ETV Bharat / state

Suvendu Rally Controversy: শুভেন্দুর মিছিল থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা, গ্রেফতার 9 বিজেপি কর্মী - tarakeshwar news

শুভেন্দু অধিকারীর মিছিলে কালো পতাকা দেখানোয় তৃণমূল মহিলা কর্মীদের উপর ইট ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে(Suvendu Rally Controversy)৷ এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 9 বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ ৷

Etv Bharat
গ্রেফতার 9 বিজেপি কর্মী
author img

By

Published : Sep 9, 2022, 7:36 PM IST

Updated : Sep 9, 2022, 7:47 PM IST

তারকেশ্বর, 9 সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীর মিছিল থেকে বৃহস্পতিবার তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় 9 জন বিজেপি কর্মীকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ(9 bjp workers arrested for attacking tmc workers from suvendu adhikari rally)। এদিন তাদের চন্দননগর আদালতে তোলা হয় । বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে তৃণমূলের মহিলা কর্মীরা কালো পতাকা দেখানোর পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা পাথর ছোড়ে ৷ তাতেই আহত হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও পুলিশ । পুলিশের তরফ থেকে গত কালকের মিছিল ভিডিয়োগ্রাফি করা হয়েছিল । তার সাহায্যে ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পাথর ছোড়ার ঘটনায় সরাসরি যুক্ত বিজেপি কর্মীদের চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ ।

উল্লেখ্য, 13 সেপ্টেম্বর 'নবান্ন চলো' অভিযান সফল করতে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে বৃহস্পতিবার একটি মিছিল ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় তারকেশ্বরে(tarakeshwar news)। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মিছিল শুরু হয় তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার মোড় থেকে ৷ মিছিল চলাকালীন চাউলপট্টি এলাকায় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ এর পালটা বিজেপি কর্মীরাও পাথর ছোড়ে বলে অভিযোগ । পাথরের আঘাতে 10 জন মহিলা তৃণমূল কর্মী আহত হন । তাঁদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে ।

আরও পড়ুন : শুভেন্দুকে কালো পতাকা দেখানো নিয়ে ধুন্ধুমার, আক্রান্ত তৃণমূলের মহিলা কর্মীরা

তৃণমূলের দাবি, যেভাবে বিজেপি মিছিলের নামে তৃণমূলের উপর হামলা চালিয়েছে তার প্রতিবাদ দরকার । শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এই সব হচ্ছে ।
যদিও বিজেপির দাবি, রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের যেমন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এটা তার ব্যতিক্রম নয় । বিজেপি কর্মীরা কোনও ইট ছোড়েনি ।

আরও পড়ুন : প্রাক্তন বিধায়ককে 'তোলাবাজ' বলায় শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা

তারকেশ্বর, 9 সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীর মিছিল থেকে বৃহস্পতিবার তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় 9 জন বিজেপি কর্মীকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ(9 bjp workers arrested for attacking tmc workers from suvendu adhikari rally)। এদিন তাদের চন্দননগর আদালতে তোলা হয় । বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে তৃণমূলের মহিলা কর্মীরা কালো পতাকা দেখানোর পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা পাথর ছোড়ে ৷ তাতেই আহত হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও পুলিশ । পুলিশের তরফ থেকে গত কালকের মিছিল ভিডিয়োগ্রাফি করা হয়েছিল । তার সাহায্যে ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পাথর ছোড়ার ঘটনায় সরাসরি যুক্ত বিজেপি কর্মীদের চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ ।

উল্লেখ্য, 13 সেপ্টেম্বর 'নবান্ন চলো' অভিযান সফল করতে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে বৃহস্পতিবার একটি মিছিল ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় তারকেশ্বরে(tarakeshwar news)। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মিছিল শুরু হয় তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার মোড় থেকে ৷ মিছিল চলাকালীন চাউলপট্টি এলাকায় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ এর পালটা বিজেপি কর্মীরাও পাথর ছোড়ে বলে অভিযোগ । পাথরের আঘাতে 10 জন মহিলা তৃণমূল কর্মী আহত হন । তাঁদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে ।

আরও পড়ুন : শুভেন্দুকে কালো পতাকা দেখানো নিয়ে ধুন্ধুমার, আক্রান্ত তৃণমূলের মহিলা কর্মীরা

তৃণমূলের দাবি, যেভাবে বিজেপি মিছিলের নামে তৃণমূলের উপর হামলা চালিয়েছে তার প্রতিবাদ দরকার । শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এই সব হচ্ছে ।
যদিও বিজেপির দাবি, রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের যেমন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এটা তার ব্যতিক্রম নয় । বিজেপি কর্মীরা কোনও ইট ছোড়েনি ।

আরও পড়ুন : প্রাক্তন বিধায়ককে 'তোলাবাজ' বলায় শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা

Last Updated : Sep 9, 2022, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.