ETV Bharat / state

Vistadome : 22 নভেম্বর থেকে সপ্তাহে সাতদিনই চলবে ভিস্তাডোম, আপাতত বন্ধ টয়ট্রেন - ভিস্তাডোম

আসন্ন শীতের মরশুমে পর্যটকদের প্রবল চাহিদার কথা মাথায় রেখে সপ্তাহে তিনদিনের বদলে সাতদিনই ভিস্তাডোম চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷ তবে লাইন মেরামতির কাজ শেষ না হওয়ায় শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা আগামী 25 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ৷

vistadome special train service will available for every day from 22 november onwards
Vistadome : 22 নভম্বের থেকে সপ্তাহে সাতদিনই চলবে ভিস্তাডোম, আপাতত বন্ধ টয়ট্রেন
author img

By

Published : Nov 17, 2021, 4:23 PM IST

Updated : Nov 17, 2021, 4:41 PM IST

দার্জিলিং, 17 নভেম্বর : পর্যটকদের জন্য ভাল এবং মন্দ, দু’টো খবরই নিয়ে এল উত্তর-পূর্ব সীমান্ত রেল ৷ প্রথমে ভাল খবরটাই দেওয়া যাক ৷ এখন থেকে আর সপ্তাহে তিনদিন নয়, প্রতিদিনই জঙ্গলের বুক চিরে ছুটবে ভিস্তাডোম স্পেশাল ট্রেন ৷ পর্যটকদের মধ্যে এই ট্রেন নিয়ে উৎসাহ ও চাহিদা বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে তারা ৷ যা কার্যকর হবে আগামী 22 নভেম্বর থেকে ৷

আরও পড়ুন : Vistadome Coach: ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে

সম্প্রতি, পাহাড়ের ঢাল বেয়ে থাকা তরাই-ডুয়ার্সের সবুজ ঘেরা জঙ্গলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কাচে মোড়া ভিস্তাডোম স্পেশাল ট্রেন চালু করে রেল কর্তৃপক্ষ ৷ এই ট্রেন চালু হতেই পর্যটকদের মধ্যে রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে ৷ ক্রমশ বাড়তে থাকে টিকিটের চাহিদা ৷ বস্তুত, চাহিদা বেশি থাকায় প্রথম থেকেই বুকিং সামালাতে হিমশিম খেতে হচ্ছিল রেল কর্তৃপক্ষকে ৷ তার উপর সামনেই শীতের ছুটির মরশুম ৷ ভরা পর্যটনের সময় ৷ সেকথা ভেবেই তড়িঘড়ি এই ট্রেনের সফরসূচিতে বদল আনা হয় ৷ আগে প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতিবার ও শনিবার চলত ভিস্তাডোম ৷ আগামী 22 নভেম্বর থেকে সপ্তাহে সাতদিনই এই ট্রেন চলবে ৷

রেল কর্তৃপক্ষর এই সিদ্ধান্তে একদিকে যেমন খুশি পর্যটকরা, অন্যদিকে খুশি ট্যুর অপারেটররাও ৷ হিমালয়ান হসপিট্যালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল এই প্রসঙ্গে বলেন, ‘‘ভিস্তাডোম কোচের চাহিদা প্রথম থেকেই বেশি ছিল ৷ এই ট্রেনে চড়ার জন্য দূরদূরান্ত থেকেও পর্যটকরা ছুটে আসছেন ৷ এই ধরনের পরিষেবার সংখ্যা বাড়ানো হলে করোনায় ধাক্কা খাওয়া পর্যটন শিল্পের পক্ষে ঘুরে দাঁড়ানো কিছুটা হলেও সহজ হবে ৷’’

অন্যদিকে, পর্যটকদের মধ্যে ভিস্তাডোম স্পেশাল ট্রেনের চাহিদা বাড়ায় সেই পরিষেবাকে প্রতিদিন করার সিদ্ধান্ত নিলেও এখনও পর্যন্ত শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু করতে পারেনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ৷ আগামী 25 নভেম্বর পর্যন্ত টয়ট্রেনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর ৷

সম্প্রতি দার্জিলিংয়ের গয়াবাড়ি এবং মহানদীর কাছে ধস নামায় ক্ষতিগ্রস্ত হয় টয়ট্রেনের লাইন ৷ যার জেরে পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় ডিএইচআর কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে তারা ৷ তবে পর্যটকরা যাতে হতাশ না হন এবং শীতের মরশুমে পাহাড়ের পর্যটন যাতে ধাক্কা না খায়, তার জন্য কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত ‘হিমকন্যা জয়রাইড’ পরিষেবা চালু করেছে ডিএইচআর ৷ কিন্তু পর্যটকদের মধ্যে প্রথম থেকেই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত রাস্তাটুকু টয়ট্রেনে চড়ে যাওয়ার আলাদা চাহিদা রয়েছে ৷ সেই পরিষেবা বন্ধ থাকায় কিছুটা হলেও ধাক্কা খাবে উত্তরের পর্যটন শিল্প ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুরমিত কৌর এই প্রসঙ্গে বলেন, ‘‘ধসের ফলে টয়ট্রেনের লাইনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেই কারণেই 25 নভেম্বর পর্যন্ত ওই পরিষেবা বন্ধ রাখা হবে ৷ তবে দ্রুত লাইন মেরামতির কাজ চলছে ৷’’

vistadome special train service will available for every day from 22 november onwards
আগামী 25 নভেম্বর পর্যন্ত টয়ট্রেনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর ৷

আরও পড়ুন : Toy Train : পাহাড়ে ধসের জেরে রবিবার বন্ধ থাকবে শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

এদিকে, করোনার গ্রাফ কিছুটা নামায় সাধারণ যাত্রীদের সুবিধার্থে আরও দু’টি প্যাসেঞ্জার ট্রেন ফের চালু করছে রেল কর্তৃপক্ষ ৷ শিলিগুড়ি জংশন থেকে বামনহাট পর্যন্ত ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি আগামী 22 নভেম্বর থেকে এবং শিলিগুড়ি জংশন থেকে হলদিবাড়ি পর্যন্ত ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি আগামী 23 নভেম্বর থেকে আবার যাতায়াত করবে ৷ এই দু’টি প্যাসেঞ্জার ট্রেন চালু হলে নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে ৷

দার্জিলিং, 17 নভেম্বর : পর্যটকদের জন্য ভাল এবং মন্দ, দু’টো খবরই নিয়ে এল উত্তর-পূর্ব সীমান্ত রেল ৷ প্রথমে ভাল খবরটাই দেওয়া যাক ৷ এখন থেকে আর সপ্তাহে তিনদিন নয়, প্রতিদিনই জঙ্গলের বুক চিরে ছুটবে ভিস্তাডোম স্পেশাল ট্রেন ৷ পর্যটকদের মধ্যে এই ট্রেন নিয়ে উৎসাহ ও চাহিদা বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে তারা ৷ যা কার্যকর হবে আগামী 22 নভেম্বর থেকে ৷

আরও পড়ুন : Vistadome Coach: ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে

সম্প্রতি, পাহাড়ের ঢাল বেয়ে থাকা তরাই-ডুয়ার্সের সবুজ ঘেরা জঙ্গলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কাচে মোড়া ভিস্তাডোম স্পেশাল ট্রেন চালু করে রেল কর্তৃপক্ষ ৷ এই ট্রেন চালু হতেই পর্যটকদের মধ্যে রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে ৷ ক্রমশ বাড়তে থাকে টিকিটের চাহিদা ৷ বস্তুত, চাহিদা বেশি থাকায় প্রথম থেকেই বুকিং সামালাতে হিমশিম খেতে হচ্ছিল রেল কর্তৃপক্ষকে ৷ তার উপর সামনেই শীতের ছুটির মরশুম ৷ ভরা পর্যটনের সময় ৷ সেকথা ভেবেই তড়িঘড়ি এই ট্রেনের সফরসূচিতে বদল আনা হয় ৷ আগে প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতিবার ও শনিবার চলত ভিস্তাডোম ৷ আগামী 22 নভেম্বর থেকে সপ্তাহে সাতদিনই এই ট্রেন চলবে ৷

রেল কর্তৃপক্ষর এই সিদ্ধান্তে একদিকে যেমন খুশি পর্যটকরা, অন্যদিকে খুশি ট্যুর অপারেটররাও ৷ হিমালয়ান হসপিট্যালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল এই প্রসঙ্গে বলেন, ‘‘ভিস্তাডোম কোচের চাহিদা প্রথম থেকেই বেশি ছিল ৷ এই ট্রেনে চড়ার জন্য দূরদূরান্ত থেকেও পর্যটকরা ছুটে আসছেন ৷ এই ধরনের পরিষেবার সংখ্যা বাড়ানো হলে করোনায় ধাক্কা খাওয়া পর্যটন শিল্পের পক্ষে ঘুরে দাঁড়ানো কিছুটা হলেও সহজ হবে ৷’’

অন্যদিকে, পর্যটকদের মধ্যে ভিস্তাডোম স্পেশাল ট্রেনের চাহিদা বাড়ায় সেই পরিষেবাকে প্রতিদিন করার সিদ্ধান্ত নিলেও এখনও পর্যন্ত শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু করতে পারেনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ৷ আগামী 25 নভেম্বর পর্যন্ত টয়ট্রেনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর ৷

সম্প্রতি দার্জিলিংয়ের গয়াবাড়ি এবং মহানদীর কাছে ধস নামায় ক্ষতিগ্রস্ত হয় টয়ট্রেনের লাইন ৷ যার জেরে পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় ডিএইচআর কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে তারা ৷ তবে পর্যটকরা যাতে হতাশ না হন এবং শীতের মরশুমে পাহাড়ের পর্যটন যাতে ধাক্কা না খায়, তার জন্য কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত ‘হিমকন্যা জয়রাইড’ পরিষেবা চালু করেছে ডিএইচআর ৷ কিন্তু পর্যটকদের মধ্যে প্রথম থেকেই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত রাস্তাটুকু টয়ট্রেনে চড়ে যাওয়ার আলাদা চাহিদা রয়েছে ৷ সেই পরিষেবা বন্ধ থাকায় কিছুটা হলেও ধাক্কা খাবে উত্তরের পর্যটন শিল্প ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুরমিত কৌর এই প্রসঙ্গে বলেন, ‘‘ধসের ফলে টয়ট্রেনের লাইনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেই কারণেই 25 নভেম্বর পর্যন্ত ওই পরিষেবা বন্ধ রাখা হবে ৷ তবে দ্রুত লাইন মেরামতির কাজ চলছে ৷’’

vistadome special train service will available for every day from 22 november onwards
আগামী 25 নভেম্বর পর্যন্ত টয়ট্রেনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর ৷

আরও পড়ুন : Toy Train : পাহাড়ে ধসের জেরে রবিবার বন্ধ থাকবে শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

এদিকে, করোনার গ্রাফ কিছুটা নামায় সাধারণ যাত্রীদের সুবিধার্থে আরও দু’টি প্যাসেঞ্জার ট্রেন ফের চালু করছে রেল কর্তৃপক্ষ ৷ শিলিগুড়ি জংশন থেকে বামনহাট পর্যন্ত ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি আগামী 22 নভেম্বর থেকে এবং শিলিগুড়ি জংশন থেকে হলদিবাড়ি পর্যন্ত ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি আগামী 23 নভেম্বর থেকে আবার যাতায়াত করবে ৷ এই দু’টি প্যাসেঞ্জার ট্রেন চালু হলে নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে ৷

Last Updated : Nov 17, 2021, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.