ETV Bharat / state

আটক হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত 2 মহিলা, উদ্ধার 40 লাখ টাকা - Two Women detained New Jalpaiguri Station

ব্যাগ থেকে উদ্ধার 40 লাখ টাকা । হাওয়ালা চক্রে আটক দুই মহিলা ।

ধৃত দুই মহিলা
author img

By

Published : Sep 8, 2019, 6:20 AM IST

Updated : Sep 9, 2019, 5:43 AM IST

শিলিগুড়ি, 8 সেপ্টেম্বর : ব্যাগ থেকে উদ্ধার 40 লাখ টাকা 71 হাজার টাকা । হাওয়ালা চক্রে যুক্ত দুই মহিলাকে আটক করল নিউ জলপাইগুড়ির GRP আধিকারিকরা । ওই দুই মহিলা পাকুড়ের বাসিন্দা । গতকাল তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে গুয়াহাটি যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর ।

গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই নজর রাখছিল রেল পুলিশ । ওই দুই মহিলাকে দেখে সন্দেহ হয় নিউ জলপাইগুড়ি GRP-র । জিজ্ঞাসাবাদ শুরু করে তারা । দুই মহিলার কথায় অসঙ্গতি ধরা পড়তেই তল্লাশি শুরু করে পুলিশ । তাদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 40 লাখ 71 হাজার টাকা । এই টাকার উৎস কী ? সে সম্পর্কে কিছুই বলতে পারেনি তারা । তাদের আটক করা হয় ।

দেখুন ভিডিয়ো

পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত । এই বিপুল পরিমাণ অর্থ পৌঁছাতেই তারা গুয়াহাটি যাচ্ছিল ।

শিলিগুড়ি, 8 সেপ্টেম্বর : ব্যাগ থেকে উদ্ধার 40 লাখ টাকা 71 হাজার টাকা । হাওয়ালা চক্রে যুক্ত দুই মহিলাকে আটক করল নিউ জলপাইগুড়ির GRP আধিকারিকরা । ওই দুই মহিলা পাকুড়ের বাসিন্দা । গতকাল তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে গুয়াহাটি যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর ।

গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই নজর রাখছিল রেল পুলিশ । ওই দুই মহিলাকে দেখে সন্দেহ হয় নিউ জলপাইগুড়ি GRP-র । জিজ্ঞাসাবাদ শুরু করে তারা । দুই মহিলার কথায় অসঙ্গতি ধরা পড়তেই তল্লাশি শুরু করে পুলিশ । তাদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 40 লাখ 71 হাজার টাকা । এই টাকার উৎস কী ? সে সম্পর্কে কিছুই বলতে পারেনি তারা । তাদের আটক করা হয় ।

দেখুন ভিডিয়ো

পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত । এই বিপুল পরিমাণ অর্থ পৌঁছাতেই তারা গুয়াহাটি যাচ্ছিল ।

Intro:৪০ লক্ষাধিক টাকা সহ পুলিশের জালে দুই মহিলা, টাকার উৎসের খোঁজে রেল পুলিশ!

শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ বিশেষ সূত্রের খবর মোতাবেক অভিযান চালিয়ে শনিবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর থেকে আনুমানিক ৪০ লক্ষ ৭১ হাজার টাকা সহ দুই মহিলাকে আটক করল এনজেপি জিআরপি আধিকারীকেরা। তবে উদশার হওয়া ওই টাকার উৎস কি তা অজানা রয়েই গিয়েছে। সেক্ষেত্রে আটক ওই দুই মহিলাকে জিঞ্জাসাবাদ শুরু করেছেন জিআরপির আধিকারিকেরা।

Body:প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতরা বীরভূম জেলার পাকুড়ের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে দুই মহিলা গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সূত্রের খবর মোতাবেক তাদের ওপর নজরদারী চালাতেই সন্দেহ হয় এনজেপি জিআরপির আধিকারীকেরা জিঞ্জাসাবাদ শুরু করেন। এরপরই জিঞ্জাসাবাদে একাধিক অসংগতি ধড়া পড়তেই তাদের কাছে থাকা ব্যাগ খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমান অর্থ। যার কোন তথ্য প্রামান দিতে পারেনি ওই দুই মহিলা। এরপরেই ওই দুই মহিলাকে আটক করা হয়। ঘটনার পূর্নাঙ্গ তদন্তের স্বার্থে তাদের আটক করা হয়।

Conclusion:পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই মহিলা মূলত ক্যারিয়ার হিসেবে ওই টাকা গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে পুলিশি নজর এড়াতে সাদামাটা পোষাকে ছিলেন দুজনেই। তাদের জিঞ্জাসাবাদ করেই ওই টাকার উৎস জানতে তৎপর পুলিশ। যদিও পুলিশ কর্তারা এখনই কোন মন্তব্য করতে নারাজ।

Last Updated : Sep 9, 2019, 5:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.