শিলিগুড়ি, 27 জুন : শিলিগুড়ি শহরে কোরোনা মোকাবিলায় বন্ধ থাকবে একাধিক বাজার। অন্যদিকে ধাপে ধাপে খুলবে শহরের দুটো মার্কেট। একটানা বন্ধ থাকার পর খুলতে চলেছে শহরের রেগুলেটেড মার্কেট ও চম্পাশারি বাজার। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে খুলতে চলেছে মার্কেট দুটি। অপরদিকে, 18 নম্বর ওয়ার্ডের টাউন স্টেশন বাজার ও 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া বাজার সোমবার থেকে আগামী সাত দিনের জন্য বন্ধ থাকবে। বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে সম্প্রতি বন্ধ হয়েছে বিধান মার্কেট। এমনকী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে স্থানান্তর হয়েছে ফল ও সব্জি বাজার।
উল্লেখ্য, কোরোনা সংক্রমণ মোকাবিলায় এক সপ্তাহ আগেই বন্ধ করে দেওয়া হয় শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট । এরপরেই বন্ধ করা হয় সংলগ্ন এলাকার চম্পাশরি বাজারও। স্যানিটাইজ করা হয় ওইসব এলাকা । অবশেষে সোমবার থেকে বাজরগুলো খোলার নির্দেশ দেওয়া হয়।
শিলিগুড়ির একাধিক বাজারগুলোর উপর নজরদারি চালাতে বিশেষ কমিট গঠন করা হয় জেলা প্রশাসনের নির্দেশে । সংক্রমণ রোধে কোন বাজার এলাকায় কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেসব নীতি নির্ধারণের দায়িত্ব রয়েছে ওই কমিটির উপর ।
এবিষয়ে শিলিগুড়ির মহকুমাশাসক বলেন, “পর্যায়ক্রমে রেগুলেটেড মার্কেট ও চম্পাশরি বাজার খোলা হবে । অন্যদিকে, টিকিয়াপড়া বাজার ও টাউন স্টেশন বাজার বন্ধ করা হবে সাত দিনের জন্য।” তিনি আরও বলেন, “টিকিয়াপাড়া বাজার স্থানান্তরের বিষয় দেখা হচ্ছে৷”