শিলিগুড়ি, 28 ফেব্রুয়ারি : বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রবিবাসরীয় ব্রিগেড সমাবেশ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । ভোটের দামামা বাজার পর প্রথম বাম-কংগ্রেসের এই ব্রিগেড সমাবেশের দিকে চোখ ছিল গোটা রাজ্যের মানুষের ৷ কিন্তু ইচ্ছে থাকলেও উত্তরবঙ্গ থেকে কলকাতায় গিয়ে ব্রিগেডে যোগ দিতে পারেননি অনেকেই ৷ অথচ ব্রিগেড সমাবেশের উন্মাদনা কোনওভাবেই হাতছাড়া করতে রাজি ছিলেন না তারা ৷ সেইসব মানুষদের আক্ষেপ কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করলেন শিলিগুড়ির স্থানীয় বাম প্রাক্তন কাউন্সিলর তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষ ৷ পাড়াতেই জমায়েত করে টিভিতে নেতাদের বক্তৃতা শোনার ব্যবস্থা করেন তিনি ৷
রবিবার দুপুরে 24 নম্বর ওয়ার্ড অফিসের সামনে গিয়ে দেখা গেল, পথের উপরেই চেয়ারে বসে টিভিতে ব্রিগেডের নেতৃত্বদের বার্তা শুনছেন কর্মী সমর্থকরা । পাড়াতে বসেই ব্রিগেডের উন্মাদনায় ফুটতে দেখা গেল তাদের । বক্তৃতার মাঝে কথায় কখনও উঠল স্লোগান, কখনও হাততালি । তাতে ব্রিগেডে অংশ নিতে পারার আক্ষেপ পুষিয়ে গেল কিছুটা ৷ অনেকে বার্ধক্যজনিত কারণে, কেউ আবার অসুস্থতার কারণে যেতে পারেননি । কেউ আবার নিজের টাকা খরচ করে যেতে না পারায় 'পাড়া ব্রিগেড'কেই বেছে নিয়েছেন ।
আরও পড়ুন : ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের
স্থানীয় বাসিন্দা প্রবীরকুমার বসু বললেন, "না যেতে পারে আক্ষেপ তো আছেই । বয়স হয়ে গিয়েছে তাই যেতে পারিনি । তাই এখানে একসঙ্গে বসে ব্রিগেড উপভোগ করছি ৷ নেতৃত্বের বার্তা শুনে নির্বাচনের অভিমুখ ঠিক করতে পারব ।" প্রাক্তন কাউন্সিলর শঙ্কর ঘোষ বলেন, "বামেদের কাছে আম্বানি-আদানিদের মতো লোক নেই, যারা স্পনসর করবে । আর অত টাকাও নেই যে বিলাসবহুল বাস ভাড়া করে কর্মীরা যেতে পারবে । তাই এই ব্যবস্থা ৷" স্থানীয় বাসিন্দা দীপা গুনের কথায়, " না যেতে পারার আক্ষেপ থেকে গেল । তাই এখানে একসঙ্গে বসে ব্রিগেডের উন্মাদনা উপভোগ করলাম ৷ "
আরও পড়ুন : ঝড় উঠেছে, এটাকে ধরে রাখতে হবে; ব্রিগেড থেকে বার্তা দেবলীনা হেমব্রমের