ETV Bharat / state

Sexual Harassment: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার স্কুলের কর্মচারী - Dhaniakhali Police

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল স্কুল কর্মচারীর বিরুদ্ধে (Accuesd Arrested for Sexual Harassment) ৷ অভিযুক্তের বিরুদ্ধে ধনেখালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবারের লোকজন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পকসো মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধৃতকে চুঁচুড়া আদালতে (Chuchura Court) পেশ করেছে পুলিশ।

Sexual Harassment
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার স্কুলের কর্মচারী
author img

By

Published : Dec 1, 2022, 1:36 PM IST

ধনেখালি, 1 ডিসেম্বর: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ একটি ইংরাজি মাধ্যম স্কুলের কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম সুকুমার ন্যান্সি। বাড়ি গুড়াপে। সে ধনেখালি শিবাইচণ্ডী এলাকার ওই ইংরেজি মাধ্যম স্কুলের কর্মী । স্কুলের অন্য অশিক্ষিক কর্মচারীদের পরিচালনের ভার ছিল তার উপর । অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে (Accuesd Arrested for Sexual Harassment) চুঁচুড়া আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা করে সুকুমার। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। এ কারণে ওই দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি স্কুলে যেতে চাইত না। বুধবার সকালে এমনটা বলায় তাকে কেন স্কুলে যাবে না তা জিজ্ঞাসা করেন পরিবারের লোকজন। মেয়েটি দাদু-দিদার কাছেই থাকে। সে জানায় স্কুলের এক কর্মচারী তার সঙ্গে খারাপ ব্যবহার করে (Sexual Harassment of Student in Dhaniakhali)।

ছাত্রীর থেকে বিস্তারিত শুনে পরিবারের লোকজন স্কুলে গিয়ে অভিযুক্তকে চিহ্নিত করে। অভিযুক্তের বিরুদ্ধে ধনেখালি থানায় (Dhaniakhali Police) অভিযোগও দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পকসো মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করেছে পুলিশ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে স্কুল বাসে ধর্ষণ, গ্রেফতার চালক

ছাত্রীর দিদা এ বিষয়ে বলেন, "নাতনি কোনও দিনও স্কুলে যাব না বলে না। এভাবে বারবার বলায় যখন তাকে স্কুলে না-যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হয় সে তখন জানায় ওই কর্মচারী খারাপ আচরণ করেছে তার সঙ্গে। তাই সে স্কুলে যেতে ভয় পায় ৷ আমরা ধনেখালি থানায় অভিযোগ জানিয়েছি। আমরা চাই ওই কর্মচারীর কঠোর শাস্তি হোক।"

ধনেখালি, 1 ডিসেম্বর: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ একটি ইংরাজি মাধ্যম স্কুলের কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম সুকুমার ন্যান্সি। বাড়ি গুড়াপে। সে ধনেখালি শিবাইচণ্ডী এলাকার ওই ইংরেজি মাধ্যম স্কুলের কর্মী । স্কুলের অন্য অশিক্ষিক কর্মচারীদের পরিচালনের ভার ছিল তার উপর । অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে (Accuesd Arrested for Sexual Harassment) চুঁচুড়া আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা করে সুকুমার। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। এ কারণে ওই দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি স্কুলে যেতে চাইত না। বুধবার সকালে এমনটা বলায় তাকে কেন স্কুলে যাবে না তা জিজ্ঞাসা করেন পরিবারের লোকজন। মেয়েটি দাদু-দিদার কাছেই থাকে। সে জানায় স্কুলের এক কর্মচারী তার সঙ্গে খারাপ ব্যবহার করে (Sexual Harassment of Student in Dhaniakhali)।

ছাত্রীর থেকে বিস্তারিত শুনে পরিবারের লোকজন স্কুলে গিয়ে অভিযুক্তকে চিহ্নিত করে। অভিযুক্তের বিরুদ্ধে ধনেখালি থানায় (Dhaniakhali Police) অভিযোগও দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পকসো মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করেছে পুলিশ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে স্কুল বাসে ধর্ষণ, গ্রেফতার চালক

ছাত্রীর দিদা এ বিষয়ে বলেন, "নাতনি কোনও দিনও স্কুলে যাব না বলে না। এভাবে বারবার বলায় যখন তাকে স্কুলে না-যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হয় সে তখন জানায় ওই কর্মচারী খারাপ আচরণ করেছে তার সঙ্গে। তাই সে স্কুলে যেতে ভয় পায় ৷ আমরা ধনেখালি থানায় অভিযোগ জানিয়েছি। আমরা চাই ওই কর্মচারীর কঠোর শাস্তি হোক।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.