ETV Bharat / state

নয়া অতিথি, নেদারল্যান্ডস থেকে দার্জিলিঙে আসছে দুটি রেড পান্ডা

Darjeeling Zoological Park: নতুন বছরের শুরুতেই পর্যটকদের জন্য সুখবর ৷ সাইবেরিয়ান টাইগারের পর এবার দার্জিলিং চিড়িয়াখানায় দেখা মিলবে নেদারল্যান্ডসের দুই অতিথির ৷ সাত সমুদ্র পার করে আসতে চলেছে এক জোড়া রেড পান্ডা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 7:20 AM IST

Updated : Jan 5, 2024, 7:42 AM IST

দার্জিলিং, 5 জানুয়ারি: নতুন বছরে পর্যটকদের জন্য সুখবর ৷ আবারও রাজ্যে আসছে দুই বিদেশি অতিথি ৷ নিশ্চয় ভাবছেন কে আবার এল ? এবার তবে বিষয়টি খুলেই বলা যাক ৷ দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আসছে দু’টি রেড পান্ডা ৷ সুদূর নেদারল্যান্ডস থেকে আনা হবে এই দুই পান্ডাকে ৷

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল সাইবেরিয়াবন টাইগার ৷ এবার নেদারল্যান্ডাস থেকে আসছে এই দুই অতিথি ৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট দেশের দু’টি চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কথাও অনেকটাই এগিয়েছে ৷ ওই দুই নতুন প্রাণীকে আনতে যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য বন দফতর । সেন্ট্রাল জু অথরিটির থেকে সবুজ সংকেতও মিলেছে ৷ আর তারপরই ওই দুই পুরুষ রেড পান্ডাকে আনার তোরজোর শুরু হয়েছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেদারল্যান্ডসের আমের্সফুর্ট জু ও রটেরড্যাম জু থেকে পুরুষ রেড পান্ডাগুলিকে আনা হবে। এই রেড পান্ডাগুলির জন্ম হয়েছিল 2021 সালে। ইতিমধ্যে বেশ কয়েকটি রেড পান্ডাকে চিহ্নিত করা হয়েছে। তাদের শারীরিক পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে । সেইগুলিই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আনা হবে বলে মনে করা হচ্ছে ৷

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "রেড পান্ডা প্রজনন ও সংরক্ষণের আওতায় দু’টো পুরুষ রেড পান্ডাকে নেদারল্যান্ডস থেকে আনা হবে । কেন্দ্রীয় জু অথরিটির তরফে ছাড়পত্র মিলেছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই ওই দুই রেড পান্ডা দার্জিলিং চিড়িয়াখানায় পৌঁছবে। ওই দুই রেড পান্ডাকে আনার পর তাদের প্রথম 3 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে। হিমালয়ের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পর তাদের প্রকাশ্যে আনা হবে।"

পাশাপাশি, তিনি আরও জানান, আন্তর্জাতিক রেড পান্ডা প্রজনন ও সংরক্ষণ কর্মসূচির অধীনে দার্জিলিং চিড়িয়াখানা থেকে বেশ কয়েকটি রেড পান্ডাকে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে । সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন মিললেই সেই প্রক্রিয়াও শুরু করা হবে ।
প্রসঙ্গত, বর্তমানে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে প্রজননের ফলে রেড পান্ডার সংখ্যা বেড়ে দশটি হয়েছে । যার মধ্যে 1 পুরুষ ও 5 স্ত্রী রেড পান্ডা রয়েছে । গত বছর নীরা, তিস্তা-সহ মোট তিনটি 3 বছরের স্ত্রী রেড পান্ডা সিঙ্গালিলার জঙ্গলে ছাড়া হয়েছিল । পরবর্তীতে তারা 4টি শাবকের জন্ম দেয় । অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানায় বর্তমানে 22টি রেড পান্ডা রয়েছে। যার মধ্যে 8টি পুরুষ ও 14টি স্ত্রী রেড পান্ডা রয়েছে ।

আরও পড়ুন:

  1. মোষ চরাতে গিয়ে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, বন থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
  2. দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ
  3. বর্ষশেষে বড় প্রাপ্তি, বক্সায় আবারও বাঘের দর্শন; বেজায় খুশি বন দফতর

দার্জিলিং, 5 জানুয়ারি: নতুন বছরে পর্যটকদের জন্য সুখবর ৷ আবারও রাজ্যে আসছে দুই বিদেশি অতিথি ৷ নিশ্চয় ভাবছেন কে আবার এল ? এবার তবে বিষয়টি খুলেই বলা যাক ৷ দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আসছে দু’টি রেড পান্ডা ৷ সুদূর নেদারল্যান্ডস থেকে আনা হবে এই দুই পান্ডাকে ৷

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল সাইবেরিয়াবন টাইগার ৷ এবার নেদারল্যান্ডাস থেকে আসছে এই দুই অতিথি ৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট দেশের দু’টি চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কথাও অনেকটাই এগিয়েছে ৷ ওই দুই নতুন প্রাণীকে আনতে যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য বন দফতর । সেন্ট্রাল জু অথরিটির থেকে সবুজ সংকেতও মিলেছে ৷ আর তারপরই ওই দুই পুরুষ রেড পান্ডাকে আনার তোরজোর শুরু হয়েছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেদারল্যান্ডসের আমের্সফুর্ট জু ও রটেরড্যাম জু থেকে পুরুষ রেড পান্ডাগুলিকে আনা হবে। এই রেড পান্ডাগুলির জন্ম হয়েছিল 2021 সালে। ইতিমধ্যে বেশ কয়েকটি রেড পান্ডাকে চিহ্নিত করা হয়েছে। তাদের শারীরিক পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে । সেইগুলিই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আনা হবে বলে মনে করা হচ্ছে ৷

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "রেড পান্ডা প্রজনন ও সংরক্ষণের আওতায় দু’টো পুরুষ রেড পান্ডাকে নেদারল্যান্ডস থেকে আনা হবে । কেন্দ্রীয় জু অথরিটির তরফে ছাড়পত্র মিলেছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই ওই দুই রেড পান্ডা দার্জিলিং চিড়িয়াখানায় পৌঁছবে। ওই দুই রেড পান্ডাকে আনার পর তাদের প্রথম 3 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে। হিমালয়ের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পর তাদের প্রকাশ্যে আনা হবে।"

পাশাপাশি, তিনি আরও জানান, আন্তর্জাতিক রেড পান্ডা প্রজনন ও সংরক্ষণ কর্মসূচির অধীনে দার্জিলিং চিড়িয়াখানা থেকে বেশ কয়েকটি রেড পান্ডাকে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে । সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন মিললেই সেই প্রক্রিয়াও শুরু করা হবে ।
প্রসঙ্গত, বর্তমানে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে প্রজননের ফলে রেড পান্ডার সংখ্যা বেড়ে দশটি হয়েছে । যার মধ্যে 1 পুরুষ ও 5 স্ত্রী রেড পান্ডা রয়েছে । গত বছর নীরা, তিস্তা-সহ মোট তিনটি 3 বছরের স্ত্রী রেড পান্ডা সিঙ্গালিলার জঙ্গলে ছাড়া হয়েছিল । পরবর্তীতে তারা 4টি শাবকের জন্ম দেয় । অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানায় বর্তমানে 22টি রেড পান্ডা রয়েছে। যার মধ্যে 8টি পুরুষ ও 14টি স্ত্রী রেড পান্ডা রয়েছে ।

আরও পড়ুন:

  1. মোষ চরাতে গিয়ে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, বন থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
  2. দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ
  3. বর্ষশেষে বড় প্রাপ্তি, বক্সায় আবারও বাঘের দর্শন; বেজায় খুশি বন দফতর
Last Updated : Jan 5, 2024, 7:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.