ETV Bharat / state

Cash for Vote in Darjeeling: দার্জিলিঙে ভোটারদের টাকা বিলি বিজিপিএম প্রার্থীদের ! ভাইরাল ভিডিয়ো দেখে নালিশ কমিশনে - BGPM

দার্জিলিংয়ে প্রচারের সময় স্থানীয় মানুষের মধ্যে টাকা বিলি করে ভোট কেনার অভিযোগ উঠল বিজিপিএম-এর দুই প্রার্থীর বিরুদ্ধে ৷ সোশাল মিডিয়ায় তাঁদের টাকা বিলির ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে বিরোধীরা ৷

Cash for Vote in Darjeeling
Cash for Vote in Darjeeling
author img

By

Published : Jul 5, 2023, 7:01 PM IST

দার্জিলিঙে ভোটারদের টাকা বিলি বিজিপিএম প্রার্থীদের !

দার্জিলিং, 5 জুলাই: পাহাড়ে এ বার প্রচারের সময় টাকা বিলির অভিযোগ উঠল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীদের বিরুদ্ধে । ইতিমধ্যে সেই টাকা বিলির ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

বিষয়টি নজরে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা । পাশাপাশি অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজভবনেও । এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শৈলরানির রাজনৈতিক মহলে । যদিও টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছে পাহাড়ের শাসকদল বিজিপিএম নেতৃত্ব । বিরোধীদের অভিযোগ, প্রচারের নামে পাহাড়বাসীকে টাকার প্রলোভন দেখিয়ে ভোট কিনতে চাইছেন অনিত থাপার দলের প্রার্থীরা । অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখায় আশ্বাস দিয়েছেন দার্জিলিংয়ের মুখ্য নির্বাচনী আধিকারিক ।

অভিযোগ, অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দুই পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের দু'জন প্রার্থী হৃদয় সুব্বা এবং কল্যাণী সুব্বা দার্জিলিংয়ের আর্য চা বাগানে প্রচারের সময় পাহাড়বাসীদের মধ্যে পাঁচশো ও হাজার টাকা করে বিলি করছেন । সোশাল মিডিয়ায় বিষয়টি নজরে আসা মাত্র ওই দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা । ইতিমধ্যে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড, প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা জিটিএ সভাসদ বিনয় তামাং, মোর্চা নেতা নোমন রাই এই বিষয়ে রাজ্যপালের পিস রুম, জেলা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন: পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ব্যবধান বাড়ল অনিতদের

হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "এটা প্রমাণ হল যে, আমাদের তোলা অভিযোগ কোনওদিনই ভুল ছিল না । অনিত থাপার দল যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে এই নোংরা রাজনীতি শুরু করেছে । নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছি ।"

বিনয় তামাং বলেন, "পাহাড়ে এ ভাবেই রাজনীতি করতে চাইছেন অনিত থাপা । টাকা দিয়ে, ভয় দেখিয়ে জয় পেতে চাইছেন । নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ করতে হবে ।"

তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজিপিএম ৷ দলের মুখপাত্র এসপি শর্মা বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বিরোধীরা । আসলে পরাজয় নিশ্চিত জেনেই এ সব অভিযোগ করে ওরা ফায়দা নিতে চাইছে ।"

দার্জিলিঙে ভোটারদের টাকা বিলি বিজিপিএম প্রার্থীদের !

দার্জিলিং, 5 জুলাই: পাহাড়ে এ বার প্রচারের সময় টাকা বিলির অভিযোগ উঠল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীদের বিরুদ্ধে । ইতিমধ্যে সেই টাকা বিলির ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

বিষয়টি নজরে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা । পাশাপাশি অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজভবনেও । এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শৈলরানির রাজনৈতিক মহলে । যদিও টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছে পাহাড়ের শাসকদল বিজিপিএম নেতৃত্ব । বিরোধীদের অভিযোগ, প্রচারের নামে পাহাড়বাসীকে টাকার প্রলোভন দেখিয়ে ভোট কিনতে চাইছেন অনিত থাপার দলের প্রার্থীরা । অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখায় আশ্বাস দিয়েছেন দার্জিলিংয়ের মুখ্য নির্বাচনী আধিকারিক ।

অভিযোগ, অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দুই পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের দু'জন প্রার্থী হৃদয় সুব্বা এবং কল্যাণী সুব্বা দার্জিলিংয়ের আর্য চা বাগানে প্রচারের সময় পাহাড়বাসীদের মধ্যে পাঁচশো ও হাজার টাকা করে বিলি করছেন । সোশাল মিডিয়ায় বিষয়টি নজরে আসা মাত্র ওই দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা । ইতিমধ্যে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড, প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা জিটিএ সভাসদ বিনয় তামাং, মোর্চা নেতা নোমন রাই এই বিষয়ে রাজ্যপালের পিস রুম, জেলা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন: পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ব্যবধান বাড়ল অনিতদের

হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "এটা প্রমাণ হল যে, আমাদের তোলা অভিযোগ কোনওদিনই ভুল ছিল না । অনিত থাপার দল যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে এই নোংরা রাজনীতি শুরু করেছে । নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছি ।"

বিনয় তামাং বলেন, "পাহাড়ে এ ভাবেই রাজনীতি করতে চাইছেন অনিত থাপা । টাকা দিয়ে, ভয় দেখিয়ে জয় পেতে চাইছেন । নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ করতে হবে ।"

তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজিপিএম ৷ দলের মুখপাত্র এসপি শর্মা বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বিরোধীরা । আসলে পরাজয় নিশ্চিত জেনেই এ সব অভিযোগ করে ওরা ফায়দা নিতে চাইছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.