ETV Bharat / state

ন্যাড়া হয়ে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগ একঝাঁক বিজেপি কর্মীর - BY USING GANGA WATER AND HEAD SHAVED

মাথা ন্যাড়া করে, শরীরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগদান করলেন একঝাঁক বিজেপি কর্মী । ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল-2 ব্লকের নতিবপুর-2 পঞ্চায়েত এলাকায় । অভিনব কায়দায় তৃণমূলের এই যোগদান কর্মসূচি দেখতে বহু সাধারণ মানুষ ভিড় জমান ।

Khanakul
মাথা ন্যাড়া করে, শরীরে গঙ্গাজল ছিটিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একঝাঁক বিজেপি কর্মীর
author img

By

Published : Jun 22, 2021, 7:17 PM IST

খানাকুল, 22 জুন: মাথা ন্যাড়া করে, শরীরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগদান করলেন একঝাঁক বিজেপি কর্মী । মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী রইল হুগলির খানাকুল-2 ব্লকের নতিবপুর-2 পঞ্চায়েত এলাকা । অভিনব কায়দায় তৃণমূলের এই যোগদান কর্মসূচি দেখতে বহু সাধারণ মানুষও ভিড় জমান । যদিও বিজেপি নেতৃত্ব এই যোগদান কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ । জানা গিয়েছে, খানাকুল-2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয় । যার নেতৃত্বে ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ।

2019-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই এলাকার তৃণমূল নেতা বিভাস মালিক । এদিন অপরূপা পোদ্দারের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করলেন । তাঁর সঙ্গে বহু বিজেপি কর্মী-সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন । তবে এদিনের এই যোগদান কর্মসূচিকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল । সাংসদ অপরূপা পোদ্দারের উপস্থিতিতে যোগদান কর্মসূচি হলেও কর্মসূচিতে খানাকুল তৃণমূলের কোনও নেতাকেই দেখতে পাওয়া যায়নি । সাংসদ বলেন, ‘‘আগামীদিনে রাজ্যের উন্নয়নে সামিল হতেই একাধিক বিজেপি নেতা তৃণমূলে যোগদান করলেন ।’’ তাঁদের দলে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি ।

আরও পড়ুন: লাল গোলাপ ও লাল রসগোল্লা সহযোগে সিপিএমের পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল

এতদিন বিজেপিতে থেকে নিজেদের দূষিত করেছি । তাই গায়ে গঙ্গাজল ছিটিয়ে, মাথা ন্যাড়া করে তৃণমূলে যোগদান করলাম । দীর্ঘদিন বিজেপিতে থেকে পাপ হয়েছে । তাই শুদ্ধিকরণ হতেই তৃণমূলে যোগ দেওয়া । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি কর্মীরাও । যদিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়টি গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব । আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, '‘ এই যোগদানে আমাদের কিছু যায় আসে না ।’'

খানাকুল, 22 জুন: মাথা ন্যাড়া করে, শরীরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগদান করলেন একঝাঁক বিজেপি কর্মী । মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী রইল হুগলির খানাকুল-2 ব্লকের নতিবপুর-2 পঞ্চায়েত এলাকা । অভিনব কায়দায় তৃণমূলের এই যোগদান কর্মসূচি দেখতে বহু সাধারণ মানুষও ভিড় জমান । যদিও বিজেপি নেতৃত্ব এই যোগদান কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ । জানা গিয়েছে, খানাকুল-2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয় । যার নেতৃত্বে ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ।

2019-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই এলাকার তৃণমূল নেতা বিভাস মালিক । এদিন অপরূপা পোদ্দারের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করলেন । তাঁর সঙ্গে বহু বিজেপি কর্মী-সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন । তবে এদিনের এই যোগদান কর্মসূচিকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল । সাংসদ অপরূপা পোদ্দারের উপস্থিতিতে যোগদান কর্মসূচি হলেও কর্মসূচিতে খানাকুল তৃণমূলের কোনও নেতাকেই দেখতে পাওয়া যায়নি । সাংসদ বলেন, ‘‘আগামীদিনে রাজ্যের উন্নয়নে সামিল হতেই একাধিক বিজেপি নেতা তৃণমূলে যোগদান করলেন ।’’ তাঁদের দলে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি ।

আরও পড়ুন: লাল গোলাপ ও লাল রসগোল্লা সহযোগে সিপিএমের পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল

এতদিন বিজেপিতে থেকে নিজেদের দূষিত করেছি । তাই গায়ে গঙ্গাজল ছিটিয়ে, মাথা ন্যাড়া করে তৃণমূলে যোগদান করলাম । দীর্ঘদিন বিজেপিতে থেকে পাপ হয়েছে । তাই শুদ্ধিকরণ হতেই তৃণমূলে যোগ দেওয়া । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি কর্মীরাও । যদিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়টি গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব । আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, '‘ এই যোগদানে আমাদের কিছু যায় আসে না ।’'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.