ETV Bharat / state

প্রেমিকার সঙ্গে সম্পর্ক ! সেই রাগেই চুঁচুড়ার যুবককে খুন অভিযুক্ত বিশালের - বিশাল

পুলিশ সূত্রে খবর, বিশাল জানতে পেরেছিল যে তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক রয়েছে বিষ্ণুর ৷ এরপরই রামকৃষ্ণ ও রাজকুমার প্রামাণিক, দু’জনকে নিয়ে বিষ্ণুকে খুনের পরিকল্পনা করে বিশাল ৷

a_video_of_the_brutal_murder_of_Vishnu_to_satisfy_the_anger_of_love
প্রেমিকার সঙ্গে সম্পর্ক, সেই রাগেই যুবককে খুন
author img

By

Published : Oct 29, 2020, 5:30 PM IST

হুগলি, 29 অক্টোবর : 10 অক্টোবর চুঁচুড়ার বাসিন্দা বিষ্ণুকে খুনের ঘটনায় নতুন তথ্য় হাতে এল পুলিশের ৷ বৃহস্পতিবার ঘটনার পুনর্নির্মাণ করে চন্দননগর কমিশনারেট ৷ সেখানে অন্য়তম অভিযুক্ত রামকৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, ঘটনায় মূল অভিযুক্ত বিশাল পুরো ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে ৷ বিশালই তার মাথায় বন্দুক ঠেকিয়ে বিষ্ণুর দেহ টুকরো টুকরো করতে বাধ্য় করে বলে পুলিশকে জানিয়েছে সে ৷

পুলিশ সূত্রে খবর, বিশাল জানতে পেরেছিল যে তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক রয়েছে বিষ্ণুর ৷ এরপরই রামকৃষ্ণ ও রাজকুমার প্রামাণিক, দু’জনকে নিয়ে বিষ্ণুকে খুনের পরিকল্পনা করে বিশাল ৷ ঘটনার পুনর্নির্মাণের সময় রামকৃষ্ণ পুলিশকে জানিয়েছে, বিশালের দুই সঙ্গী বিষ্ণুকে বাইকে করে তার ভাড়া বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই বিশালের নির্দেশে বিষ্ণুর ঘাড়ে চপারের কোপ মারে সে ৷ তার আগে সেখানে মদ্য়পানের আসর বসে ৷ চপারের কোপ মারার পর সেই অবস্থায় বিষ্ণুকে প্রায় 40 মিনিট ওই অবস্থায় ফেলে রাখা হয়েছিল । এরপর রামকৃষ্ণের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোর করে বিষ্ণুর দেহ টুকরো করতে বাধ্য় করে বিশাল ৷ এমনকী সেই দৃশ্য় ক্য়ামেরাবন্দী করে রাখে ৷ এরপর ব্য়াগে দেহের টুকরোগুলি ঢুকিয়ে বৈদ্য়বাটির খালে ফেলে আসে তারা ৷

এই ঘটনায় রামকৃষ্ণ মণ্ডল, রাজকুমার প্রামাণিক সহ চারজনকে গ্রেপ্তার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷

হুগলি, 29 অক্টোবর : 10 অক্টোবর চুঁচুড়ার বাসিন্দা বিষ্ণুকে খুনের ঘটনায় নতুন তথ্য় হাতে এল পুলিশের ৷ বৃহস্পতিবার ঘটনার পুনর্নির্মাণ করে চন্দননগর কমিশনারেট ৷ সেখানে অন্য়তম অভিযুক্ত রামকৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, ঘটনায় মূল অভিযুক্ত বিশাল পুরো ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে ৷ বিশালই তার মাথায় বন্দুক ঠেকিয়ে বিষ্ণুর দেহ টুকরো টুকরো করতে বাধ্য় করে বলে পুলিশকে জানিয়েছে সে ৷

পুলিশ সূত্রে খবর, বিশাল জানতে পেরেছিল যে তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক রয়েছে বিষ্ণুর ৷ এরপরই রামকৃষ্ণ ও রাজকুমার প্রামাণিক, দু’জনকে নিয়ে বিষ্ণুকে খুনের পরিকল্পনা করে বিশাল ৷ ঘটনার পুনর্নির্মাণের সময় রামকৃষ্ণ পুলিশকে জানিয়েছে, বিশালের দুই সঙ্গী বিষ্ণুকে বাইকে করে তার ভাড়া বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই বিশালের নির্দেশে বিষ্ণুর ঘাড়ে চপারের কোপ মারে সে ৷ তার আগে সেখানে মদ্য়পানের আসর বসে ৷ চপারের কোপ মারার পর সেই অবস্থায় বিষ্ণুকে প্রায় 40 মিনিট ওই অবস্থায় ফেলে রাখা হয়েছিল । এরপর রামকৃষ্ণের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোর করে বিষ্ণুর দেহ টুকরো করতে বাধ্য় করে বিশাল ৷ এমনকী সেই দৃশ্য় ক্য়ামেরাবন্দী করে রাখে ৷ এরপর ব্য়াগে দেহের টুকরোগুলি ঢুকিয়ে বৈদ্য়বাটির খালে ফেলে আসে তারা ৷

এই ঘটনায় রামকৃষ্ণ মণ্ডল, রাজকুমার প্রামাণিক সহ চারজনকে গ্রেপ্তার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.