ETV Bharat / state

Madhyamik Result : স্কুলের গাফিলতিতে মার্কশিট আসেনি 7 পড়ুয়ার, সামনের বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ প্রধান শিক্ষকের - হুগলি

ফর্ম ফিল আপ করেছিল, নির্দিষ্ট ফিও দিয়েছিল ৷ কিন্তু সই করতে ভুলে গিয়েছিল 7 জন ছাত্র ৷ তা নজর এড়িয়ে যায় স্কুলের করণীকদের ৷ তাই রেজাল্টের তালিকা থেকে বাদ যায় তাদের নাম ৷ আর মার্কশিটও আসেনি ৷ ফের আসছে বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান শিক্ষক ৷

বিক্ষোভরত ছাত্ররা
বিক্ষোভরত ছাত্ররা
author img

By

Published : Aug 6, 2021, 2:50 PM IST

Updated : Aug 6, 2021, 5:46 PM IST

বনগাঁ, 6 অগস্ট : মাধ্যমিকের মার্কশিট হাতে পায়নি 7 জন ছাত্র ৷ এর জন্য স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়া ও তার অভিভাবকেরা ৷ দীর্ঘ সময় ফর্মের রসিদ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে নিয়ে স্কুল গেট আটকে দাঁড়িয়েছিল তারা । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়ে ।

করোনার কারণে এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি । নবম শ্রেণির নম্বরের ভিত্তিতে বিশেষ মূল্যায়নের মাধ্যমে পড়ুয়াদের মার্কশিট তৈরি হয়েছে। এ বছর একশো শতাংশ পড়ুয়া মাধ্যমিকে পাশ করেছে । কিন্তু নহাটা উচ্চ বিদ্যালয়ের 7 জন পড়ুয়ার রেজাল্ট আসেনি ।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বৈদ্য জানিয়েছেন, 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে এই 7 জন ছাত্র ফর্ম ফিল আপ করতে এসেছিল ৷ ছাত্ররা নির্দিষ্ট ফি জমা দিলেও কনসোলিডেটেড ফর্মে সই না করে বাড়ি চলে যায় ৷ এর জন্য করণীকদের দায়ী করে তিনি বলেন, "এটা ক্লার্কদের মারাত্মক ত্রুটি ৷ তাঁরা যদি ফি বইয়ের কাউন্টার ফয়েল হিসেব করত, তাহলে ভুলটা তখনই ধরা পড়ত ৷ কিন্তু চালান কাটার সময় কনসোলিডেটেড ফর্ম, যেখানে ছাত্রদের সই থাকে, সেই হিসেবে চালান কাটার ব্যবস্থা করে ৷" এর ফলে 20 জন ছাত্র যারা ফর্ম ফিল আপ করতে আসেনি, তাদের সঙ্গে এই 7 জন ছাত্রকেও একই তালিকাভুক্ত করা হয় ৷ 27 জনের মধ্যে 7 জন ফি দিয়েছে, সেটা পরীক্ষা করে দেখেননি ক্লার্করা ৷ এই পরিস্থিতিতে চালান অনুযায়ী পোর্টালে নাম পান প্রধান শিক্ষক ৷ মাধ্য়মিক পরীক্ষার্থী হিসেবে 169 জনের চালান কাটা হয়েছিল স্কুল থেকে ৷ 7 জনের নাম পাঠানো হয়নি রেজাল্টের জন্য ৷ তাই তাদের মার্কশিট আসেনি ৷ এর জন্য স্কুলের ত্রুটির কথা স্বীকার করে নিয়ে প্রধান শিক্ষক বলেন, "ভুলটা ক্লার্কের, দায়টা আমার ৷" কিন্তু আর কিছু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক ৷

মাধ্যমিকের মার্কশিট না পাওয়ায় স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের

আরও পড়ুন : Corona- School : বঙ্গে পুজোর পরই স্কুল খোলার ভাবনার সিদ্ধান্তকে স্বাগত শিক্ষাবিদদের

পড়ুয়াদের দাবি, তারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল, সেই রসিদও আছে । তাদের মার্কশিটের জন্য প্রধান শিক্ষক এক মাসের সময় নিয়েছিলেন । সময় পেরলেও সমাধান হয়নি, এমনকি রেজাল্টের বিষয়ে আশাজনক কোনও কথা জানাননি প্রধান শিক্ষক । স্কুলের তরফে পড়ুয়াদের বাড়িতে গিয়ে জানিয়ে আসা হয়েছে এ বছর তাদের মার্কশিট পাওয়া সম্ভব নয় । তাদের ফের নতুন করে পরীক্ষায় বসতে বলা হয়েছে ।

তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও পুলিশের কাছে যেতে বারণ করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের । এক বছর নষ্টের অভিযোগে মার্কশিটের দাবিতে এদিন দুপুরে 7 পড়ুয়া ও তার অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন । অভিভাবকেরা প্রশ্ন তুলছেন, মাস্টারদের ভুলের জন্য 7 জন ছেলের রেজাল্ট আসেনি কিন্তু প্রধান শিক্ষক তা স্বীকার করছেন না । বরং পরের বছর পরীক্ষা দিতে বলছেন । এক অভিভাবক বলেন, "আমরা দিন আনা দিন খাওয়া মানুষ ৷ ছেলেমেয়েদের আর একবছর পড়ানোর মতো আমাদের সামর্থ্য নেই । ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ।"

বনগাঁ, 6 অগস্ট : মাধ্যমিকের মার্কশিট হাতে পায়নি 7 জন ছাত্র ৷ এর জন্য স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়া ও তার অভিভাবকেরা ৷ দীর্ঘ সময় ফর্মের রসিদ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে নিয়ে স্কুল গেট আটকে দাঁড়িয়েছিল তারা । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়ে ।

করোনার কারণে এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি । নবম শ্রেণির নম্বরের ভিত্তিতে বিশেষ মূল্যায়নের মাধ্যমে পড়ুয়াদের মার্কশিট তৈরি হয়েছে। এ বছর একশো শতাংশ পড়ুয়া মাধ্যমিকে পাশ করেছে । কিন্তু নহাটা উচ্চ বিদ্যালয়ের 7 জন পড়ুয়ার রেজাল্ট আসেনি ।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বৈদ্য জানিয়েছেন, 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে এই 7 জন ছাত্র ফর্ম ফিল আপ করতে এসেছিল ৷ ছাত্ররা নির্দিষ্ট ফি জমা দিলেও কনসোলিডেটেড ফর্মে সই না করে বাড়ি চলে যায় ৷ এর জন্য করণীকদের দায়ী করে তিনি বলেন, "এটা ক্লার্কদের মারাত্মক ত্রুটি ৷ তাঁরা যদি ফি বইয়ের কাউন্টার ফয়েল হিসেব করত, তাহলে ভুলটা তখনই ধরা পড়ত ৷ কিন্তু চালান কাটার সময় কনসোলিডেটেড ফর্ম, যেখানে ছাত্রদের সই থাকে, সেই হিসেবে চালান কাটার ব্যবস্থা করে ৷" এর ফলে 20 জন ছাত্র যারা ফর্ম ফিল আপ করতে আসেনি, তাদের সঙ্গে এই 7 জন ছাত্রকেও একই তালিকাভুক্ত করা হয় ৷ 27 জনের মধ্যে 7 জন ফি দিয়েছে, সেটা পরীক্ষা করে দেখেননি ক্লার্করা ৷ এই পরিস্থিতিতে চালান অনুযায়ী পোর্টালে নাম পান প্রধান শিক্ষক ৷ মাধ্য়মিক পরীক্ষার্থী হিসেবে 169 জনের চালান কাটা হয়েছিল স্কুল থেকে ৷ 7 জনের নাম পাঠানো হয়নি রেজাল্টের জন্য ৷ তাই তাদের মার্কশিট আসেনি ৷ এর জন্য স্কুলের ত্রুটির কথা স্বীকার করে নিয়ে প্রধান শিক্ষক বলেন, "ভুলটা ক্লার্কের, দায়টা আমার ৷" কিন্তু আর কিছু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক ৷

মাধ্যমিকের মার্কশিট না পাওয়ায় স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রদের

আরও পড়ুন : Corona- School : বঙ্গে পুজোর পরই স্কুল খোলার ভাবনার সিদ্ধান্তকে স্বাগত শিক্ষাবিদদের

পড়ুয়াদের দাবি, তারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল, সেই রসিদও আছে । তাদের মার্কশিটের জন্য প্রধান শিক্ষক এক মাসের সময় নিয়েছিলেন । সময় পেরলেও সমাধান হয়নি, এমনকি রেজাল্টের বিষয়ে আশাজনক কোনও কথা জানাননি প্রধান শিক্ষক । স্কুলের তরফে পড়ুয়াদের বাড়িতে গিয়ে জানিয়ে আসা হয়েছে এ বছর তাদের মার্কশিট পাওয়া সম্ভব নয় । তাদের ফের নতুন করে পরীক্ষায় বসতে বলা হয়েছে ।

তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও পুলিশের কাছে যেতে বারণ করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের । এক বছর নষ্টের অভিযোগে মার্কশিটের দাবিতে এদিন দুপুরে 7 পড়ুয়া ও তার অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন । অভিভাবকেরা প্রশ্ন তুলছেন, মাস্টারদের ভুলের জন্য 7 জন ছেলের রেজাল্ট আসেনি কিন্তু প্রধান শিক্ষক তা স্বীকার করছেন না । বরং পরের বছর পরীক্ষা দিতে বলছেন । এক অভিভাবক বলেন, "আমরা দিন আনা দিন খাওয়া মানুষ ৷ ছেলেমেয়েদের আর একবছর পড়ানোর মতো আমাদের সামর্থ্য নেই । ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ।"

Last Updated : Aug 6, 2021, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.