ETV Bharat / state

Hooghly Road Accident: তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় নিহত তিন - 3 died in road accident at tarakeshwar

তারকেশ্বরে তারকনাথের মন্দিরে জল ঢালতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ মৃত্যু হয়েছে এক কিশোর-সহ তিনজনের ৷ আহত হয়েছেন আরও 25জন।

Etv Bharat
পুজো দিতে গিয়ে দুর্ঘটনা, মৃত 3
author img

By

Published : Mar 30, 2023, 8:43 PM IST

তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে পথ দুর্ঘটনা

ভদ্রেশ্বর, 30মার্চ: হুগলির তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোর-সহ 3 জন পুণ্যার্থীর ৷ আহত হয়েছেন আরও 25 জন । জানা গিয়েছে, বৃহস্পতিবার বিঘাটি-দিল্লি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থী বোঝাই একটি মিনি ডোর গাড়ি উলটে যায়। শিশু, কিশোর-সহ মোট 30 জন পুণ্যার্থী ছিলেন ওই গাড়িতে । পুলিশ সূত্রে খবর, উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে পুণ্যার্থীরা তারকেশ্বরে যাচ্ছিলেন পুজো দিতে ৷ ভদ্রেশ্বর-বিঘাটি দাসপাড়া এলাকার দিল্লি রোডে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের উদ্ধারকার্যে ছুটে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারা ৷ আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই প্রথমে একজনের মৃত্যু হয় ৷ এরপর চিকিৎসা চলাকালীন এক কিশোর-সহ আরও 2 জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ মৃতদের নাম অসীম রায়(50),আকাশ মণ্ডল (10) ও অমল সরকার (40)। পুণ্যার্থী উৎপল অধিকারী বলেন, "দিল্লি রোডে আমাদের গাড়িটা উঠতেই অপরদিক থেকে একটি গাড়ি আসছিল ৷ তা দেখে আমাদের গাড়ির চালক ব্রেক মারে ৷ আর তাতেই গাড়িটা পালটি খেয়ে যায় ৷ 30 জনের মতো ছোট গাড়িতে ছিলাম । অনেকেই চোট হয়েছেন ৷ হাসপাতালে এসেছিলাম চিকিৎসার জন্য।"

দুর্ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে পৌঁছে যান বিজেপি নেতা গোপাল চৌবে ৷ তিনি বলেন,"বিঘাটিতে গাড়ি দুর্ঘটনা খবর পেয়ে থানাকে জানাই। অনেকে আহত হয়েছেন। তার মধ্যে তিনজন মারা গিয়েছেন ৷ এই ঘটনায় আমরা সত্যিই দুঃখিত ৷ আহতদের যাতে সঠিকভাবে চিকিৎসা হয় তার জন্য সবরকম সহযোগীতা করা হয়েছে ৷ আমরা সকলের সঙ্গে দেখা করে কথা বলেছি।"

আরও পড়ুন: আহিরণ ব্রিজের কাছে গাড়ি দুর্ঘটনায় জখম সাতজন

প্রসঙ্গত, তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থীর সমাগম হয়। বিশেষ করে শ্রাবণী মেলা ও চৈত্র ও বৈশাখ মাসে এলাকায় মেলাও বসে ৷ শেওড়াফুলি ও বৈদ্যবাটির ঘাটগুলি থেকে রাজ্য ও রাজ্যের বাইরের মানুষজন আসেন । গঙ্গা থেকে জল নিয়ে কেউ বাঁকে করে পায়ে হেঁটে আবার কেউ গাড়ি করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। চৈত্র মাসে গাজন উপলক্ষ্যেও বহু সন্ন্যাসীর সমাগম হয় ৷ স্বাভাবিকভাবে এই সময়েও বহু ভক্ত তারকেশ্বরে পুজো দিতে যান ৷

বৃহস্পতিবার তেমনই গাইঘাটার একদল পুণ্যার্থী তারকেশ্বরে যাচ্ছিলেন। মগরার কল্যাণী ব্রীজ পেরিয়ে প্রথমে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটে যাচ্ছিলেন তারা। ছোট একটি টাটা একশো সাত গাড়িতে করে যাচ্ছিলেন তারা ৷ একাংশের অভিযোগ, ছোট গাড়িতে অনেক বেশি লোক হওয়ায় একটা ঝুঁকি ছিলই ৷ এরপরে বিপরীত দিক থেকে অপর একটি গাড়ি এসে পড়ায় চালক আচমকা ব্রেক মারে ৷ যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ছোট গাড়িটি ৷ এই সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত পুলিশ মোতায়েন করা হলেও দিল্লি রোডে সেভাবে পুলিশি নিরাপত্তা ছিল না বলে স্থানীয়দের অভিযোগ ।

তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে পথ দুর্ঘটনা

ভদ্রেশ্বর, 30মার্চ: হুগলির তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোর-সহ 3 জন পুণ্যার্থীর ৷ আহত হয়েছেন আরও 25 জন । জানা গিয়েছে, বৃহস্পতিবার বিঘাটি-দিল্লি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থী বোঝাই একটি মিনি ডোর গাড়ি উলটে যায়। শিশু, কিশোর-সহ মোট 30 জন পুণ্যার্থী ছিলেন ওই গাড়িতে । পুলিশ সূত্রে খবর, উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে পুণ্যার্থীরা তারকেশ্বরে যাচ্ছিলেন পুজো দিতে ৷ ভদ্রেশ্বর-বিঘাটি দাসপাড়া এলাকার দিল্লি রোডে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের উদ্ধারকার্যে ছুটে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারা ৷ আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই প্রথমে একজনের মৃত্যু হয় ৷ এরপর চিকিৎসা চলাকালীন এক কিশোর-সহ আরও 2 জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ মৃতদের নাম অসীম রায়(50),আকাশ মণ্ডল (10) ও অমল সরকার (40)। পুণ্যার্থী উৎপল অধিকারী বলেন, "দিল্লি রোডে আমাদের গাড়িটা উঠতেই অপরদিক থেকে একটি গাড়ি আসছিল ৷ তা দেখে আমাদের গাড়ির চালক ব্রেক মারে ৷ আর তাতেই গাড়িটা পালটি খেয়ে যায় ৷ 30 জনের মতো ছোট গাড়িতে ছিলাম । অনেকেই চোট হয়েছেন ৷ হাসপাতালে এসেছিলাম চিকিৎসার জন্য।"

দুর্ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে পৌঁছে যান বিজেপি নেতা গোপাল চৌবে ৷ তিনি বলেন,"বিঘাটিতে গাড়ি দুর্ঘটনা খবর পেয়ে থানাকে জানাই। অনেকে আহত হয়েছেন। তার মধ্যে তিনজন মারা গিয়েছেন ৷ এই ঘটনায় আমরা সত্যিই দুঃখিত ৷ আহতদের যাতে সঠিকভাবে চিকিৎসা হয় তার জন্য সবরকম সহযোগীতা করা হয়েছে ৷ আমরা সকলের সঙ্গে দেখা করে কথা বলেছি।"

আরও পড়ুন: আহিরণ ব্রিজের কাছে গাড়ি দুর্ঘটনায় জখম সাতজন

প্রসঙ্গত, তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থীর সমাগম হয়। বিশেষ করে শ্রাবণী মেলা ও চৈত্র ও বৈশাখ মাসে এলাকায় মেলাও বসে ৷ শেওড়াফুলি ও বৈদ্যবাটির ঘাটগুলি থেকে রাজ্য ও রাজ্যের বাইরের মানুষজন আসেন । গঙ্গা থেকে জল নিয়ে কেউ বাঁকে করে পায়ে হেঁটে আবার কেউ গাড়ি করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। চৈত্র মাসে গাজন উপলক্ষ্যেও বহু সন্ন্যাসীর সমাগম হয় ৷ স্বাভাবিকভাবে এই সময়েও বহু ভক্ত তারকেশ্বরে পুজো দিতে যান ৷

বৃহস্পতিবার তেমনই গাইঘাটার একদল পুণ্যার্থী তারকেশ্বরে যাচ্ছিলেন। মগরার কল্যাণী ব্রীজ পেরিয়ে প্রথমে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটে যাচ্ছিলেন তারা। ছোট একটি টাটা একশো সাত গাড়িতে করে যাচ্ছিলেন তারা ৷ একাংশের অভিযোগ, ছোট গাড়িতে অনেক বেশি লোক হওয়ায় একটা ঝুঁকি ছিলই ৷ এরপরে বিপরীত দিক থেকে অপর একটি গাড়ি এসে পড়ায় চালক আচমকা ব্রেক মারে ৷ যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ছোট গাড়িটি ৷ এই সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত পুলিশ মোতায়েন করা হলেও দিল্লি রোডে সেভাবে পুলিশি নিরাপত্তা ছিল না বলে স্থানীয়দের অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.