শিলিগুড়ি, 28 জুন : COVID-19 মোকাবিলায় লালারসের নমুনা পরীক্ষায়রেকর্ড তৈরি করে দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ওহাসপাতাল(NBMC&H)-র VRDL । ইতিমধ্যে এ বিষয়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্য স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা। ঘটনায় খুশির আমেজ VRDL-এ । উচ্ছ্বসিত NBMC&Hকতৃপক্ষও।
কোরোনামোকাবিলায় অতিপ্রয়োজনীয় অস্ত্র লালারসের নমুনা পরীক্ষা । শুরুতে কলকাতার ওপর ভরসাছিল উত্তরবঙ্গের । তবে, ভাইরাসেরমোকাবিলায় নমুনা পরীক্ষায় গতি আনতে মার্চ মাসের 29 তারিখে চালু হয় উত্তরবঙ্গ মেডিকেলকলেজ ও হাসপাতালের VRDL সেন্টার। শুরুতে শুধুমাত্র রিয়্যাল টাইম পলিমার চেইন রিয়াকশন মেশিনের সাহায্যে লালারসেরপরীক্ষা শুরু হলেও পরবর্তীতে RNA এক্সট্র্যাকটর মেশিন ও ট্রুনাট মেশিনের সাহায্যে লালারসেরনমুনা পরীক্ষা শুরু হয় । শুরুতে উত্তরবঙ্গের আট জেলা সহ সিকিম থেকে আসা লালারসেরনমুনা পরীক্ষা করা হয় । পরে ৮ এপ্রিল মালদা মেডিকেলে VRDL সেন্টার চালু হওয়ার পর কিছুটা চাপঅবশ্য কমে ।
এরমাঝে রেকর্ড তৈরি করে ফেলল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের VRDL । শুরুর দিন থেকে এখনও অবধি প্রায় 53 হাজার লালারসের নমুনা পরীক্ষা সম্পন্নহয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের VRDL-এ । যা কি না নাইসেডকেও ছাপিয়ে গিয়েছে।
এবিষয়েVRDL সেন্টারেরসমস্ত চিকিৎসক, বিজ্ঞানীসহ মেডিকেল টেকনোলজিস্টদের শুভেচ্ছা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । শুভেচ্ছাজানিয়েছেন মেডিকেলে কলেজ অধ্যক্ষ প্রবীর দেব, হাসপাতাল সুপার কৌশিক সমাজদার ।উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রবীর দেব বলেন,"লালারসের নমুনা পরীক্ষায় আরও জোরদেওয়া হবে। আমরা চেষ্টা করছি কিভাবে আরও তাড়াতাড়ি রিপোর্ট দেওয়া সম্ভব হয় ।"