ETV Bharat / state

কাল থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভরতি ফি জমা

author img

By

Published : Nov 16, 2020, 10:34 PM IST

অনলাইনে অ্যাডমিশন ফি জমা শুরু হবে কাল অর্থাৎ 17 নভেম্বর থেকে । ফি জমা দেওয়া যাবে 19 নভেম্বর সকাল 11.30 পর্যন্ত ।

North Bengal university
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

অনলাইনে অ্যাডমিশন ফি জমা দেওয়ার তারিখ ঘোষণা করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । 2020-21 শিক্ষাবর্ষে M.A, M.Sc, M.Com এবং B.Lib.I.Sc কোর্সে ভরতির প্রথম মেধাতালিকায় থাকা আবেদনকারীরা এই ফি জমা করবেন । বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে মেধাতালিকায় থাকা আবেদনকারীদের নাম জানা যাবে । ওয়েবসাইটটি হল-www.nbu.ac.in ।

অনলাইনে অ্যাডমিশন ফি জমা শুরু হবে কাল অর্থাৎ 17 নভেম্বর থেকে । ফি জমা দেওয়া যাবে 19 নভেম্বর সকাল 11.30 পর্যন্ত ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাইটে অনলাইনে টাকা জমা দেওয়ার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, কোরোনা পরিস্থিতির জন্য এবছর বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভরতি প্রক্রিয়া শুরু হয়েছে ৷ সেই ভাবেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে অনলাইনে ভরতি ও টাকা জমা দেওয়ার ব্যবস্থা করা হয় ৷

অনলাইনে অ্যাডমিশন ফি জমা দেওয়ার তারিখ ঘোষণা করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । 2020-21 শিক্ষাবর্ষে M.A, M.Sc, M.Com এবং B.Lib.I.Sc কোর্সে ভরতির প্রথম মেধাতালিকায় থাকা আবেদনকারীরা এই ফি জমা করবেন । বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে মেধাতালিকায় থাকা আবেদনকারীদের নাম জানা যাবে । ওয়েবসাইটটি হল-www.nbu.ac.in ।

অনলাইনে অ্যাডমিশন ফি জমা শুরু হবে কাল অর্থাৎ 17 নভেম্বর থেকে । ফি জমা দেওয়া যাবে 19 নভেম্বর সকাল 11.30 পর্যন্ত ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাইটে অনলাইনে টাকা জমা দেওয়ার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, কোরোনা পরিস্থিতির জন্য এবছর বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভরতি প্রক্রিয়া শুরু হয়েছে ৷ সেই ভাবেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে অনলাইনে ভরতি ও টাকা জমা দেওয়ার ব্যবস্থা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.