শিলিগুড়ি, 14 মার্চ : ভোট-বাজারে কিছুই আর বাদ যাচ্ছে না ৷ গেঞ্জি, টুপি, রোদচশমা সবেতেই ছোয়া লেগেছে ভোটের ৷ কোনও গেঞ্জির বুকে খেলা হবে... কোনওটায় আবার জয় শ্রী রাম ৷ কোথাও আবার টুপিতে লেখা মা-মাটি-মানুষ ৷
এ যেন সত্যিই এক কার্নিভাল ৷ গণতন্ত্রের উৎসবে মজেছে সাগর থেকে পাহাড়, জঙ্গলমহল থেকে রাঢ় বাংলা ৷ রাজনীতি আজ আর শুধু মাঠে-ময়দানে, সভামঞ্চের ভাষণে আটকে নেই ৷ ভোটে-গরম বাংলার প্রতিটি মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে রাজনীতি ৷
শিলিগুড়ির মহাবীরস্থান বাজার লাগোয়াই বাড়ি বছর পঞ্চাশের অনিমেষ দত্তর ৷ দু'দিন আগের কথা ৷ সেদিন ঘরের কিছু জিনিস কিনতে গিন্নি বাজারে পাঠিয়েছিলেন অনিমেষবাবুকে ৷ বাজারে যাওয়ার পথে রাস্তায় এক বছর একুশের ছেলেকে দেখে কিছুটা থামতে বাধ্য হলেন প্রৌঢ় ৷ ঘাড় ঘুরিয়ে দু'বার দেখলেনও ছেলেটাকে ৷ এ কেমন সানগ্লাস ! কাঁচের উপর পদ্মফুল ৷
আরও পড়ুন : আহত বাঘ আরও ভয়ঙ্কর, ভাঙা পায়ে হুঙ্কার মমতার
কিছুদূর এগোতেই তাঁর চোখ পড়ল ফুটপাথের ধারে একটা দোকানের দিকে ৷ বাইরে ঝুলছে ঘাসফুল, পদ্ম, কাস্তে-হাতুড়ি-তারার পতাকা ৷ কিন্তু পতাকার ভিড়ে ওগুলো কী ! গেরুয়া-লাল-সবুজ রঙা গেঞ্জি ৷ কোনওটায় শোভা পাচ্ছে মমতার মুখ... কোনওটায় আবার মোদির মুখ ৷
শুধু গেঞ্জি না... সানগ্লাস, চাবির রিং, শাড়ি, ব্যাজ, ঘড়ি থেকে শুরু করে কত কত রকমারি সামগ্রী । এমনকি বাদ নেই দেশলাই বাক্সও ।
![পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-slg-03-special-political-sale-7209673_13032021170759_1303f_1615635479_121.jpg)
চাহিদা অনুযায়ী রাজনৈতিক দলের প্রতীক ও প্রার্থীর নামও ছেপে যাচ্ছে সেই সব সামগ্রীতে । অনেক সময়েই প্রচারে বেরিয়ে দলের নেতা, কর্মী বা সমর্থকরা সে সব জিনিস সাধারণ মানুষের কাছে বিলিয়েও দিচ্ছেন । আমজনতার মন জিততে এগুলিই এখন হাতিয়ার করছে রাজনৈতিক দলগুলি ৷
পতাকা এবং উত্তরীয়র বাজার আগে থেকে ছিল ৷ বিক্রেতারা বলছেন, দৌড়ে পিছিয়ে নেই মমতা- মোদির মুখের ছবি দেওয়া টি-শার্ট, শাড়িও । সবথেকে বেশি বিকোচ্ছে খেলা হবে এবং জয় শ্রী রাম লেখা টি-শার্ট ।
আরও পড়ুন : বাবুল, নিশীথ, রাজীব... বিজেপির প্রার্থী তালিকায় একাধিক হেভিওয়েট
চাহিদাটা আবার বিধানসভা ভিত্তিক রয়েছে । যেই দল আগে ওই বিধানসভা কেন্দ্রের ক্ষমতায় ছিল, সেই রাজনৈতিক দলের সামগ্রী বেশি বিকোচ্ছে ।
শিলিগুড়ির ব্যবসায়ী নলিন বনসল বলেন, "নির্বাচন যত এগিয়ে আসছে, তত রাজনৈতিক দলের সামগ্রীর চাহিদা বাড়ছে । এবার চারটে দলেরই মোটামুটি ভাল সামগ্রীর চাহিদা রয়েছে ।"
মহাবীরস্থানের আর এক ব্যবসায়ী অমিত বনসল বলেন, "মাটিগাড়া নকশালবাড়িতে সিপিএম এবং কংগ্রেসের সামগ্রীর ভাল চাহিদা আছে । শিলিগুড়িতে আবার সিপিএমের সামগ্রী ভাল বিকোচ্ছে । কিন্তু মোটের উপর সব থেকে বেশি চাহিদা রয়েছে বিজেপি এবং তৃণমূলের ।"
![পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-slg-03-special-political-sale-7209673_13032021170759_1303f_1615635479_975.jpg)