ETV Bharat / state

বাম-কংগ্রেসের জন্য "দোয়া" চাইতে ফুরফুরায় অধীর-আবদুল - জাঙ্গিপাড়ায় অধীর চৌধুরি

"বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেস এবং বাম আগামী দিনে জোটবদ্ধভাবে লড়াই করতে চাইছে । বাংলাকে রক্ষা করার স্বার্থে ধর্মনিরপেক্ষ শক্তির হাত মজবুত করা দরকার । তাই পীরজাদাদের দোয়া করার জন্য বলেছি ।" আব্বাস সিদ্দিকী এবং ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ শেষে বললেন অধীর চৌধুরি ।

Adhir Chowdhury in Jangipara
ফুরফুরায় অধীর-আবদুল
author img

By

Published : Nov 17, 2020, 8:03 PM IST

জাঙ্গিপাড়া, 17 নভেম্বর : সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে নিজের নিজের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দল । পিছিয়ে নেই বাম-কংগ্রেসও । আজ জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি এবং বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

ফুরফুরায় আসার আগে ডানকুনিতে দলীয় কর্মসূচিতে যোগ দেন অধীরবাবু । সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে BJP ও তৃণমূলকে দূরে রাখতে হবে এবং সাধরণ মানুষকে বোঝাতে হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে কংগ্রেস এবং বামেদের উপর ।

Adhir Chowdhury in Jangipara
ফুরফুরা শরীফে অধীর চৌধুরি

ফুরফুরায় দুই পীরজাদার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "সিদ্দিকী সাহেবরা বাংলার সর্বস্তরের, সর্বধর্মের মানুষের জন্য মঙ্গল কামনা করেন । ফুরফুরা শরিফ একটি পীঠস্থান । বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেস এবং বাম আগামী দিনে জোটবদ্ধভাবে লড়াই করতে চাইছে । বাংলাকে রক্ষা করার স্বার্থে ধর্মনিরপেক্ষ শক্তির হাত মজবুত করা দরকার । তাই পীরজাদাদের কাছে দোয়া করার আবেদন করেছি ।"

কী বললেন অধীর চৌধুরি ?

তবে তৃণমূল জেলা মুখপাত্র প্রবীর ঘোষালের কটাক্ষ, "ভোট এলেই ওঁরা মন্দিরে মসজিদে যান । এসবে কিছু লাভ হবে না । ভোট এলেই এঁদের সব ধর্মের কথা, মন্দির-মসজিদের কথা মনে পড়ে । কিন্তু ধর্ম দিয়ে ভোট হয় না । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি, সেটাই ভোটারদের কাছে আসল ।"

জাঙ্গিপাড়া, 17 নভেম্বর : সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে নিজের নিজের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দল । পিছিয়ে নেই বাম-কংগ্রেসও । আজ জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি এবং বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

ফুরফুরায় আসার আগে ডানকুনিতে দলীয় কর্মসূচিতে যোগ দেন অধীরবাবু । সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে BJP ও তৃণমূলকে দূরে রাখতে হবে এবং সাধরণ মানুষকে বোঝাতে হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে কংগ্রেস এবং বামেদের উপর ।

Adhir Chowdhury in Jangipara
ফুরফুরা শরীফে অধীর চৌধুরি

ফুরফুরায় দুই পীরজাদার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "সিদ্দিকী সাহেবরা বাংলার সর্বস্তরের, সর্বধর্মের মানুষের জন্য মঙ্গল কামনা করেন । ফুরফুরা শরিফ একটি পীঠস্থান । বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেস এবং বাম আগামী দিনে জোটবদ্ধভাবে লড়াই করতে চাইছে । বাংলাকে রক্ষা করার স্বার্থে ধর্মনিরপেক্ষ শক্তির হাত মজবুত করা দরকার । তাই পীরজাদাদের কাছে দোয়া করার আবেদন করেছি ।"

কী বললেন অধীর চৌধুরি ?

তবে তৃণমূল জেলা মুখপাত্র প্রবীর ঘোষালের কটাক্ষ, "ভোট এলেই ওঁরা মন্দিরে মসজিদে যান । এসবে কিছু লাভ হবে না । ভোট এলেই এঁদের সব ধর্মের কথা, মন্দির-মসজিদের কথা মনে পড়ে । কিন্তু ধর্ম দিয়ে ভোট হয় না । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি, সেটাই ভোটারদের কাছে আসল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.