ETV Bharat / state

Governor CV Ananda Bose: তাঁর নিয়োগ করা উপাচার্যদের বেতন বন্ধ করেছে রাজ্য, কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বৈঠকের ডাক বোসের - 14টি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ

রাজ্যের সঙ্গে সংঘাতের ফাটল আরও বাড়াচ্ছেন রাজ্যপাল ? এবার তাঁর নিয়োজিত উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আনন্দ বোস ৷ উপাচার্যদের বেতন, ভাতা বন্ধ করে দেওয়ায় রাজ্যের বিরুদ্ধে নেবেন কড়া পদক্ষেপের ইঙ্গিত বোসের ৷

Etv Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By

Published : Jun 26, 2023, 7:28 PM IST

শিলিগুড়ি, 26 জুন: রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই এবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল ৷ ইতিমধ্য়েই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য ৷ সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছিলেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ তারপরও একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের শৈত্য আরও বেড়েছে ৷ আর তার মাঝেই এবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ জানা গিয়েছে আগামী 28 জুন এই বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ আর সেই বৈঠকের পর রাজ্যপাল যে কোনও কড়া পদক্ষেপ নিতে পারেন, তার ইঙ্গিত সোমবারই দিয়েছেন আনন্দ বোস ৷

প্রায় একতরফাভাবে রাজ্যপাল 14টি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন বলে বারবার অভিযোগ করেছে রাজ্যের শাসকদল ৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, সেই উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। তাতেই বেজায় চটেছেন রাজ্যপাল। তাই এবার সেই অস্থায়ী উপাচার্যদেরই ডেকে পাঠালেন রাজ্যপাল আনন্দ বোস। তাঁদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। এরপর কি তবে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটবেন রাজ্যপাল ? উপাচার্য নিয়োগ ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আগে বৈঠক করেছিলেন রাজ্যপাল আনন্দ বোস। তবে পরে সুর-তাল কেটে যায়। শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের পরামর্শ না-নিয়েই বিশ্ববিদ্যালয়গুলিতে বেআইনিভাবে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।

আরও পড়ুন: এক দফাতেই ভোট, স্পর্শকাতর এলাকায় যাবেন পরিদর্শনে; শিলিগুড়িতে জানালেন রাজ্যপাল

অন্যদিকে, রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন এবং ভাতা বন্ধের নির্দেশ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে পৌঁছে গিয়েছে বলে খবর। এই মর্মে নির্দেশিকা জারিও করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই অস্থায়ী উপাচার্যদের নিয়োগ বেআইনি। তাই তাঁরা কোনও রকম বেতন ও ভাতা পাবেন না। আর এই পরিস্থিতিতে আগামী 28 জুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যদের এই বিশেষ বৈঠকে ডেকেছেন খোদ রাজ্যপাল ৷ সোমবারই উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল ৷ আর এদিনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আনন্দ বোস ৷ সেখানেই বুধবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যপাল। এদিন এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, "বৈঠক এখনও হয়নি ৷ সুতরাং এর ফলাফলের জন্য অপেক্ষা করুন ৷"

শিলিগুড়ি, 26 জুন: রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই এবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল ৷ ইতিমধ্য়েই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য ৷ সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছিলেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ তারপরও একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের শৈত্য আরও বেড়েছে ৷ আর তার মাঝেই এবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ জানা গিয়েছে আগামী 28 জুন এই বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ আর সেই বৈঠকের পর রাজ্যপাল যে কোনও কড়া পদক্ষেপ নিতে পারেন, তার ইঙ্গিত সোমবারই দিয়েছেন আনন্দ বোস ৷

প্রায় একতরফাভাবে রাজ্যপাল 14টি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন বলে বারবার অভিযোগ করেছে রাজ্যের শাসকদল ৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, সেই উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। তাতেই বেজায় চটেছেন রাজ্যপাল। তাই এবার সেই অস্থায়ী উপাচার্যদেরই ডেকে পাঠালেন রাজ্যপাল আনন্দ বোস। তাঁদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। এরপর কি তবে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটবেন রাজ্যপাল ? উপাচার্য নিয়োগ ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আগে বৈঠক করেছিলেন রাজ্যপাল আনন্দ বোস। তবে পরে সুর-তাল কেটে যায়। শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের পরামর্শ না-নিয়েই বিশ্ববিদ্যালয়গুলিতে বেআইনিভাবে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।

আরও পড়ুন: এক দফাতেই ভোট, স্পর্শকাতর এলাকায় যাবেন পরিদর্শনে; শিলিগুড়িতে জানালেন রাজ্যপাল

অন্যদিকে, রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন এবং ভাতা বন্ধের নির্দেশ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে পৌঁছে গিয়েছে বলে খবর। এই মর্মে নির্দেশিকা জারিও করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই অস্থায়ী উপাচার্যদের নিয়োগ বেআইনি। তাই তাঁরা কোনও রকম বেতন ও ভাতা পাবেন না। আর এই পরিস্থিতিতে আগামী 28 জুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যদের এই বিশেষ বৈঠকে ডেকেছেন খোদ রাজ্যপাল ৷ সোমবারই উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল ৷ আর এদিনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আনন্দ বোস ৷ সেখানেই বুধবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যপাল। এদিন এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, "বৈঠক এখনও হয়নি ৷ সুতরাং এর ফলাফলের জন্য অপেক্ষা করুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.