শিলিগুড়ি , 10 অক্টোবর : শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার ৷ পরিবারের বক্তব্য, ডেঙ্গির জন্য মৃত্যু হয়েছে তাঁর ৷ তবে মৃত্যু শংসাপত্রে ডেঙ্গির কোনও উল্লেখ করা হয়নি ৷
মৃত মহিলার নাম সীমা সেন (32) ৷ তিনি শিলিগুড়ির 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ 3 অক্টোবর নার্সিংহোমে ভরতি করা হয়েছিল তাঁকে ৷ অষ্টমীর দিন মারা যান সীমাদেবী ৷ পরিবারের দাবি, রক্ত পরীক্ষার কাগজে লেখা হয়েছিল রোগী ডেঙ্গিতে আক্রান্ত । অথচ মৃত্যুর শংসাপত্র ডেঙ্গির কথা উল্লেখ না করে ব্রেন হেমারেজ লেখা হয়েছে ৷ তাঁদের অভিযোগ, ডেঙ্গিতে মৃত্যু লুকানোর চেষ্টা করছে স্বাস্থ্য-দপ্তর ।
আজ মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী গৌতম দেব । সীমা সেনের বাড়ি এবং আশপাশের এলাকাও ঘুরে দেখেন তিনি । এই বিষয়ে গৌতমবাবু বলেন, " এলাকায় ডেঙ্গি ছড়াচ্ছে । বহু মানুষ জ্বরে আক্রান্ত । ডেঙ্গি রোধে শিলিগুড়ি পৌরনিগম সঠিক পদক্ষেপ নিচ্ছে না । এলাকায় অবিলম্বে মশা মারার তেল স্প্রে, ফগিং ইত্যাদি বাড়ানো উচিত ।"
অন্যদিকে, মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মেয়র অশোক ভট্টাচার্যও । তিনি বলেন, " যে এলাকায় মৃত্যুর খবর মিলেছে সেখানেই ফগিং করার কাজ করা হচ্ছে । বাসিন্দাদের কাছে অনুরোধ করছি জমা জল বাড়িতে রাখবেন না ।"