ETV Bharat / state

বেনারসের হোটেলে আটকে সিঙ্গুরের 17 জন, বাড়ি ফেরানোর আর্জি প্রশাসনের কাছে

author img

By

Published : May 6, 2020, 2:05 PM IST

45 দিন ধরে বেনারসের একটি হোটেলে আটকে তাঁরা । অভিযোগ, বেনারস প্রশাসন বা রাজ্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেও মিলছে না রাজ‍্যে ফেরার অনুমতি ।

ছবি
ছবি

সিঙ্গুর, 6 মে : ঘুরতে গেছেন বেনারস । কোরোনা সংক্রমণের কথা জানতে পেরে ফেরার উদ্যোগও নেন । কিন্তু হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় আটকে পড়েন সেখানে । সিঙ্গুরের প্রবীণ 17 জন পর্যটকের ঠিকানা এখন বেনারসের একটি হোটেল । তাঁদের অভিযোগ, সেখান থেকে বার বার ফেরার চেষ্টা করলেও কোনওভাবেই উত্তরপ্রদেশ সরকার থেকে মেলেনি পাস । তার উপর বেড়েছে লকডাউনের সময়সীমা । যাতে রীতিমতো ভয়ে রয়েছেন তাঁরা । রাজ্য সরকারের কাছে রাজ্যে ফেরানোর আর্জি জানাচ্ছেন তাঁরা ।

শ‍্যামল মান্না, কাবেরী মান্না, অজয় কুমার দাসসহ 17 জন সিঙ্গুর থেকে 13 মার্চ রওনা দেন । দিল্লি হয়ে বেনারস পৌঁছান । তারপর থেকে লকডাউন চালু হওয়ায় বেনারসে হোটেলবন্দী হয়ে পড়েন । প্রথম দফায় লকডাউনের পর বাড়ি ফিরতে পারবেন ভেবেছিলেন । কিন্তু দ্বিতীয় দফার লকডাউন শেষ হওয়ার পরও তাঁরা ফিরতে পারবেন না ভেবে চাপে পড়ে যান । এবার কোটা থেকে কিছুদিন আগেই রাজ্যে ফিরেছে পড়ুয়ারা । শ্রমিকদেরও ফেরানোর ব্যবস্থা করেছে সরকার । কিন্তু যেসকল পর্যটক ভিনরাজ্যে আটকে পড়েছেন তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হয়নি । 45 দিন ধরে বেনারসের একটি হোটেলে আটকে তাঁরা । অভিযোগ, বেনারস প্রশাসন বা রাজ্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেও মিলছে না রাজ‍্যে ফেরার অনুমতি ।

তাঁদের আর্জি, পড়ুয়া বা শ্রমিকদের মতোই তাঁদেরও রাজ্যে ফেরানোর ব্যবস্থা করুক সরকার । প্রত্যেকেরই বয়স 60-এর কাছাকাছি হওয়ায় তাঁদের পরিবারও চিন্তায় রয়েছে । ফলে দ্রুত ফেরানোর আর্জি জানাচ্ছেন তাঁরা ।

সিঙ্গুর, 6 মে : ঘুরতে গেছেন বেনারস । কোরোনা সংক্রমণের কথা জানতে পেরে ফেরার উদ্যোগও নেন । কিন্তু হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় আটকে পড়েন সেখানে । সিঙ্গুরের প্রবীণ 17 জন পর্যটকের ঠিকানা এখন বেনারসের একটি হোটেল । তাঁদের অভিযোগ, সেখান থেকে বার বার ফেরার চেষ্টা করলেও কোনওভাবেই উত্তরপ্রদেশ সরকার থেকে মেলেনি পাস । তার উপর বেড়েছে লকডাউনের সময়সীমা । যাতে রীতিমতো ভয়ে রয়েছেন তাঁরা । রাজ্য সরকারের কাছে রাজ্যে ফেরানোর আর্জি জানাচ্ছেন তাঁরা ।

শ‍্যামল মান্না, কাবেরী মান্না, অজয় কুমার দাসসহ 17 জন সিঙ্গুর থেকে 13 মার্চ রওনা দেন । দিল্লি হয়ে বেনারস পৌঁছান । তারপর থেকে লকডাউন চালু হওয়ায় বেনারসে হোটেলবন্দী হয়ে পড়েন । প্রথম দফায় লকডাউনের পর বাড়ি ফিরতে পারবেন ভেবেছিলেন । কিন্তু দ্বিতীয় দফার লকডাউন শেষ হওয়ার পরও তাঁরা ফিরতে পারবেন না ভেবে চাপে পড়ে যান । এবার কোটা থেকে কিছুদিন আগেই রাজ্যে ফিরেছে পড়ুয়ারা । শ্রমিকদেরও ফেরানোর ব্যবস্থা করেছে সরকার । কিন্তু যেসকল পর্যটক ভিনরাজ্যে আটকে পড়েছেন তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হয়নি । 45 দিন ধরে বেনারসের একটি হোটেলে আটকে তাঁরা । অভিযোগ, বেনারস প্রশাসন বা রাজ্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেও মিলছে না রাজ‍্যে ফেরার অনুমতি ।

তাঁদের আর্জি, পড়ুয়া বা শ্রমিকদের মতোই তাঁদেরও রাজ্যে ফেরানোর ব্যবস্থা করুক সরকার । প্রত্যেকেরই বয়স 60-এর কাছাকাছি হওয়ায় তাঁদের পরিবারও চিন্তায় রয়েছে । ফলে দ্রুত ফেরানোর আর্জি জানাচ্ছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.