ETV Bharat / state

যাদবপুরে রাম মন্দির উদ্বোধনের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন পড়ুয়াদের একাংশের, বিরোধীতা করে চিঠি জুটার - যাদবপুর বিশ্ববিদ্যালয়

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সরাসরি দেখানো হবে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ৷ তার জন্য বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন একদল পড়ুয়া ৷ বিরোধীতা করে রেজিস্ট্রারকে চিঠি দিল জুটা ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আদৌ দেখানো হবে কি না তা ঠিক হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকেই ৷

ETV Bharat
ইটিভি ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 4:28 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির উদ্বোধনের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন একদল ছাত্র ৷ এই ধর্মীয় অনুষ্ঠানের বিশেষ স্ক্রিনিংয়ের বিরোধীতা করে সরব হয়েছেন ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা ৷ এরপর এই বিশেষ স্ক্রিনিংয়ের বিষয়ে কী করা যায় তা নিয়ে বৈঠক বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

রাত পোহালেই মাহেন্দ্রক্ষণ ৷ উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের। সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ৷ এই অনুষ্ঠানকে ঘিরে সাজসাজ রব দেশজুড়ে । বিজেপির তরফেমন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে কলকাতার নানা প্রান্তে। পিছিয়ে নেই যাদবপুরও। রাম মন্দির উদ্বোধন দেখানো হবে এখানেও ।

তবে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয়, একদল পড়ুয়া মিলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছেন । 22 তারিখ অর্থাৎ সোমবার দুপুর 12টা 30মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের গান্ধি ভবনের ভিতরে দেখানো হবে অনুষ্ঠানটি । এই নিয়ে পোস্টার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে ৷ যাতে উল্লেখ রয়েছে, অনুষ্ঠান দেখানোর উদ্যোক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া ।

সমাজ বিজ্ঞানের ছাত্র সব্যসাচী সাহা এ বিষয়ে বলেন, "সম্প্রতি যে মর্মান্তিক ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটেছে সেকথা ভেবেই আমরা পোস্টারে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কথা উল্লেখ করেছি । তবে বাইরের থেকেও মানুষজন আসতে পারেন এই অনুষ্ঠান দেখতে । শুধু তারা এসে স্ক্রিনিংটা দেখবে কোন অদ্ভুত আচরণ করলে তৎক্ষণাৎ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

সব্যসাচী আরও জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানোর বিশেষ স্ক্রিনিংয়ের জন্য পড়ুয়ারা ডিন অফ স্টুডেন্ট রজত রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন । সেখানে ডিন অফ স্টুডেন্ট তাঁদেরকে এই অনুষ্ঠান করার অনুমতি দেন ৷ তবে অনুষ্ঠান দেখানোকে ঘিরে যাতে কোনও সমস্যা তৈরি না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। যদিও অনুমতি দেওয়ার অধিকার তাঁর নেই বলে পালটা দাবি রজত রায়ের ।

অন্যদিকে, এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা রেজিস্ট্রারকে একটি চিঠি দিয়েছে। বিশেষ স্ক্রিনিংয়ের বিরোধিতা করে তাঁরা এই চিঠি দেয়। চিঠিতে বলা হয়েছে, "আগামী সোমবার 22 জানুয়ারি ক্যাম্পাসে এমন কিছু করার উদ্যোগ নেওয়া হয়েছে যা আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না। দেশপ্রেমের আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ এটি প্রতিষ্ঠা লগ্ন থেকে ধর্মনিরপেক্ষ শিক্ষার আদর্শকে বহন করছে । আমরা চাই এমন না সেদিন এমন কোনও ঘটনা ক্যাম্পাসে না ঘটে যা শান্তি বিঘ্নিত করে ।"

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠা! এইমস-সহ দিল্লির চার হাসপাতালে অর্ধ দিবস ছুটি
  2. 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদির
  3. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়

কলকাতা, 21 জানুয়ারি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির উদ্বোধনের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন একদল ছাত্র ৷ এই ধর্মীয় অনুষ্ঠানের বিশেষ স্ক্রিনিংয়ের বিরোধীতা করে সরব হয়েছেন ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা ৷ এরপর এই বিশেষ স্ক্রিনিংয়ের বিষয়ে কী করা যায় তা নিয়ে বৈঠক বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

রাত পোহালেই মাহেন্দ্রক্ষণ ৷ উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের। সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ৷ এই অনুষ্ঠানকে ঘিরে সাজসাজ রব দেশজুড়ে । বিজেপির তরফেমন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে কলকাতার নানা প্রান্তে। পিছিয়ে নেই যাদবপুরও। রাম মন্দির উদ্বোধন দেখানো হবে এখানেও ।

তবে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয়, একদল পড়ুয়া মিলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছেন । 22 তারিখ অর্থাৎ সোমবার দুপুর 12টা 30মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের গান্ধি ভবনের ভিতরে দেখানো হবে অনুষ্ঠানটি । এই নিয়ে পোস্টার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে ৷ যাতে উল্লেখ রয়েছে, অনুষ্ঠান দেখানোর উদ্যোক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া ।

সমাজ বিজ্ঞানের ছাত্র সব্যসাচী সাহা এ বিষয়ে বলেন, "সম্প্রতি যে মর্মান্তিক ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটেছে সেকথা ভেবেই আমরা পোস্টারে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কথা উল্লেখ করেছি । তবে বাইরের থেকেও মানুষজন আসতে পারেন এই অনুষ্ঠান দেখতে । শুধু তারা এসে স্ক্রিনিংটা দেখবে কোন অদ্ভুত আচরণ করলে তৎক্ষণাৎ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

সব্যসাচী আরও জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানোর বিশেষ স্ক্রিনিংয়ের জন্য পড়ুয়ারা ডিন অফ স্টুডেন্ট রজত রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন । সেখানে ডিন অফ স্টুডেন্ট তাঁদেরকে এই অনুষ্ঠান করার অনুমতি দেন ৷ তবে অনুষ্ঠান দেখানোকে ঘিরে যাতে কোনও সমস্যা তৈরি না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। যদিও অনুমতি দেওয়ার অধিকার তাঁর নেই বলে পালটা দাবি রজত রায়ের ।

অন্যদিকে, এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা রেজিস্ট্রারকে একটি চিঠি দিয়েছে। বিশেষ স্ক্রিনিংয়ের বিরোধিতা করে তাঁরা এই চিঠি দেয়। চিঠিতে বলা হয়েছে, "আগামী সোমবার 22 জানুয়ারি ক্যাম্পাসে এমন কিছু করার উদ্যোগ নেওয়া হয়েছে যা আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না। দেশপ্রেমের আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ এটি প্রতিষ্ঠা লগ্ন থেকে ধর্মনিরপেক্ষ শিক্ষার আদর্শকে বহন করছে । আমরা চাই এমন না সেদিন এমন কোনও ঘটনা ক্যাম্পাসে না ঘটে যা শান্তি বিঘ্নিত করে ।"

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠা! এইমস-সহ দিল্লির চার হাসপাতালে অর্ধ দিবস ছুটি
  2. 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদির
  3. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.