চুঁচুড়া, 9 মে : ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রবিবার হুগলিতে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । দিল্লি থেকে তিন সদস্যের প্রতিনিধি আজ চুঁচুড়া মাঠে আসেন হেলিকপ্টারে চড়ে । ধনিয়াখালির কিছু ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন । তাঁদের অভাব অভিযোগ শোনেন ।
এরপর চক হিরন্য বাটিতে মানুষের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা । সেখানেও ভোট পরবর্তী হিংসার অভিযোগগুলি নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন ।
রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠে আসছে । মূলত তা সরেজমিনে খতিয়ে দেখতে এসেছে কেন্দ্রীয় দল । অভিযোগ, বহু বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়ে আছেন । কেউ নিরাপদ আশ্রয়ে লুকিয়েছেন । কেউ আবার জেলা পার্টি অফিসে আছেন । ভোটের ফলাফল বেরোতেই তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙচুর করা হচ্ছে । টাকা চাওয়া হচ্ছে বিজেপি কর্মীদের কাছ থেকে । সেই সঙ্গে তাঁদের চাকরি থেকে বসিয়েও দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে । তবে তৃণমূলের দাবি, "আমাদের কর্মীরাও নিহত ও আহত হয়েছেন । এসব রাজনীতি আমরা করি না । আমরাও চাই শান্তি আসুক ।"
আরও পড়ুন : নন্দীগ্রামে কেন্দ্রীয় প্রতিনিধিদল, কান্নায় ভেঙে পড়লেন বিজেপি কর্মীরা
ধনিয়াখালি মান্দারা গ্রাম পঞ্চায়েতের 234 নম্বর বুথে এক বিজেপি কর্মী বিশ্বনাথ পাল সন্ত্রাসের ভয়ে চুঁচুড়া বিজেপি দলীয় কার্যালয়ে থাকছেন । তিনি বলেন, "বিজেপি করার অপরাধে আমার বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল । মারার হুমকি দিচ্ছে । প্রানের ভয়ে আমি পার্টি অফিসে এসে আশ্রয় নিয়েছি । বিভিন্ন কেসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে । ধানিয়াখালী থানা পর্যন্ত অভিযোগ নিচ্ছে না । প্রতিনিধি দলকে জানান হল । কিন্তু প্রতিনিধি দল কত খন থাকবে । বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে তান্ডব চালাচ্ছে । আমরা অনেক আতঙ্কে আছি ।"