শিলিগুড়ি, 23 মার্চ : পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করল বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা । মঙ্গলবার দার্জিলিংয়ে জনসভা করে পাহাড়ের তিন বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করলেন বিমল গুরুং ।
মঙ্গলবারের জনসভায় বিমল গুরুং ছাড়াও উপস্থিত ছিলেন বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি । এদিন বিমল গুরুং জানান, দার্জিলিং বিধানসভা আসনে আইনজীবী পিটি ওলা, কালিম্পং বিধানসভা কেন্দ্রে আরবি ভুজেল এবং কার্শিয়াং বিধানসভা আসনে নরবু লামা মোর্চার প্রার্থী ।
আরও পড়ুন: 23 মার্চ পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবেন বিমল গুরুং
দলের প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন, প্রতিপক্ষ ভাল হলে খেলাও ভাল হয় । খুব বেশি ব্যবধানে না হলেও আমরা অবশ্যই জয় লাভ করব ।
জিএনএলএফ-বিজেপির জোটের বিষয়ে বিমল গুরুং বলেন, বিজেপির পাহাড়ে সাংগঠনিক শক্তি নেই, তা প্রমাণ হল । আমাদের থেকে লোক ভাঙিয়ে কার্শিয়াং এবং কালিম্পং বিধানসভায় প্রার্থী করেছে বিজেপি । জিএনএলএফ-এর নিজেদের প্রার্থী দেওয়া উচিত ছিল । এরপরেও আমি জিএনএলএফ এবং সিপিআরএমকে আমাদের সমর্থন করতে আবেদন করব ।"