চুঁচুড়া, 25 মে : চুঁচুড়ায় আগুনে ভস্মীভূত হয়ে গেল 12 টি দোকান ৷ আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি ৷ দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
চুঁচুড়ার সুকান্তনগরে রাত 12 টা নাগাদ আগুন লাগে ৷ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফুড কর্পোরেশন ইন্ডিয়ার দফতরের সামনে থাকা অস্থায়ী 12 টি দোকান ৷ স্থানীয় সূত্রে খবর, রাত 12 টা নাগাদ এক স্থানীয় বাসিন্দা দোকানগুলি থেকে আগুনের ফুলকি দেখেন । তড়িঘড়ি তিনি সংশ্লিষ্ট দোকানদারদের খবর দেন । খবর দেওয়া হয় দমকলে ।
আরও পড়ুন : আগুনে পুড়ে একই পরিবারের 5 জন মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে জেলাশাসক
দমকলের 2 টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । কিন্ত ততক্ষণে সম্পূর্ণ ছাই হয়ে যায় দোকানগুলি । কীভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয় ।