ETV Bharat / state

Soldier's Wife Cheats Crores: 17 সেনা জওয়ানের স্ত্রীর দেড় কোটি টাকা হাতিয়ে পলাতক অপর জওয়ান-পত্নী !

Army Jawan's Wife Cheats Crores: বাগডোগরায় 17 জন সেনা জওয়ানের স্ত্রীর প্রায় দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে আরেক সেনা জওয়ানের স্ত্রীর বিরুদ্ধে ৷ সবার টাকা নিয়ে তিনি এখন বেপাত্তা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Soldier's Wife Cheats Crores
সেনা জওয়ানের স্ত্রীদের প্রতারণা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 1:47 PM IST

Updated : Sep 22, 2023, 8:15 PM IST

17 সেনা জওয়ানের স্ত্রীর দেড় কোটি টাকা হাতিয়ে পলাতক অপর জওয়ান-পত্নী !

দার্জিলিং, 22 সেপ্টেম্বর: একাধিক সেনা জওয়ানের স্ত্রীকে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল আরেক সেনা জওয়ানের স্ত্রীর বিরুদ্ধে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দার্জিলিং-এ । একসঙ্গে প্রায় 17 জন সেনা জওয়ানের স্ত্রীয়ের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে । অপর সেনা জওয়ানের অভিযুক্ত স্ত্রী গা ঢাকা দিতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত জওয়ান-পত্নীরা । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ান-পত্নীর নাম হেমা নগরবা তামাং । তিনি দার্জিলিংয়ের গৈরিগাঁওয়ের বাসিন্দা হলেও গত এক থেকে দেড় বছর ধরে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার স্টালিননগরে ভাড়া করে থাকছিলেন । তাঁর স্বামী মহেন্দ্র তামাং সেনাবাহিনীতে রয়েছেন । বর্তমানে তিনি জম্মু কাশ্মীরে মোতায়েন রয়েছেন । সেনা জওয়ানের স্ত্রী হওয়ার সুবাদে শিলিগুড়িতে অন্যান্য সেনা জওয়ানের স্ত্রীদের সঙ্গে সখ্যতা বাড়াতে শুরু করেন অভিযুক্ত হেমা তামাং । আপার বাগডোগরায় তাঁর একটি কাপড়ের দোকান রয়েছে । আর্মি ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের টার্গেট করা শুরু করেন হেমা তামাং ।

অভিযোগ, সখ্যতা বাড়ানোর পর বাড়ি কেনা ও নিজের দোকান বড় করার নাম করে সেনা জওয়ানের স্ত্রীদের কাছ থেকে টাকা ঋণ নিতে শুরু করেন তিনি । কারও কাছ থেকে দু লক্ষ, তো কারও কাছ থেকে 10 লক্ষ টাকা । এইভাবে মোট 17 জন জওয়ান-পত্নীর কাছ থেকে হেমা প্রায় এক দেড় কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ । অথচ টাকা ঋণ নেওয়ার বিষয়টি অন্য কেউ জানতে পারেননি । এক থেকে তিন বছরের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা মেটাননি অভিযুক্ত । টাকা চাইলেই দীর্ঘদিন ধরে হেমা তামাং টালবাহানা কর‍তে থাকেন বলে অভিযোগ ।

আরও পড়ুন: সেলে চাকরির নামে প্রতারণায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি, উদ্ধার একাধিক নথি

এরপর আচমকা এক মাস ধরে তিনি গা ঢাকা দেন বলে অভিযোগ । এমনকী তাঁর ফোন নম্বরও বন্ধ ছিল । তখনই ওই প্রতারিত 17 জনের কাছে বিষয়টি প্রকাশ্যে আসে । জানা মাত্রই তাঁরা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন ।

এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "অভিযোগ হয়েছে । একটি মামলাও রুজু করা হয়েছে । যেহেতু সেনার বিষয় সে জন্য সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করা হবে ।"

সেনা জওয়ানের প্রতারিত স্ত্রী বন্দনা রাই বলেন, "আমার কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়েছে । আমি নিজেও একজন জওয়ানের স্ত্রী । হেমা জওয়ানের স্ত্রী হওয়ার সুবাদে তাকে আমরা বিশ্বাস করে টাকা দিয়েছিলাম । কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করেছে হেমা । সে জন্য আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ।"

আইনজীবী ভব্য অধিকারী বলেছেন, "ইতিমধ্যে আর্মি ওয়াইফস অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়েছে । অভিযুক্ত হেমার স্বামী যেখানে কর্তব্যরত রয়েছেন, সেখানকার কমান্ডিং অফিসারকেও বিষয়টি চিঠি লিখে জানানো হয়েছে ।"

17 সেনা জওয়ানের স্ত্রীর দেড় কোটি টাকা হাতিয়ে পলাতক অপর জওয়ান-পত্নী !

দার্জিলিং, 22 সেপ্টেম্বর: একাধিক সেনা জওয়ানের স্ত্রীকে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল আরেক সেনা জওয়ানের স্ত্রীর বিরুদ্ধে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দার্জিলিং-এ । একসঙ্গে প্রায় 17 জন সেনা জওয়ানের স্ত্রীয়ের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে । অপর সেনা জওয়ানের অভিযুক্ত স্ত্রী গা ঢাকা দিতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত জওয়ান-পত্নীরা । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ান-পত্নীর নাম হেমা নগরবা তামাং । তিনি দার্জিলিংয়ের গৈরিগাঁওয়ের বাসিন্দা হলেও গত এক থেকে দেড় বছর ধরে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার স্টালিননগরে ভাড়া করে থাকছিলেন । তাঁর স্বামী মহেন্দ্র তামাং সেনাবাহিনীতে রয়েছেন । বর্তমানে তিনি জম্মু কাশ্মীরে মোতায়েন রয়েছেন । সেনা জওয়ানের স্ত্রী হওয়ার সুবাদে শিলিগুড়িতে অন্যান্য সেনা জওয়ানের স্ত্রীদের সঙ্গে সখ্যতা বাড়াতে শুরু করেন অভিযুক্ত হেমা তামাং । আপার বাগডোগরায় তাঁর একটি কাপড়ের দোকান রয়েছে । আর্মি ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের টার্গেট করা শুরু করেন হেমা তামাং ।

অভিযোগ, সখ্যতা বাড়ানোর পর বাড়ি কেনা ও নিজের দোকান বড় করার নাম করে সেনা জওয়ানের স্ত্রীদের কাছ থেকে টাকা ঋণ নিতে শুরু করেন তিনি । কারও কাছ থেকে দু লক্ষ, তো কারও কাছ থেকে 10 লক্ষ টাকা । এইভাবে মোট 17 জন জওয়ান-পত্নীর কাছ থেকে হেমা প্রায় এক দেড় কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ । অথচ টাকা ঋণ নেওয়ার বিষয়টি অন্য কেউ জানতে পারেননি । এক থেকে তিন বছরের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা মেটাননি অভিযুক্ত । টাকা চাইলেই দীর্ঘদিন ধরে হেমা তামাং টালবাহানা কর‍তে থাকেন বলে অভিযোগ ।

আরও পড়ুন: সেলে চাকরির নামে প্রতারণায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি, উদ্ধার একাধিক নথি

এরপর আচমকা এক মাস ধরে তিনি গা ঢাকা দেন বলে অভিযোগ । এমনকী তাঁর ফোন নম্বরও বন্ধ ছিল । তখনই ওই প্রতারিত 17 জনের কাছে বিষয়টি প্রকাশ্যে আসে । জানা মাত্রই তাঁরা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন ।

এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "অভিযোগ হয়েছে । একটি মামলাও রুজু করা হয়েছে । যেহেতু সেনার বিষয় সে জন্য সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করা হবে ।"

সেনা জওয়ানের প্রতারিত স্ত্রী বন্দনা রাই বলেন, "আমার কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়েছে । আমি নিজেও একজন জওয়ানের স্ত্রী । হেমা জওয়ানের স্ত্রী হওয়ার সুবাদে তাকে আমরা বিশ্বাস করে টাকা দিয়েছিলাম । কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করেছে হেমা । সে জন্য আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ।"

আইনজীবী ভব্য অধিকারী বলেছেন, "ইতিমধ্যে আর্মি ওয়াইফস অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়েছে । অভিযুক্ত হেমার স্বামী যেখানে কর্তব্যরত রয়েছেন, সেখানকার কমান্ডিং অফিসারকেও বিষয়টি চিঠি লিখে জানানো হয়েছে ।"

Last Updated : Sep 22, 2023, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.