিভাবে নিজেদের ঘনিষ্ঠদের আবাস যোজনার আওতায় ঘর তৈরির টাকা পাইয়ে দিয়েছেন ৷ অথচ, ন্যায্য দাবিদারদের বঞ্চিত করা হয়েছে ৷ হুগলিও তার ব্যতিক্রম নয় ৷ অভিযোগ, এই দুর্নীতিতে সরাসরি মদত দিয়েছেন খানাকুল-2 ব্লকের বিডিও ৷ তারই প্রতিবাদে এদিন ঝাঁটা হাতে মিছিল করেন গ্রামের মেয়েরা ৷ সঙ্গে যোগ দেন গ্রামের পুরুষরা ৷ ছিলেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরাও ৷ দীর্ঘ রাস্তায় মিছিল করে আসার পর জমায়েত হয় বিডিও অফিসের সামনে ৷ সেখানেই চলে অবস্থান বিক্ষোভ ও স্লোগান ৷

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পাত্রসায়ের, নেপথ্যে আবাস দুর্নীতি

এরপর বিডিও কার্যালয়ের মূল লোহার ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় ৷ একেবারে সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে দেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ৷ তিনি বলেন, "আবাস যোজনা-সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের দুর্নীতিতে তৃণমূল জড়িত রয়েছে ৷ আর তাদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন ৷ সাধারণ মানুষ ন্যায্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন ৷ এক্ষেত্রে বিডিওকেই পদক্ষেপ করতে হবে ৷ তিনি এত দিন ধরে কী করছেন ? আজ মানুষ ক্ষিপ্ত ৷ গ্রামের মা-বোনেরা ক্ষুব্ধ ৷ তাঁরাই আজ দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছেন ৷ ঝাঁটা হাতে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা ৷ ক্ষুব্ধ মানুষই আজ বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ৷"

ঘটনাস্থলে উপস্থিত বিক্ষোভকারী এক মহিলা বলেন, "কেন আমাদের এভাবে বঞ্চিত করা হচ্ছে ৷ গরিব মানুষ ঘর পাচ্ছে না ৷ অথচ, যাঁদের তিন-চারতলা বাড়ি রয়েছে, তাঁরা ঘর পাচ্ছেন ! এভাবে চলতে পারে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.