ETV Bharat / state

পুলিশ নিয়ে কলেজের গেট থেকে ABVP-র পতাকা খুললেন অধ্যক্ষ

আজ অধ্যক্ষ দেবাশিস সরকার পুলিশকে সঙ্গে নিয়ে কলেজের গেট থেকে ABVP-র পতাকা খুলে দেন ।

author img

By

Published : Jun 13, 2019, 1:04 AM IST

ABVP-র পতাকা খুললেন অধ্যক্ষ

চন্দননগর, 12 জুন : ABVP-র পতাকা খুলে দেওয়ার অভিযোগ উঠল চন্দননগর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে । আজ অধ্যক্ষ দেবাশিস সরকার পুলিশ নিয়ে কলেজের গেট থেকে ABVP-র পতাকা খুলে দেন ।

ABVP-র অভিযোগ, TMCP-এর মদতে কলেজে BJP-র কোনও সংগঠন করতে দিচ্ছে না অধ্যক্ষ । কলেজে ছাত্র রাজনীতি করা সব সংগঠনের গণতান্ত্রিক অধিকার । যদিও, TMCP ছাত্র নেতার বক্তব্য, "কলেজে জোর করে রাজনীতি করা যায় না । দুটো দলীয় পতাকা লাগিয়ে কলেজ রাজনীতি সম্ভব নয় । "

দেবাশিসবাবু বলেন, "কলেজে TMCP-এর দলীয় পতাকা নিয়ে প্রশ্ন তুলে ছিল ABVP ছাত্ররা । এই বিষয়টি আমরা নোটিশ করি । ভোট না হওয়া পর্যন্ত কলেজে কোনও পতাকা লাগানো যাবে না । এই নিয়ম অনুয়ায়ী TMCP তাদের নিজেদের পতাকা খুলে নেয় । কিন্তু, ABVP নিজেদের পতাকা খুলতে রাজি হয়নি । তাই আমি চন্দননগর পুলিশের উপস্থিতিতেই কলেজের গেট থেকে ABVP-র পতাকা খুলে দিই । বিভিন্ন কলেজে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রাণহানি ঘটেছে । তাই আমি এই পদক্ষেপ নিয়েছি ।"

ভিডিয়ো শুনুন বক্তব্য

ABVP-র চন্দননগর আহ্বায়ক শুভজিৎ মণ্ডল বলেন, "BJP-র তরফে ছাত্র সংগঠনকে জোরদার করতে প্রত্যেক কলেজের মতো চন্দননগরে কলেজে ইউনিট খুলতে যাই । কিন্তু, কলেজের অধ্যক্ষ তা খুলতে দেয়নি । উপরন্তু, কলেজে আমাদের পতাকা লাগাতেই তিনি নির্দেশিকা জারি করে দেন । তিন বছর ধরে TMCP-র পতাকা লাগানো ছিল তখন স্যারের হুঁশ ছিল না । তিনি বেআইনি ভাবে আমাদের পতাকা খুলে দিচ্ছেন । কোনও রাজনৈতিক দলের পতাকা খোলার কোনও অধিকার অধ্যক্ষের নেই । TMCP-র চাপেই এই সব করেছেন তিনি ।"

তৃণমূল ছাত্র পরিষদের নেতা সম্বুদ্ধ দত্ত বলেন, "বাইরে থেকে লোক এনে দলীয় কার্যালয় দখল করব । এই মানসিকতা নিয়ে এলে ভোটে জেতা যায় না । এটা দলীয় কার্যালয় নয়, এটা কলেজ । অধ্যক্ষ ABVP-র পতাকা খুলে দিয়েছেন, এর সঙ্গে আমরা কোনও ভাবে জড়িত নই । তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব । ছাত্র রাজনীতির একটা নিয়ম আছে । ভয় দেখিয়ে রাজনীতি করা যায় না ।"

চন্দননগর, 12 জুন : ABVP-র পতাকা খুলে দেওয়ার অভিযোগ উঠল চন্দননগর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে । আজ অধ্যক্ষ দেবাশিস সরকার পুলিশ নিয়ে কলেজের গেট থেকে ABVP-র পতাকা খুলে দেন ।

ABVP-র অভিযোগ, TMCP-এর মদতে কলেজে BJP-র কোনও সংগঠন করতে দিচ্ছে না অধ্যক্ষ । কলেজে ছাত্র রাজনীতি করা সব সংগঠনের গণতান্ত্রিক অধিকার । যদিও, TMCP ছাত্র নেতার বক্তব্য, "কলেজে জোর করে রাজনীতি করা যায় না । দুটো দলীয় পতাকা লাগিয়ে কলেজ রাজনীতি সম্ভব নয় । "

দেবাশিসবাবু বলেন, "কলেজে TMCP-এর দলীয় পতাকা নিয়ে প্রশ্ন তুলে ছিল ABVP ছাত্ররা । এই বিষয়টি আমরা নোটিশ করি । ভোট না হওয়া পর্যন্ত কলেজে কোনও পতাকা লাগানো যাবে না । এই নিয়ম অনুয়ায়ী TMCP তাদের নিজেদের পতাকা খুলে নেয় । কিন্তু, ABVP নিজেদের পতাকা খুলতে রাজি হয়নি । তাই আমি চন্দননগর পুলিশের উপস্থিতিতেই কলেজের গেট থেকে ABVP-র পতাকা খুলে দিই । বিভিন্ন কলেজে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রাণহানি ঘটেছে । তাই আমি এই পদক্ষেপ নিয়েছি ।"

ভিডিয়ো শুনুন বক্তব্য

ABVP-র চন্দননগর আহ্বায়ক শুভজিৎ মণ্ডল বলেন, "BJP-র তরফে ছাত্র সংগঠনকে জোরদার করতে প্রত্যেক কলেজের মতো চন্দননগরে কলেজে ইউনিট খুলতে যাই । কিন্তু, কলেজের অধ্যক্ষ তা খুলতে দেয়নি । উপরন্তু, কলেজে আমাদের পতাকা লাগাতেই তিনি নির্দেশিকা জারি করে দেন । তিন বছর ধরে TMCP-র পতাকা লাগানো ছিল তখন স্যারের হুঁশ ছিল না । তিনি বেআইনি ভাবে আমাদের পতাকা খুলে দিচ্ছেন । কোনও রাজনৈতিক দলের পতাকা খোলার কোনও অধিকার অধ্যক্ষের নেই । TMCP-র চাপেই এই সব করেছেন তিনি ।"

তৃণমূল ছাত্র পরিষদের নেতা সম্বুদ্ধ দত্ত বলেন, "বাইরে থেকে লোক এনে দলীয় কার্যালয় দখল করব । এই মানসিকতা নিয়ে এলে ভোটে জেতা যায় না । এটা দলীয় কার্যালয় নয়, এটা কলেজ । অধ্যক্ষ ABVP-র পতাকা খুলে দিয়েছেন, এর সঙ্গে আমরা কোনও ভাবে জড়িত নই । তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব । ছাত্র রাজনীতির একটা নিয়ম আছে । ভয় দেখিয়ে রাজনীতি করা যায় না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.