ETV Bharat / state

WB Forest Department: হড়পা বানের আশঙ্কা শিলিগুড়িতে! মালবাজারের পুনরাবৃত্তি এড়াতে মহানন্দা ড্রেজিংয়ের উদ্যোগ বন দফতরের - জ্যের প্রধান মুখ্য বনপাল

মালবাজারে হড়পা বানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগে তৎপর হল বন দফতর (West Bengal Forest Department)। বন দফতর-সহ বনাঞ্চল এবং অভয়ারণ্যের ভিতরে থাকা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে উদ্যোগী হল বন দফতর। মালবাজারের ঘটনার মতো আর যাতে কোনও পুনরাবৃত্তি না ঘটে এবং অভয়ারণ্যকে বাঁচাতে নদী ড্রেজিংয়ের সিদ্ধান্ত বন দফতরের (Forest Department)।

WB Forest Department
মালবাজারের পুনরাবৃত্তি এড়াতে মহানন্দা নদী ড্রেজিংয়ের উদ্যোগ বন দফতরের
author img

By

Published : Oct 11, 2022, 11:06 PM IST

শিলিগুড়ি, 10 অক্টোবর: হড়পা বানের (Flash Flood) হাত থেকে শিলিগুড়ি শহর এবং মহানন্দা অভয়ারণ্যকে বাঁচাতে নয়া ভাবনা বন দফতরের। শিলিগুড়ি সংলগ্ন গুলমার মহানন্দা নদীর সাড়ে তিন কিলোমিটার ড্রেজিং করা হবে।

পাগলাঝোরা থেকে নদী নামার সময় প্রচুর বোল্ডার নিয়ে এসে গুলমা এলাকায় জমা করেছে। বিগত এক দশক ধরে নদীগর্ভে জমেছে বোল্ডার ও বালি। সে কারণে এবার এবার যুদ্ধকালীন তৎপরতায় মহানন্দা নদী ড্রেজিং করার উদ্যোগ নিয়েছে বন দফতর। নদীর মাঝখানে বোল্ডার জমা হওয়ায় নদী দু'ভাগে ভাগ হয়ে অভয়ারণ্যের জমি গ্রাস করছে। যার জন্য শিলিগুড়ি শহরের উপর বিপদ ঘনিয়ে আসছে।

এতে বাড়ছে হড়পা বানের মতো আশঙ্কা। এবার পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি হলে হড়পা বানের সম্ভাবনা প্রবল। তাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে শহর শিলিগুড়ি। ইতিমধ্যেই নদীর পাড় ভাঙতে শুরু করেছে। ক্ষতি হচ্ছে মহানন্দা অভয়ারণ্যেরও। বন্যপ্রাণের কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত বলে জানান বনমন্ত্রী।

আরও পড়ুন: শীতের আগে নতুন চমক, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্রশাবক

সোমবার গুলমা এলাকার মহানন্দা নদী পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী (Forest Minister) জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সৌমিত্র দাশগুপ্ত, দার্জিলিংয়ের জেলাশাসক (DM of Darjeeling) এস পুন্নমবলম-সহ অন্যান্য বন আধিকারিকরা। পরিদর্শনের পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দার্জিলিংয়ের জেলাশাসকই তা ঠিক করে মুখ্য বনপালকে রিপোর্ট দেবেন। মুখ্যসচিব সবুজ সংকেত দিলেই কাজটা শুরু হবে। বোল্ডার তুলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। তারপর সেই বোল্ডার সরকারী কাজে ব্যবহৃত হবে।"

মালবাজারের পুনরাবৃত্তি এড়াতে মহানন্দা নদী ড্রেজিংয়ের উদ্যোগ বন দফতরের

প্রসঙ্গত, বছর কয়েক আগে গুলমায় জলস্তর বেড়ে ভয়ানক রূপ নিয়েছিল। ভেসেছিল একাধিক গ্রাম, চা বাগান। ড্রেজিং করা হলে নদীর নাব্যতাও বাড়বে বলে মনে করেন বন কর্তারাও। পাশাপাশি সৌমিত্র দাশগুপ্ত বলেন, "ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় বন মন্ত্রকের অনুমোদনের পরই নদী ড্রেজিংয়ের কাজ করা হবে।" দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত বন দফতরের অধীন এবং বনাঞ্চল-সহ বিভিন্ন অভয়ারণ্যের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদী পরিদর্শন করবে বন দফতরের একটি বিশেষ দল। ওই দল সার্ভের পর রিপোর্ট দিলে সেই সব নদী সংস্কারের কাজ শুরু হবে। মহানন্দা ছাড়াও ডায়না, তোর্সা, রায়ডাক নদীও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হল 4 রয়্যাল বেঙ্গল শাবক, আগামী বছর আসছে সিংহ

শিলিগুড়ি, 10 অক্টোবর: হড়পা বানের (Flash Flood) হাত থেকে শিলিগুড়ি শহর এবং মহানন্দা অভয়ারণ্যকে বাঁচাতে নয়া ভাবনা বন দফতরের। শিলিগুড়ি সংলগ্ন গুলমার মহানন্দা নদীর সাড়ে তিন কিলোমিটার ড্রেজিং করা হবে।

পাগলাঝোরা থেকে নদী নামার সময় প্রচুর বোল্ডার নিয়ে এসে গুলমা এলাকায় জমা করেছে। বিগত এক দশক ধরে নদীগর্ভে জমেছে বোল্ডার ও বালি। সে কারণে এবার এবার যুদ্ধকালীন তৎপরতায় মহানন্দা নদী ড্রেজিং করার উদ্যোগ নিয়েছে বন দফতর। নদীর মাঝখানে বোল্ডার জমা হওয়ায় নদী দু'ভাগে ভাগ হয়ে অভয়ারণ্যের জমি গ্রাস করছে। যার জন্য শিলিগুড়ি শহরের উপর বিপদ ঘনিয়ে আসছে।

এতে বাড়ছে হড়পা বানের মতো আশঙ্কা। এবার পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি হলে হড়পা বানের সম্ভাবনা প্রবল। তাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে শহর শিলিগুড়ি। ইতিমধ্যেই নদীর পাড় ভাঙতে শুরু করেছে। ক্ষতি হচ্ছে মহানন্দা অভয়ারণ্যেরও। বন্যপ্রাণের কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত বলে জানান বনমন্ত্রী।

আরও পড়ুন: শীতের আগে নতুন চমক, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্রশাবক

সোমবার গুলমা এলাকার মহানন্দা নদী পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী (Forest Minister) জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সৌমিত্র দাশগুপ্ত, দার্জিলিংয়ের জেলাশাসক (DM of Darjeeling) এস পুন্নমবলম-সহ অন্যান্য বন আধিকারিকরা। পরিদর্শনের পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দার্জিলিংয়ের জেলাশাসকই তা ঠিক করে মুখ্য বনপালকে রিপোর্ট দেবেন। মুখ্যসচিব সবুজ সংকেত দিলেই কাজটা শুরু হবে। বোল্ডার তুলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। তারপর সেই বোল্ডার সরকারী কাজে ব্যবহৃত হবে।"

মালবাজারের পুনরাবৃত্তি এড়াতে মহানন্দা নদী ড্রেজিংয়ের উদ্যোগ বন দফতরের

প্রসঙ্গত, বছর কয়েক আগে গুলমায় জলস্তর বেড়ে ভয়ানক রূপ নিয়েছিল। ভেসেছিল একাধিক গ্রাম, চা বাগান। ড্রেজিং করা হলে নদীর নাব্যতাও বাড়বে বলে মনে করেন বন কর্তারাও। পাশাপাশি সৌমিত্র দাশগুপ্ত বলেন, "ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় বন মন্ত্রকের অনুমোদনের পরই নদী ড্রেজিংয়ের কাজ করা হবে।" দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত বন দফতরের অধীন এবং বনাঞ্চল-সহ বিভিন্ন অভয়ারণ্যের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদী পরিদর্শন করবে বন দফতরের একটি বিশেষ দল। ওই দল সার্ভের পর রিপোর্ট দিলে সেই সব নদী সংস্কারের কাজ শুরু হবে। মহানন্দা ছাড়াও ডায়না, তোর্সা, রায়ডাক নদীও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হল 4 রয়্যাল বেঙ্গল শাবক, আগামী বছর আসছে সিংহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.