ETV Bharat / state

শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে 50 লাখের সেগুন উদ্ধার - Fulbari

শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে 50 লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার ৷ ঘটনায় গ্রেফতার এক ৷ এনজেপি থানার অভিযানে মেলে সাফল্য ৷

Wb_slg_02_wood_recovery_7209673
শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে 50 লাখের সেগুন উদ্ধার
author img

By

Published : May 20, 2021, 6:54 PM IST

শিলিগুড়ি, 20 মে : কাঠপাচার আটকাতে সফল হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা ৷ পুলিশের অভিযানে উদ্ধার হল 50 লাখ টাকার সেগুন কাঠ ৷ পুলিশ সূত্রে খবর, ওই কাঠ ট্রাকে করে আদার বস্তার আড়ালে পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ ৷

সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতে গোপনে খবর পেয়ে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ ৷ ফুলবাড়ি এলাকায় একটি আদাবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাকচালক চন্দনকুমার সিংকে ৷ তিনি বিহারের বাসিন্দা ৷

ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ৷

এদিকে, করোনা আবহে রাজ্যজুড়ে প্রায় লকডাউন কার্যকর করা হয়েছে ৷ পুলিশের অনুমান, এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই সক্রিয় হয়ে উঠেছে কাঠ পাচারকারীরা ৷

আরও পড়ুন : বাঁশের আড়ালে 30 লাখের চোরাই কাঠ, গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঠ পাচারের আগাম খবর পেয়ে বুধবার রাতে ফুলবাড়ি টোলগেটে ফাঁদ পাতে তারা ৷ সন্দেহভাজন ওই ট্রাকটিকে প্রথমে আটক করা হয় ৷ তারপর ট্রাকটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণের সেগুন কাঠ ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেআইনি কাঠবোঝাই ট্রাকটি অসম থেকে বিহারে যাচ্ছিল ৷

শিলিগুড়ি, 20 মে : কাঠপাচার আটকাতে সফল হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা ৷ পুলিশের অভিযানে উদ্ধার হল 50 লাখ টাকার সেগুন কাঠ ৷ পুলিশ সূত্রে খবর, ওই কাঠ ট্রাকে করে আদার বস্তার আড়ালে পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ ৷

সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতে গোপনে খবর পেয়ে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ ৷ ফুলবাড়ি এলাকায় একটি আদাবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাকচালক চন্দনকুমার সিংকে ৷ তিনি বিহারের বাসিন্দা ৷

ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ৷

এদিকে, করোনা আবহে রাজ্যজুড়ে প্রায় লকডাউন কার্যকর করা হয়েছে ৷ পুলিশের অনুমান, এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই সক্রিয় হয়ে উঠেছে কাঠ পাচারকারীরা ৷

আরও পড়ুন : বাঁশের আড়ালে 30 লাখের চোরাই কাঠ, গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঠ পাচারের আগাম খবর পেয়ে বুধবার রাতে ফুলবাড়ি টোলগেটে ফাঁদ পাতে তারা ৷ সন্দেহভাজন ওই ট্রাকটিকে প্রথমে আটক করা হয় ৷ তারপর ট্রাকটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণের সেগুন কাঠ ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেআইনি কাঠবোঝাই ট্রাকটি অসম থেকে বিহারে যাচ্ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.