ETV Bharat / state

খানাকুলে স্কুল চলাকালীন ক্লাসরুমে চাঙড় ভেঙে আহত 5

স্কুল চলাকালীন ক্লাসরুমের ছাদের চাঙর খসে পড়ে আহত হল পাঁচ ছাত্র-ছাত্রী । ঘটনাটি হুগলির খানাকুলের পলাশ পাইয়ের হায়াতপুর রামকৃষ্ণ হাই স্কুলের ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 29, 2019, 3:12 PM IST

Updated : Jun 29, 2019, 3:20 PM IST

খানাকুল, 29 জুন : স্কুল চলাকালীন ক্লাসরুমের ছাদের চাঙর খসে পড়ে আহত হল পাঁচ ছাত্র-ছাত্রী । ঘটনাটি হুগলির খানাকুলের পলাশ পাইয়ের হায়াতপুর রামকৃষ্ণ হাই স্কুলের । আহত শুভজিৎ পাত্র, আকাশ জানা, রোহিত বর, স্নেহা মণ্ডল ও সুদীপ বর হাওড়ার জয়পুর ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । অভিভাবকদের অভিযোগ, স্কুলের ক্লাসগুলির বেহাল দশা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি ।

ক্লাস চলাকালীন ছাদের চাঙর ভেঙে আহত হয় ক্লাস এইটের পাঁচজন । স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা । যোগ দেন গ্রামবাসীরাও । তাঁদের অভিযোগ, একাধিকবার স্কুলের এই অব্যবস্থার কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি কেউ । এর জেরে আজ বন্ধ থাকে পঠনপাঠন । অন্যদিকে, গাফিলতির অভিযোগ মেনে নেয় স্কুল কর্তৃপক্ষ । তারা অবশ্য বিষয়টি নিয়ে স্কুলের পরিচালন সমিতির উদাসীনতাকে দায়ি করেন ।

দেখুন ভিডিয়ো

খানাকুল, 29 জুন : স্কুল চলাকালীন ক্লাসরুমের ছাদের চাঙর খসে পড়ে আহত হল পাঁচ ছাত্র-ছাত্রী । ঘটনাটি হুগলির খানাকুলের পলাশ পাইয়ের হায়াতপুর রামকৃষ্ণ হাই স্কুলের । আহত শুভজিৎ পাত্র, আকাশ জানা, রোহিত বর, স্নেহা মণ্ডল ও সুদীপ বর হাওড়ার জয়পুর ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । অভিভাবকদের অভিযোগ, স্কুলের ক্লাসগুলির বেহাল দশা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি ।

ক্লাস চলাকালীন ছাদের চাঙর ভেঙে আহত হয় ক্লাস এইটের পাঁচজন । স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা । যোগ দেন গ্রামবাসীরাও । তাঁদের অভিযোগ, একাধিকবার স্কুলের এই অব্যবস্থার কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি কেউ । এর জেরে আজ বন্ধ থাকে পঠনপাঠন । অন্যদিকে, গাফিলতির অভিযোগ মেনে নেয় স্কুল কর্তৃপক্ষ । তারা অবশ্য বিষয়টি নিয়ে স্কুলের পরিচালন সমিতির উদাসীনতাকে দায়ি করেন ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jun 29, 2019, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.