ETV Bharat / state

Communication System: সীমান্ত নিরাপত্তায় যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে উদ্যোগী কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক - কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক

নজরে সীমান্ত নিরাপত্তা, সেবক রংপো রেল প্রকল্পের পর এবার 10 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের উদ্যোগ কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 27, 2023, 5:31 PM IST

দার্জিলিং, 27 জুলাই: কেন্দ্রীয় সরকারের নজরে ইন্দো চিন সীমান্তের নিরাপত্তা। আর সেই কারণেই চিন সীমান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে সেবক-রংপো রেলপথের কাজ প্রায় শেষের দিকে। এবার সড়ক পথে রংপো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। সেবক থেকে কালিম্পং হয়ে সিকিমের রংপো হয়ে রানিপুল পর্যন্ত যাবে। 120 কিলোমিটার সেই 10 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের জন্য প্রায় 1 হাজার 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

জাতীয় সড়কটি সম্প্রসারণের কাজ শেষ হলে একদিকে যেমন জাতীয় নিরাপত্তার অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি সিকিম ও এরাজ্যের সঙ্গে বাণিজ্য ও পর্যটন শিল্পেও ব্যাপক জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ওই 10 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ ও উন্নয়নের কাজের গতিপ্রকৃতি একটি চিঠির মাধ্যমে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

ওই বিষয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে ধন্যবাদ জানাই ৷ 10 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার জন্য। এতে সবথেকে বেশি জাতীয় নিরাপত্তা উপকৃত হবে। চিন সীমান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেজন্য সেবক-রংপো রেল প্রকল্পের পর এবার জাতীয় সড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এতে পাহাড়, তরাই, ডুয়ার্স এলাকার পর্যটন ও বাণিজ্যেও জোয়ার আসবে।"

আরও পড়ুন: সেবক রংপো রেল প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "কালিম্পংয়ের কাছে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সমস্যা রয়েছে। এছাড়াও ওই জায়গাগুলি ধসপ্রসবণ। ওই রাস্তাটি যোগাযোগের লাইফলাইন। সম্প্রসারণ ও উন্নয়ন হলে ধসের প্রভাব আর থাকবে না। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।" ইস্টার্ন ইন্ডিয়া চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সম্পাদম সুরজিৎ পাল বলেন, "10 নম্বর জাতীয় সড়কটি ইন্দো বাংলাদেশের বাংলাবান্দা সীমান্ত থেকে শুরু হয়। বলে বাণিজ্যতেও অনেকটাই সুবিধা হবে।"

জানা গিয়েছে, 120 কিলোমিটার জাতীয় সড়কের মধ্যে 15 কিলোমিটার সড়কের ইতিমধ্যে সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। শিলিগুড়ির বালাসন সেতু থেকে সেবক সেনা ছাউনি পর্যন্ত 11.77 কিলোমিটার সড়কেরও কাজ চলছে। এরপর সেবক সেনা ছাউনি থেকে সেবক ঘাট পর্যন্ত কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। সেবক রংপো রেলপথের কারণে যেসব জায়গায় ক্রসিং রয়েছে সেই সব সমস্যারও সমাধান করা হবে। জাতীয় সড়কে থাকা ধসপ্রবণ জায়গা, দুর্ঘটনাগ্রস্থ জায়গা বা ব্ল্যাক স্পট, জলমগ্ন এলাকার মতো সমস্যারও সেবক রঙপো প্রকল্পের মাধ্যমে সমাধান করা হবে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে কালিম্পঙে হড়পা বান-ধসে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, দায়ী সেবক-রংপো রেল প্রকল্প ?

দার্জিলিং, 27 জুলাই: কেন্দ্রীয় সরকারের নজরে ইন্দো চিন সীমান্তের নিরাপত্তা। আর সেই কারণেই চিন সীমান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে সেবক-রংপো রেলপথের কাজ প্রায় শেষের দিকে। এবার সড়ক পথে রংপো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। সেবক থেকে কালিম্পং হয়ে সিকিমের রংপো হয়ে রানিপুল পর্যন্ত যাবে। 120 কিলোমিটার সেই 10 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের জন্য প্রায় 1 হাজার 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

জাতীয় সড়কটি সম্প্রসারণের কাজ শেষ হলে একদিকে যেমন জাতীয় নিরাপত্তার অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি সিকিম ও এরাজ্যের সঙ্গে বাণিজ্য ও পর্যটন শিল্পেও ব্যাপক জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ওই 10 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ ও উন্নয়নের কাজের গতিপ্রকৃতি একটি চিঠির মাধ্যমে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

ওই বিষয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে ধন্যবাদ জানাই ৷ 10 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার জন্য। এতে সবথেকে বেশি জাতীয় নিরাপত্তা উপকৃত হবে। চিন সীমান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেজন্য সেবক-রংপো রেল প্রকল্পের পর এবার জাতীয় সড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এতে পাহাড়, তরাই, ডুয়ার্স এলাকার পর্যটন ও বাণিজ্যেও জোয়ার আসবে।"

আরও পড়ুন: সেবক রংপো রেল প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "কালিম্পংয়ের কাছে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সমস্যা রয়েছে। এছাড়াও ওই জায়গাগুলি ধসপ্রসবণ। ওই রাস্তাটি যোগাযোগের লাইফলাইন। সম্প্রসারণ ও উন্নয়ন হলে ধসের প্রভাব আর থাকবে না। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।" ইস্টার্ন ইন্ডিয়া চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সম্পাদম সুরজিৎ পাল বলেন, "10 নম্বর জাতীয় সড়কটি ইন্দো বাংলাদেশের বাংলাবান্দা সীমান্ত থেকে শুরু হয়। বলে বাণিজ্যতেও অনেকটাই সুবিধা হবে।"

জানা গিয়েছে, 120 কিলোমিটার জাতীয় সড়কের মধ্যে 15 কিলোমিটার সড়কের ইতিমধ্যে সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। শিলিগুড়ির বালাসন সেতু থেকে সেবক সেনা ছাউনি পর্যন্ত 11.77 কিলোমিটার সড়কেরও কাজ চলছে। এরপর সেবক সেনা ছাউনি থেকে সেবক ঘাট পর্যন্ত কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। সেবক রংপো রেলপথের কারণে যেসব জায়গায় ক্রসিং রয়েছে সেই সব সমস্যারও সমাধান করা হবে। জাতীয় সড়কে থাকা ধসপ্রবণ জায়গা, দুর্ঘটনাগ্রস্থ জায়গা বা ব্ল্যাক স্পট, জলমগ্ন এলাকার মতো সমস্যারও সেবক রঙপো প্রকল্পের মাধ্যমে সমাধান করা হবে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে কালিম্পঙে হড়পা বান-ধসে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, দায়ী সেবক-রংপো রেল প্রকল্প ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.