ETV Bharat / state

Tarkeshwar Shravani Mela: করোনার 2 বছর পর তারকেশ্বরের শ্রাবণী মেলায় জলযাত্রীদের ভিড়

author img

By

Published : Jul 15, 2022, 10:09 PM IST

বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট-সহ একাধিক ঘাট থেকে জল নিয়ে জলযাত্রীরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্য পায়ে হেঁটে যান । সেই উপলক্ষে বৈদ্যবাটি ও তারকেশ্বরে মেলা বসে । এই শ্রাবণী মেলা নিয়ে যথেষ্টই তৎপর বৈদ্যবাটি ও তারকেশ্বর পৌরসভা (Tarkeshwar Shravani Mela)।

Tarkeshwar Shravani Mela
করোনার 2 বছর পর তারকেশ্বরের শ্রাবণী মেলায় জলযাত্রীদের ভিড়

হুগলি, 15 জুলাই: করোনায় দু'বছর বন্ধ ছিল শ্রাবণী মেলা (Tarkeshwar Shravani Mela)। এ বছর আবার ও শুরু হয়েছে এই মেলা । গোটা শ্রাবণ মাস আমাদের রাজ্য ছাড়াও ভিন্ন রাজ্য থেকে বহু পূণ্যার্থী তারকেশ্বরে জল ঢালতে আসেন । শ্রাবণী মেলা উপলক্ষ্যে শহর অঞ্চলের বিভিন্ন ঘাটে ব্যারিকেট মাইকিং ও সিসিটিভি লাগানো হয়েছে । গঙ্গায় ও তারকেশ্বর দুধ পুকুরে স্পিডবোর্ড রাখা হয়েছে । যাতে কোনও অপ্রতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হয় । সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে । পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে । সেই সঙ্গে হুগলি গ্রামীণের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

তারকেশ্বর মন্দিরে ভক্তদের জন্য গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতেই জল ঢালতে হচ্ছে । সকাল থেকেই দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত মন্দিরে উপস্থিত হয়েছেন । শ্রীরামপুর মহকুমা প্রশাসন, চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন । দমকল, পূর্ত (সড়ক), জিআরপি, আরপিএফ প্রভৃতি দফতরের আধিকারিক এবং বিভিন্ন ঘাটের কর্তৃপক্ষরা নজরদারি চালাচ্ছে ।

অন‍্যদিকে, মেলাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা তুঙ্গে । রাস্তা এবং মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার । দমকলবাহিনীর তরফ থেকে একটি গাড়ি রাখা হয়েছে মন্দির চত্বরে । তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে 20 জনের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম‍্যান । মন্দির চত্বরে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব‍্যবস্থা করা হবে ।

আরও পড়ুন : উত্তরবঙ্গের বিখ্যাত জল্পেশে মন্দিরের শ্রাবণী মেলার জন্য বিশেষ বন্দোবস্ত

তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু জানান, মেলায় প্লাস্টিক বর্জন করার জন্য বিশেষভাবে সবাইকে অনুরোধ করা হয়েছে । মন্দির চত্বরে যাতে একসঙ্গে প্রচুর মানুষের জমায়েত না হয় সেই কারণে মন্দিরে যাবার রাস্তায় পাটপাট করে বেশ কয়েকটি ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে । যেখানে পৌরসভা এবং পুলিশ প্রশাসনের লোক উপস্থিত থাকবে ।

করোনার 2 বছর পর তারকেশ্বরের শ্রাবণী মেলায় জলযাত্রীদের ভিড়

বৈঠকের পরে পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, যাত্রী-সুরক্ষায় বেশকিছু পদক্ষেপ করা হবে । রাস্তা দখল করে দোকান করা যাবে না । খাবার দোকানে উনুন ভিতরে রাখতে হবে । দু'বছর মেলা না হওয়ায় বাড়তি ভিড় হতে পারে বলে পুলিশ-প্রশাসনের অনুমান । নিমাইতীর্থ ঘাটে অতিরিক্ত ভিড় এড়াতে জলযাত্রীদের একাংশকে শেওড়াফুলি স্টেশনের কাছে মা তারা ঘাট এবং ছাতুগঞ্জ ঘাট থেকে জল তোলার জন্য অনুরোধ করা হবে । অন্যান্য বছর অল্প সংখ্যক জলযাত্রী এই সব ঘাট থেকে জল তোলেন । প্রতি ঘাটে সিসি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে । পুরসভার তরফে পর্যাপ্ত পানীয় জল, স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে ।

হুগলি, 15 জুলাই: করোনায় দু'বছর বন্ধ ছিল শ্রাবণী মেলা (Tarkeshwar Shravani Mela)। এ বছর আবার ও শুরু হয়েছে এই মেলা । গোটা শ্রাবণ মাস আমাদের রাজ্য ছাড়াও ভিন্ন রাজ্য থেকে বহু পূণ্যার্থী তারকেশ্বরে জল ঢালতে আসেন । শ্রাবণী মেলা উপলক্ষ্যে শহর অঞ্চলের বিভিন্ন ঘাটে ব্যারিকেট মাইকিং ও সিসিটিভি লাগানো হয়েছে । গঙ্গায় ও তারকেশ্বর দুধ পুকুরে স্পিডবোর্ড রাখা হয়েছে । যাতে কোনও অপ্রতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হয় । সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে । পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে । সেই সঙ্গে হুগলি গ্রামীণের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

তারকেশ্বর মন্দিরে ভক্তদের জন্য গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতেই জল ঢালতে হচ্ছে । সকাল থেকেই দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত মন্দিরে উপস্থিত হয়েছেন । শ্রীরামপুর মহকুমা প্রশাসন, চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন । দমকল, পূর্ত (সড়ক), জিআরপি, আরপিএফ প্রভৃতি দফতরের আধিকারিক এবং বিভিন্ন ঘাটের কর্তৃপক্ষরা নজরদারি চালাচ্ছে ।

অন‍্যদিকে, মেলাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা তুঙ্গে । রাস্তা এবং মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার । দমকলবাহিনীর তরফ থেকে একটি গাড়ি রাখা হয়েছে মন্দির চত্বরে । তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে 20 জনের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম‍্যান । মন্দির চত্বরে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব‍্যবস্থা করা হবে ।

আরও পড়ুন : উত্তরবঙ্গের বিখ্যাত জল্পেশে মন্দিরের শ্রাবণী মেলার জন্য বিশেষ বন্দোবস্ত

তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু জানান, মেলায় প্লাস্টিক বর্জন করার জন্য বিশেষভাবে সবাইকে অনুরোধ করা হয়েছে । মন্দির চত্বরে যাতে একসঙ্গে প্রচুর মানুষের জমায়েত না হয় সেই কারণে মন্দিরে যাবার রাস্তায় পাটপাট করে বেশ কয়েকটি ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে । যেখানে পৌরসভা এবং পুলিশ প্রশাসনের লোক উপস্থিত থাকবে ।

করোনার 2 বছর পর তারকেশ্বরের শ্রাবণী মেলায় জলযাত্রীদের ভিড়

বৈঠকের পরে পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, যাত্রী-সুরক্ষায় বেশকিছু পদক্ষেপ করা হবে । রাস্তা দখল করে দোকান করা যাবে না । খাবার দোকানে উনুন ভিতরে রাখতে হবে । দু'বছর মেলা না হওয়ায় বাড়তি ভিড় হতে পারে বলে পুলিশ-প্রশাসনের অনুমান । নিমাইতীর্থ ঘাটে অতিরিক্ত ভিড় এড়াতে জলযাত্রীদের একাংশকে শেওড়াফুলি স্টেশনের কাছে মা তারা ঘাট এবং ছাতুগঞ্জ ঘাট থেকে জল তোলার জন্য অনুরোধ করা হবে । অন্যান্য বছর অল্প সংখ্যক জলযাত্রী এই সব ঘাট থেকে জল তোলেন । প্রতি ঘাটে সিসি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে । পুরসভার তরফে পর্যাপ্ত পানীয় জল, স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.