ETV Bharat / state

না যেতে পারার আক্ষেপ, পাড়াতেই ব্রিগেড আয়োজন প্রাক্তন বাম কাউন্সিলরের

রবিবার দুপুরে 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেল, পথের উপরেই চেয়ারে বসে টিভিতে ব্রিগেডের নেতৃত্বদের বার্তা শুনছেন কর্মী সমর্থকরা । ব্রিগেডে না যেতে পারায় পাড়াতেই টিভিতে ব্রিগেড দেখার আয়োজন করলেন শিলিগুড়ির প্রাক্তন বাম কাউন্সিলর ৷

পাড়াতেই 'ব্রিগেড' আয়োজন বাম কাউন্সিলরের
পাড়াতেই 'ব্রিগেড' আয়োজন বাম কাউন্সিলরের
author img

By

Published : Feb 28, 2021, 6:52 PM IST

Updated : Feb 28, 2021, 10:08 PM IST

শিলিগুড়ি, 28 ফেব্রুয়ারি : বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রবিবাসরীয় ব্রিগেড সমাবেশ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । ভোটের দামামা বাজার পর প্রথম বাম-কংগ্রেসের এই ব্রিগেড সমাবেশের দিকে চোখ ছিল গোটা রাজ্যের মানুষের ৷ কিন্তু ইচ্ছে থাকলেও উত্তরবঙ্গ থেকে কলকাতায় গিয়ে ব্রিগেডে যোগ দিতে পারেননি অনেকেই ৷ অথচ ব্রিগেড সমাবেশের উন্মাদনা কোনওভাবেই হাতছাড়া করতে রাজি ছিলেন না তারা ৷ সেইসব মানুষদের আক্ষেপ কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করলেন শিলিগুড়ির স্থানীয় বাম প্রাক্তন কাউন্সিলর তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষ ৷ পাড়াতেই জমায়েত করে টিভিতে নেতাদের বক্তৃতা শোনার ব্যবস্থা করেন তিনি ৷

রবিবার দুপুরে 24 নম্বর ওয়ার্ড অফিসের সামনে গিয়ে দেখা গেল, পথের উপরেই চেয়ারে বসে টিভিতে ব্রিগেডের নেতৃত্বদের বার্তা শুনছেন কর্মী সমর্থকরা । পাড়াতে বসেই ব্রিগেডের উন্মাদনায় ফুটতে দেখা গেল তাদের । বক্তৃতার মাঝে কথায় কখনও উঠল স্লোগান, কখনও হাততালি । তাতে ব্রিগেডে অংশ নিতে পারার আক্ষেপ পুষিয়ে গেল কিছুটা ৷ অনেকে বার্ধক্যজনিত কারণে, কেউ আবার অসুস্থতার কারণে যেতে পারেননি । কেউ আবার নিজের টাকা খরচ করে যেতে না পারায় 'পাড়া ব্রিগেড'কেই বেছে নিয়েছেন ।

পাড়াতেই 'ব্রিগেড' আয়োজন প্রাক্তন বাম কাউন্সিলরের

আরও পড়ুন : ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের

স্থানীয় বাসিন্দা প্রবীরকুমার বসু বললেন, "না যেতে পারে আক্ষেপ তো আছেই । বয়স হয়ে গিয়েছে তাই যেতে পারিনি । তাই এখানে একসঙ্গে বসে ব্রিগেড উপভোগ করছি ৷ নেতৃত্বের বার্তা শুনে নির্বাচনের অভিমুখ ঠিক করতে পারব ।" প্রাক্তন কাউন্সিলর শঙ্কর ঘোষ বলেন, "বামেদের কাছে আম্বানি-আদানিদের মতো লোক নেই, যারা স্পনসর করবে । আর অত টাকাও নেই যে বিলাসবহুল বাস ভাড়া করে কর্মীরা যেতে পারবে । তাই এই ব্যবস্থা ৷" স্থানীয় বাসিন্দা দীপা গুনের কথায়, " না যেতে পারার আক্ষেপ থেকে গেল । তাই এখানে একসঙ্গে বসে ব্রিগেডের উন্মাদনা উপভোগ করলাম ৷ "

আরও পড়ুন : ঝড় উঠেছে, এটাকে ধরে রাখতে হবে; ব্রিগেড থেকে বার্তা দেবলীনা হেমব্রমের

শিলিগুড়ি, 28 ফেব্রুয়ারি : বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রবিবাসরীয় ব্রিগেড সমাবেশ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । ভোটের দামামা বাজার পর প্রথম বাম-কংগ্রেসের এই ব্রিগেড সমাবেশের দিকে চোখ ছিল গোটা রাজ্যের মানুষের ৷ কিন্তু ইচ্ছে থাকলেও উত্তরবঙ্গ থেকে কলকাতায় গিয়ে ব্রিগেডে যোগ দিতে পারেননি অনেকেই ৷ অথচ ব্রিগেড সমাবেশের উন্মাদনা কোনওভাবেই হাতছাড়া করতে রাজি ছিলেন না তারা ৷ সেইসব মানুষদের আক্ষেপ কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করলেন শিলিগুড়ির স্থানীয় বাম প্রাক্তন কাউন্সিলর তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষ ৷ পাড়াতেই জমায়েত করে টিভিতে নেতাদের বক্তৃতা শোনার ব্যবস্থা করেন তিনি ৷

রবিবার দুপুরে 24 নম্বর ওয়ার্ড অফিসের সামনে গিয়ে দেখা গেল, পথের উপরেই চেয়ারে বসে টিভিতে ব্রিগেডের নেতৃত্বদের বার্তা শুনছেন কর্মী সমর্থকরা । পাড়াতে বসেই ব্রিগেডের উন্মাদনায় ফুটতে দেখা গেল তাদের । বক্তৃতার মাঝে কথায় কখনও উঠল স্লোগান, কখনও হাততালি । তাতে ব্রিগেডে অংশ নিতে পারার আক্ষেপ পুষিয়ে গেল কিছুটা ৷ অনেকে বার্ধক্যজনিত কারণে, কেউ আবার অসুস্থতার কারণে যেতে পারেননি । কেউ আবার নিজের টাকা খরচ করে যেতে না পারায় 'পাড়া ব্রিগেড'কেই বেছে নিয়েছেন ।

পাড়াতেই 'ব্রিগেড' আয়োজন প্রাক্তন বাম কাউন্সিলরের

আরও পড়ুন : ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের

স্থানীয় বাসিন্দা প্রবীরকুমার বসু বললেন, "না যেতে পারে আক্ষেপ তো আছেই । বয়স হয়ে গিয়েছে তাই যেতে পারিনি । তাই এখানে একসঙ্গে বসে ব্রিগেড উপভোগ করছি ৷ নেতৃত্বের বার্তা শুনে নির্বাচনের অভিমুখ ঠিক করতে পারব ।" প্রাক্তন কাউন্সিলর শঙ্কর ঘোষ বলেন, "বামেদের কাছে আম্বানি-আদানিদের মতো লোক নেই, যারা স্পনসর করবে । আর অত টাকাও নেই যে বিলাসবহুল বাস ভাড়া করে কর্মীরা যেতে পারবে । তাই এই ব্যবস্থা ৷" স্থানীয় বাসিন্দা দীপা গুনের কথায়, " না যেতে পারার আক্ষেপ থেকে গেল । তাই এখানে একসঙ্গে বসে ব্রিগেডের উন্মাদনা উপভোগ করলাম ৷ "

আরও পড়ুন : ঝড় উঠেছে, এটাকে ধরে রাখতে হবে; ব্রিগেড থেকে বার্তা দেবলীনা হেমব্রমের

Last Updated : Feb 28, 2021, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.