ETV Bharat / state

দার্জিলিং থেকে অসমে ফিরে কোরোনায় আক্রান্ত যুবতি, ফের সতর্কতা পাহাড়ে - কোরোনা সংক্রান্ত খবর

তিনদিন আগে NJP থেকে বিশেষ ট্রেনে অসমের জোরহাট যান । সোয়াব পরীক্ষা হলে কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসে ।

ছবি
ছবি
author img

By

Published : May 20, 2020, 2:45 PM IST

দার্জিলিং, 20 মে : কোরোনায় আক্রান্ত দার্জিলিঙের যুবতি । সম্প্রতি দার্জিলিং থেকে অসম যান তিনি । সেখানে গিয়ে কোরোনার উপসর্গ থাকায় সোয়াব নমুনা পরীক্ষা করান । তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । দার্জিলিঙে কীভাবে তাঁর শরীরে সংক্রমণ ছড়াল তা খতিয়ে দেখছেন স্বাস্থ্যকর্মীরা । পাশাপাশি তাঁর পরিবারের আর কেউ আক্রান্ত কি না তাও দেখা হচ্ছে । আর এর জেরে ফের সতর্কতা পাহাড়ে ।

দার্জিলিংয়ের মিরিক মহকুমায় বাড়ি ওই যুবতির । সম্প্রতি তাঁর বিয়ে হয় অসমে । লকডাউনের আগে দার্জিলিঙে বাপেরবাড়ি আসেন তিনি । তারপর থেকে এখানেই ছিলেন । তিনদিন আগে NJP থেকে বিশেষ ট্রেনে অসমের জোরহাট যান । এরপর তাঁর সোয়াব পরীক্ষা করা হয় । কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসে । মিরিকের যে বাড়িতে এতদিন ছিলেন ওই যুবতি সেই বাড়ির প্রত্যেকের সোয়াবের নমুনা ও রক্ত পরীক্ষা করা হচ্ছে । এছাড়া এখানে কার কার সংস্পর্শে এসেছিলেন তিনি তা খতিয়ে দেখা হচ্ছে । তবে তিনি মিরিকেই কোরোনা আক্রান্ত হলেন নাকি অসম যাওয়ার পথে বা ট্রেনে সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি ।

ঘটনাটি জানাজানি হতেই মিরিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের আধিকারিকরা ওই যুবতির বাড়ির এলাকায় যান । যুবতির পরিজনদের সোয়াব সংগ্রহ করেন । সকলকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয় । সংক্রমণ ছড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয় এলাকাবাসীকে ।

দার্জিলিং, 20 মে : কোরোনায় আক্রান্ত দার্জিলিঙের যুবতি । সম্প্রতি দার্জিলিং থেকে অসম যান তিনি । সেখানে গিয়ে কোরোনার উপসর্গ থাকায় সোয়াব নমুনা পরীক্ষা করান । তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । দার্জিলিঙে কীভাবে তাঁর শরীরে সংক্রমণ ছড়াল তা খতিয়ে দেখছেন স্বাস্থ্যকর্মীরা । পাশাপাশি তাঁর পরিবারের আর কেউ আক্রান্ত কি না তাও দেখা হচ্ছে । আর এর জেরে ফের সতর্কতা পাহাড়ে ।

দার্জিলিংয়ের মিরিক মহকুমায় বাড়ি ওই যুবতির । সম্প্রতি তাঁর বিয়ে হয় অসমে । লকডাউনের আগে দার্জিলিঙে বাপেরবাড়ি আসেন তিনি । তারপর থেকে এখানেই ছিলেন । তিনদিন আগে NJP থেকে বিশেষ ট্রেনে অসমের জোরহাট যান । এরপর তাঁর সোয়াব পরীক্ষা করা হয় । কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসে । মিরিকের যে বাড়িতে এতদিন ছিলেন ওই যুবতি সেই বাড়ির প্রত্যেকের সোয়াবের নমুনা ও রক্ত পরীক্ষা করা হচ্ছে । এছাড়া এখানে কার কার সংস্পর্শে এসেছিলেন তিনি তা খতিয়ে দেখা হচ্ছে । তবে তিনি মিরিকেই কোরোনা আক্রান্ত হলেন নাকি অসম যাওয়ার পথে বা ট্রেনে সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি ।

ঘটনাটি জানাজানি হতেই মিরিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের আধিকারিকরা ওই যুবতির বাড়ির এলাকায় যান । যুবতির পরিজনদের সোয়াব সংগ্রহ করেন । সকলকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয় । সংক্রমণ ছড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয় এলাকাবাসীকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.