শিলিগুড়ি, 1 জানুয়ারি : আসন্ন শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে (Siliguri Corporation Poll 2022) তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভ বাড়ছে ৷ স্থানীয় নেতা, কর্মীদের একাংশের অভিযোগ, যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অযোগ্যদের টিকিট দিয়েছে দল ৷ যা নিয়ে দলের অন্দরে তো বটেই অসন্তোষ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যেও ৷ এই পরিস্থিতিতে নির্দল প্রার্থী (Independent Candidate) হিসাবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দুই বিক্ষুব্ধ তৃণমূল নেতা বিকাশ সরকার এবং নিখিল সাহানি ৷ শনিবার তাঁরা দু’জনেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মনোনয়নপত্র তোলেন (Two TMC Leaders collect Nomination Form) ৷
আরও পড়ুন : Siliguri Municipal Corporation Election 2022 : শিলিগুড়িতে গোর্খা ভোট টানতে তৃণমূলের হাতিয়ার বিনয়
এঁদের মধ্যে বিকাশ সরকার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ অন্যদিকে, নিখিল সাহানি শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং শহরের 4 নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান ৷ প্রথম জন 24 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে এবং দ্বিতীয় জন 18 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন তুলেছেন ৷ দু’জনেরই বক্তব্য, মানুষের আবেগকে সম্মান জানিয়েই তাঁদের এই পদক্ষেপ !
কিন্তু, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে এমন আচরণ কতটা যুক্তিযুক্ত ? দল কি আদৌ তাঁদের পদক্ষেপ মেনে নেবে ? এই প্রসঙ্গে বিকাশ সরকার বলেন, ‘‘আমি কোনও দিনই দলবিরোধী কাজ করিনি ৷ দলের জন্য সময় দিয়েও টিকিট পাইনি ৷ এলাকাবাসীই আমাকে নির্দল হিসাবে লড়াইয়ে নামার জন্য অনুরোধ করেছেন ৷ সেই কারণেই আজ প্রার্থী হিসাবে মনোনয়ন তুলেছি ৷ বাকিটা দল বিবেচনা করুক ৷’’
আরও পড়ুন : Siliguri Corporation Poll 2022 : ‘শিলিগুড়ি মডেল’ ভেঙে পৌরভোটে আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত কংগ্রেসের
অন্যদিকে নিখিল সাহানির বক্তব্য হল, ‘‘আমাকে প্রার্থী করা হবে কিনা, সেটা দল এখনও বিবেচনা করে দেখছে ৷ বহিরাগত ও দু’বারের পরাজিত এক ব্যক্তিকে প্রার্থী হিসাবে চাইছেন না এলাকার মানুষ ৷ হাতে বেশি সময় নেই ৷ তাই মনোনয়নপত্র তুলে রাখলাম ৷ এলাকাবাসী যেটা চান, সেটাই হবে ৷ তাঁরা চাইলে আমি নির্দল প্রার্থী হিসাবেই লড়াই করব ৷’’ গোটা ঘটনায় শিলিগুড়িতে শাসকদলের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷